টেলিভিশন
সঞ্চালনা-অভিনয়-নাচে শ্রাবণ্যর ঈদ

ঈদে অন্যরা ছুটির আমেজে থাকলেও শ্রাবণ্য তৌহিদার হাতে একগাদা কাজ। উপস্থাপনার পাশাপাশি এবার দর্শকদের নাচ ও অভিনয় উপহার দেবেন তিনি। ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয়বার নাটকে কাজ করলেন তিনি। নৃত্য পরিবেশনাও দ্বিতীয়বারের মতো।

শ্রাবণ্য তৌহিদা (ছবি: ফেসবুক)
ঈদের দিন থেকে শুরু হওয়া টিভি চ্যানেলগুলোর বিশেষ অনুষ্ঠানমালায় টানা সাতদিন পর্দায় থাকছেন শ্রাবণ্য।
দেশসেরা বাবুর্চিদের অংশগ্রহণে জিটিভিতে ‘উৎসবের রান্না’ প্রচার হচ্ছে প্রতিদিন বিকেল ৫টা ১০ মিনিটে। দেশ টিভিতে প্রতিদিন রাত ১০টায় স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে ‘মিউজিক ফেস্ট’।

‘হাওয়াই মিঠাই’ অনুষ্ঠানে অপু বিশ্বাস ও শ্রাবণ্য তৌহিদা (ছবি: ফেসবুক)
এসএ টিভিতে প্রতিদিন রাত ৯টা ৩০ মিনিটে দেখানো হচ্ছে ‘হাওয়াই মিঠাই’। এতে শ্রাবণ্যর অতিথি হয়েছেন অপু বিশ্বাস, ইমন, আঁখি আলমগীর, তমা মির্জা, ববি ও নিরব।

এটিএন বাংলার নৃত্যানুষ্ঠানে শ্রাবণ্য তৌহিদা (ছবি: ফেসবুক)
এটিএন বাংলার একটি অনুষ্ঠানে নেচেছেন শ্রাবণ্য। এর শুটিং হয়েছে এফডিসিতে।

‘প্রেমিকারা যেমন হয়’ নাটকে শ্রাবণ্য তৌহিদা ও অ্যালেন শুভ্র (ছবি: ফেসবুক)
মাহমুদ দিদারের পরিচালনায় ‘প্রেমিকারা যেমন হয়’ নাটকে অভিনয় করেছেন শ্রাবণ্য। এটি প্রচার হবে দীপ্ত টিভিতে।

ঈদের দিন স্বামী-সন্তানের সঙ্গে শ্রাবণ্য তৌহিদা (ছবি: ফেসবুক)
শোবিজে কাজের বাইরে শ্রাবণ্য তৌহিদা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। পাশাপাশি সংসার সামলে সফলভাবে এগিয়ে যাচ্ছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস