শুভেচ্ছা
সংস্কৃতি উপদেষ্টা হয়ে ফারুকী বললেন, ‘কিছু পরিবর্তন ঘটাতে পারলে উদ্দেশ্য সফল হবে’

বঙ্গভবনে শপথ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: বিটিভি)
অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আজ (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে ছিলো এই আয়োজন। ফারুকীসহ নতুন তিন উপদেষ্টাকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ।
ফারুকীর পাশাপাশি শপথ নেওয়া অন্য দুই উপদেষ্টা হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বঙ্গভবনে শপথ নিচ্ছেন মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: বিটিভি)
ফারুকীর শপথ নেওয়ার একটি ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তারা বাস্তবে দম্পতি। তিশার ধারণকৃত ভিডিও ক্লিপ পরে অনেকে শেয়ার করেছেন।

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: চরকি)
শপথ নেওয়ার পর বঙ্গভবনে সাংবাদিকদের ফারুকী বলেন, ‘এটা আমার জন্য এক ধরনের অভাবনীয় অভিজ্ঞতা। কারণ আমি কখনোই কোনো পদ কিংবা চেয়ারে বসবো ভাবি নাই। তবে প্রফেসর ইউনূসের সহকর্মী হওয়াটা বেশ লোভনীয়। এক্ষেত্রে না বলাটা মুশকিল। আশা করি, যে কয়দিন কাজ করবো কিছু পরিবর্তন ঘটাতে পারবো। সেটা যদি ঘটাতে পারি, তাহলে মনে করবো যে উদ্দেশ্য নিয়ে এসেছি সেটা সফল হবে।’

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
সবশেষে ফারুকী বলেন, ‘যদি আমার কাজের মধ্যে কোনো ভুল করি, আমার কাজে কোনো ভুল থাকলে নিঃসংকোচে আমাকে ধরিয়ে দেবেন। আমি সেসব সানন্দে গ্রহণ করবো।’

মোস্তফা সরয়ার ফারুকী (ছবি: ফেসবুক)
এদিকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়ায় বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গন থেকে ফারুকীকে অভিনন্দনে সিক্ত করেছেন অনেকে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস