Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

শোবিজ দুনিয়া: একটি চড়, দুটি সিক্যুয়েল এবং কিছু মামলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

২০২২ সালের শোবিজ দুনিয়া ছিলো ঘটনাবহুল। অস্কার অনুষ্ঠানে চড়-কাণ্ড থেকে শুরু করে বহুল প্রতীক্ষিত সিক্যুয়েলের মুক্তি, প্রাক্তন দম্পতির আইনি লড়াই, বর্ষীয়ানদের প্রয়াণসহ বেশকিছু ঘটনা ব্যাপক আলোচিত হয়েছে। বিশ্বজুড়ে তেমন কিছু খবর ফিরে দেখা যাক।

ক্রিস রক ও উইল স্মিথ

৯৪তম অস্কারে ক্রিস রককে চড় মেরেছেন উইল স্মিথ (ছবি: সংগৃহীত)

১. আমেরিকান তারকা উইল স্মিথ স্ত্রী জ্যাডা পিঙ্কেট স্মিথের ন্যাড়া মাথা নিয়ে অস্কার মঞ্চে রসিকতা করায় স্বদেশি কমেডিয়ান ক্রিস রকের গালে কষে চড় মারেন। এ ঘটনায় হতভম্ব হয়ে পড়ে গোটা দুনিয়া। হলিউডের সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কারটিকে চাপা পড়ে যায় চড়-কাণ্ডে। যদিও পরে অস্কারে সেরা অভিনেতা হয়েছেন উইল স্মিথ।

টম ক্রুজ (ছবি: টুইটার)

২. হলিউড সুপারস্টার টম ক্রুজের বহুল প্রতীক্ষিত সিক্যুয়েল ‘টপ গান: ম্যাভেরিক’-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে কান ফিল্ম ফেস্টিভ্যালে। এর মাধ্যমে ৩৬ বছর পর আবার বৈমানিক চরিত্রে দেখা গেছে তাকে।

টম ক্রুজ (ছবি: টুইটার)

জোসেফ কোসিনস্কি পরিচালিত ‘টপ গান: ম্যাভেরিক’ চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। বিশ্বব্যাপী এর আয় হয়েছে ১৪৮ কোটি মার্কিন ডলার (১ হাজার ৩৯৫ কোটি ৮৩ লাখ টাকার বেশি)।

অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার

‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ সিনেমার দৃশ্য (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি স্টুডিওস)

৩. দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বড় পর্দায় মুক্তি পেয়েছে জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ সিনেমার বহুল প্রতীক্ষিত মহাকাব্যিক সিক্যুয়েল। ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ তৈরিতে খরচ হয়েছে ৩৫ কোটি মার্কিন ডলার (৩ হাজার ৬১৬ কোটি ৭৫ লাখ ৬৫ হাজার টাকা)। মুক্তির প্রথম তিন দিনেই পৃথিবী জুড়ে ৪৩ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার (৪ হাজার ৬২২ কোটি ৩৪ লাখ টাকা) আয় করেছে এই সিনেমা।

রিয়ানা (ছবি: টুইটার)

৪. পপতারকা বিয়ন্সে, রিয়ানা ও ব্রিটনি স্পিয়ার্স ২০২২ সালে নতুন গান নিয়ে ফিরেছেন। নেটফ্লিক্সের ‘স্ট্রেঞ্জার থিংস’ সিরিজের সুবাদে ১৯৮৫ সালে প্রকাশিত কেট বুশের ‘রানিং আপ দ্যাট হিল’ টপচার্টের শীর্ষস্থান দখল করেছে চলতি বছর। সুইডিশ ব্যান্ড অ্যাবা ভার্চুয়াল মঞ্চের মাধ্যমে অনেক বছর পর কনসার্ট করেছে।

বিটিএস ব্যান্ডের সদস্যরা (ছবি: টুইটার)

দক্ষিণ কোরিয়ার ব্যান্ড বিটিএসের সদস্যরা গান থেকে সাময়িক বিরতি নিয়ে নিজ দেশের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালনের সিদ্ধান্ত নেয়। ফিফা বিশ্বকাপে সংগীত পরিবেশন করে টপচার্টের শীর্ষে ওঠেন বিটিএসের জাংকুক। এছাড়া হোয়াইট হাউসে এশিয়ানবিরোধী বিদ্বেষমূলক অপরাধের বিরুদ্ধে বিবৃতি দিয়েছে বিটিএস।

অ্যাডেল

অ্যাডেল (ছবি: ইনস্টাগ্রাম)

৫. যুক্তরাষ্ট্রের নেভাদা রাজ্যের লাস ভেগাসে বহুল আলোচিত কনসার্ট একদিন আগে স্থগিত করতে গিয়ে অশ্রুসিক্ত হন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। কারণ তার সফরসঙ্গীদের অর্ধেকের শরীরে করোনা ধরা পড়েছে। মহামারির কারণে কনসার্ট না পিছিয়ে আর উপায় ছিলো না তার। এ ঘটনার ১০ মাস পর লাস ভেগাসে সংগীত পরিবেশনা শুরু করতে পেরেছেন তিনি।

আদালতের বাইরে জনি ডেপ ও অ্যাম্বার হার্ড (ছবি: টুইটার)

৬. হলিউডের সাবেক দম্পতি জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের আইনি লড়াই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সংবাদমাধ্যমে কলাম লিখে মানহানির দায়ে প্রাক্তন স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন জনি ডেপ। স্ত্রীর ওপর নির্যাতনের ঘটনাকে জনি ডেপের আইনজীবীরা প্রতারণা বলায় গত বছর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে মানহানির অভিযোগে পাল্টা মামলা ঠুকে দেন অ্যাম্বার হার্ড। কয়েক সপ্তাহ ধরে চলা মামলার শুনানি শেষে বিজয়ী হন জনি ডেপ। মামলায় জিতে দেড় কোটি মার্কিন ডলার ক্ষতিপূরণ পেয়েছেন তিনি। তবে তার বিরুদ্ধে পাল্টা মামলার শুনানিতে জিতেছেন অ্যাম্বার হার্ড। তাই প্রাক্তন স্বামীর কাছ থেকে ২০ লাখ ডলার ক্ষতিপূরণ পান তিনি।

হার্ভি ওয়াইনস্টিন (ছবি: টুইটার)

৭. মিটু হ্যাশট্যাগ মামলা ২০২২ সালেও অব্যাহত ছিলো। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে হলিউডের নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগে ১১টি বিচার চলছিলো। এরমধ্যে চারটিতে দোষী প্রমাণিত না হওয়ায় তাকে খারিজ করে দিয়েছে আদালত। তিনি এখন নিউ ইয়র্কে যৌন অপরাধে ২৩ বছরের সাজা ভোগ করছেন।

অন্যদিকে আমেরিকান অভিনেতা কেভিন স্পেসি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটানের একটি আদালতে যৌন নির্যাতনের মামলা থেকে মুক্তি পেয়েছেন। এছাড়া যৌন অপরাধের অভিযোগে প্রায় ২০ বছরের পুরনো মামলায় নিজেকে নির্দোষ প্রমাণে ব্রিটেনের আদালতে হাজির হন তিনি।

কানিয়ে ওয়েস্ট (ছবি: টুইটার)

৮. আমেরিকান সংগীতশিল্পী কানিয়ে ওয়েস্ট ইহুদি-বিরোধী মন্তব্য করে বিতর্কে জড়িয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছেন। এর ফলে কিছু বিজ্ঞাপনি চুক্তি হাতছাড়া হয়েছে তার। এ কারণে ফোর্বসের দৃষ্টিতে বিশ্বের বিলিয়নিয়ারদের তালিকা থেকে ছিটকে গেছেন তিনি৷

অ্যালেক ব্যাল্ডউইন ও হ্যালিনা হাচিন্স (ছবি: টুইটার)

৯. চিত্রগ্রাহক হ্যালিনা হাচিন্সের অপমৃত্যুর ঘটনায় তাঁর পরিবারের মামলায় নিষ্পত্তিতে পৌঁছেছেন আমেরিকান অভিনেতা অ্যালেক ব্যাল্ডউইন এবং ‘রাস্ট’ সিনেমার প্রযোজকরা। গত বছর শুটিং চলাকালীন অ্যালেক ব্যাল্ডউইনের চালানো গুলিতে নিহত হন তিনি। নিউ মেক্সিকো রাজ্যের কৌসুলী ফৌজদারি অপরাধের অভিযোগ জমা দেবেন কিনা সিদ্ধান্ত নিচ্ছেন।

জ্যঁ-লুক গদার

জ্যঁ-লুক গদার (ছবি: টুইটার)

১০. ২০২২ সালে পৃথিবীকে বিদায় জানিয়েছেন বেশ কয়েকজন তারকা। তাদের মধ্যে উল্লেখযোগ্য আমেরিকান অভিনেতা সিডনি পয়টিয়ার, উইলিয়াম হার্ট, জেমস কান, রে লিওটা, পল সরভিনো, লেসলি জর্ডান, রবার্ট মর্স, স্কটিশ অভিনেতা রবি কল্ট্রেন, আমেরিকান অভিনেত্রী অ্যান হেশ, কার্স্টি অ্যালি, দক্ষিণ আফ্রিকান অভিনেত্রী-মডেল শার্লবি ডিন, আইরিশ-ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ল্যান্সবুরি, ব্রিটিশ-অস্ট্রেলিয়ান গায়িকা অলিভিয়া নিউটন-জন, আমেরিকান সংগীতশিল্পী অ্যারন কার্টার, টেক অফ, জেরি লি লুইস, মিট লোফ, কুলিও, টেলর হকিন্স, নাওমি জুড, লরেট্টা লিন, ফরাসি-সুইস পরিচালক জ্যঁ-লুক গদার, স্লোভাকিয়ান পরিচালক ইভান রাইতম্যান প্রমুখ।

সিনেমাওয়ালা প্রচ্ছদ