Connect with us

ছোটদের সিনেমা

সবাই ছবি তুলতে চায়, কিন্তু আমি দেই না: মুনতাহা

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

মুনতাহা এমেলিয়া

মুনতাহা এমেলিয়া (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

শিশু শিল্পীদের মধ্যে এখন সবচেয়ে আলোচিত মুনতাহা এমেলিয়া। মিষ্টি সংলাপ ও স্বতন্ত্র ঢঙে সাবলীল অভিনয়ে আলাদাভাবে নজর কেড়েছে সে। অনেক নাটক ও বিজ্ঞাপনচিত্রে কাজ করেছে মেয়েটি। সিনেমাওয়ালা নিউজের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়েছে মুনতাহা।

সিনেমাওয়ালা নিউজ: তোমাকে যে সবাই পিচ্চি বলে ডাকে, তোমার সেটা কেমন লাগে?
মুনতাহা এমেলিয়া: আমি জানি না। কিন্তু ওরা (সবাই) তো পিচ্চিই বলে, আমি কী বলবো।

মুনতাহা এমেলিয়া

মুনতাহা এমেলিয়া (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: তোমার ক্লাসমেটরা কি কখনো অভিনয় করে দেখাতে বলেছে?
মুনতাহা: স্কুলে বলে না। কিন্তু আছে না? বাইরের জনেরা বলে। মাঝে মাঝে বলে একটু।

সিনেমাওয়ালা নিউজ: তুমি যখন রাস্তায় বের হও তখন কি কেউ ছবি তুলতে চায়?
মুনতাহা: ছবি তুলতে চায়, কিন্তু আমি দেই না।

মুনতাহা এমেলিয়া

মুনতাহা এমেলিয়া (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: মুনতাহা নামের অর্থ কী?
মুনতাহা: আমি জানি না। এটা আমার মা-বাবা রেখেছে।

সিনেমাওয়ালা নিউজ: কী খেতে বেশি ভালো লাগে? চকোলেট নাকি আইসক্রিম?
মুনতাহা: দুটোই ভালো লাগে।

মুনতাহা এমেলিয়া

মুনতাহা এমেলিয়া (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’ নাটকে কে তোমাকে সবচেয়ে বেশি আদর করে?
মুনতাহা: রাজ মামা।

সিনেমাওয়ালা নিউজ: দেড় বছর বয়স থেকে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছো তুমি। তা এখন তোমার বয়স কত?
মুনতাহা: আমার বয়স এখন সিক্স প্লাস।

মুনতাহা এমেলিয়া

মুনতাহা এমেলিয়া (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: ‘নেটওয়ার্কের বাইরে’ ওয়েব ফিল্মে অল্প সময় দেখা গেলেও দর্শকরা তোমার অভিনয়ে মুগ্ধ হয়েছে। এত মিষ্টি সংলাপ বলা তুমি কার কাছ থেকে শিখলে?
মুনতাহা: আমি নিজেই শিখেছি।

মুনতাহা এমেলিয়া

মুনতাহা এমেলিয়া (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)

সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলো।
মুনতাহা: আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ভালো ভালো কাজ করি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ