বলিউড
সপরিবারে কেন ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ

সুহানা খান, শাহরুখ খান, আব্রাম খান, গৌরি খান ও আরিয়ান খান (ছবি: এক্স)
ভারতের মুম্বাইয়ে সবচেয়ে বিখ্যাত বাড়ির মধ্যে অন্যতম বলিউড সুপারস্টার শাহরুখ খানের ‘মান্নাত’। তার ভক্তরা শহরটিতে গেলে এই ভবনের সামনে একবার অন্তত ঢুঁ মারার সুযোগ হাতছাড়া করতে চায় না। সেজন্য বান্দ্রায় অবস্থিত সমুদ্রমুখী বাড়িটির সামনে সাধারণ মানুষের ভিড় লেগেই থাকে। জন্মদিন কিংবা ঈদের মতো বিশেষ দিনগুলোতে ‘মান্নাত’-এর ব্যালকনিতে এসে ভক্তদের দিকে দুই হাত প্রসারিত করে দেন শাহরুখ। সেই সঙ্গে হাত নাড়েন, চুম্বন উড়িয়ে দেন। এসব দৃশ্য আপাতত আর দেখা যাবে না! কারণ সপরিবারে ‘মান্নাত’ ছাড়ছেন শাহরুখ! শিগগিরই ঠিকানা বদল করছেন তারা।
মুম্বাইয়ের পালি হিলের একটি আবাসনে উঠবেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি বিলাসবহুল বাড়িটি ভাড়া নিয়েছেন তিনি। প্রশ্ন হলো, হঠাৎ ‘মান্নাত’ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত কেন নিচ্ছেন তারা?
ভারতীয় সংবাদমাধ্যমে জানা গেছে, ‘মান্নাত’-এর অন্দরসজ্জায় ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে। আগামী মে মাস থেকে নির্মাণ শ্রমিকরা সংস্কারের কাজ শুরু করতে পারে। টানা দুই বছর ধরে চলবে বাড়ির কাজ। তবে সব কাজ শেষ হতে তিন বছরও লেগে যেতে পারে। মূলত এজন্য চেনা ঠিকানা ছেড়ে মুম্বাইয়ের পালি হিলে ভাড়া করা ‘পূজা কাসা’ নামের অ্যাপার্টমেন্টে উঠছে খান পরিবার। প্রযোজক বাসু ভাগনানির গড়া ওই ভবনের প্রথম, দ্বিতীয়, সপ্তম ও অষ্টম তলায় থাকবেন তারা। এজন্য প্রতি মাসে ২৪ লাখ রুপি ভাড়া গুনতে হবে তাদের।

গৌরি খান, আরিয়ান খান, আব্রাম খান, শাহরুখ খান ও সুহানা খান (ছবি: এক্স)
‘মান্নাত’ সংস্কারের অংশ হিসেবে নতুন দুটি তলা যুক্ত করা হবে। এজন্য গত বছরের নভেম্বরে মহারাষ্ট্র উপকূলীয় অঞ্চল ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (এমসিজেডএমএ) কাছ থেকে অনুমতি নিয়ে রেখেছেন গৌরী খান। তিনিই এই বাড়ির ইন্টেরিয়র ডিজাইনার।

আরিয়ান খান, সুহানা খান ও শাহরুখ খান (ছবি: এক্স)
শাহরুখ এখন নিজের আগামী সিনেমা ‘কিং’ নিয়ে ব্যস্ত। এর মাধ্যমে তার সঙ্গে প্রথমবার সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে। এছাড়া শাহরুখের ছেলে আরিয়ান খান পরিচালিত প্রথম ওয়েব সিরিজ নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষয় আছে। শাহরুখ-গৌরির আরেক সন্তান আব্রাম খান।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস