Connect with us

বলিউড

সকালে হাঁটতে বেরিয়ে মারা গেছেন ‘ধুম’ ও ‘ধুম টু’র পরিচালক

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

সঞ্জয় গাদভি (জন্ম: ২২ নভেম্বর, ১৯৬৫; মৃত্যু: ১৯ নভেম্বর, ২০২৩)

বলিউডের সুপারহিট সিনেমা ‘ধুম’ ও ‘ধুম টু’র পরিচালক সঞ্জয় গাদভি মারা গেছেন। আজ (১৯ নভেম্বর) পরলোকগমন করেছেন তিনি। তার বয়স হয়েছিলো ৫৭ বছর।

আজ ভোরে মুম্বাইয়ের লোখান্ডওয়ালা ব্যাক রোডে হাঁটতে বেরিয়ে বুকে ব্যথা অনুভব করেন সঞ্জয় গাধভি। তড়িঘড়ি নিকটস্থ কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, তার মৃত্যুর কারণ হার্ট অ্যাটাক।

সঞ্জয় গাদভির মৃত্যুতে গভীরভাবে শোকাহত ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। আজ তার শেষকৃত্য সম্পন্ন হবে।

সঞ্জয় গাদভি (জন্ম: ২২ নভেম্বর, ১৯৬৫; মৃত্যু: ১৯ নভেম্বর, ২০২৩)

‘ধুম’ ও ‘ধুম টু’ ছাড়া আরো পাঁচটি সিনেমা পরিচালনা করেছেন সঞ্জয় গাদভি। এগুলো হলো ‘তেরে লিয়ে’ (২০০১), ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ (২০০২), ‘কিডন্যাপ’ (২০০৮), ‘আজব গজব লাভ’ (২০১২) ও ‘অপারেশন পারিন্দে’ (২০২০)।

‘ধুম’ ফ্রাঞ্চাইজ ও ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ সিনেমাগুলো প্রযোজনা করেছে যশরাজ ফিল্মস। তার আত্মার শান্তি কামনা করে সোশ্যাল মিডিয়ায় এই সংস্থা লিখেছে, ‘সঞ্জয় গাদভি বড় পর্দায় যে জাদু সৃষ্টি করে গেছেন সেসব চিরকাল বেঁচে থাকবে।’

সঞ্জয় গাদভি (জন্ম: ২২ নভেম্বর, ১৯৬৫; মৃত্যু: ১৯ নভেম্বর, ২০২৩)

হিন্দু দেবতা কৃষ্ণের জন্মস্থান ও শাহী ঈদগাহ মসজিদকে ঘিরে বিতর্কের ভিত্তিতে নতুন একটি সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা করছিলেন সঞ্জয় গাদভি। কিন্তু আগেই চলে গেলেন তিনি।

১৯৬৫ সালের ২২ নভেম্বর মহারাষ্ট্রে জন্মগ্রহণ করেন সঞ্জয় গাদভি। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।

সিনেমাওয়ালা প্রচ্ছদ