Connect with us

শুভেচ্ছা

‘সমস্যা কী নিশো? এভাবে তাকায়ে আছিস ক্যান?’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

আফরান নিশো ও চঞ্চল চৌধুরী

অভিনেতা আফরান নিশোর জন্মদিন আজ (৮ ডিসেম্বর)। পরিবার, স্বজন, বন্ধু, তারকা ও ভক্তদের শুভেচ্ছায় সিক্ত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকে।

তারকাদের মধ্যে চঞ্চল চৌধুরী এবারই প্রথম আফরান নিশোকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। তিনি ফেসবুকে লিখেছেন, ‘সমস্যা কি নিশো? এভাবে তাকায়ে আছিস ক্যান? বললাম তো হ্যাপি বার্থ ডে। আচ্ছা, এর আগে কখনো তোকে ক্যান জন্মদিনে উইশ করি নাই, তাই? তোর সঙ্গে ছবি খুঁজে পাই নাই, তাই। অনেক কষ্টে পুরনো একটা ছবি পাইলাম। এবার উইশ করলাম। সহজ ব্যাপার। ভালো থাকিস ভাই। ভালো ভালো কাজ করিস। শুভ জন্মদিনে অনেক শুভকামনা।’

আফরান নিশো ও শতাব্দী ওয়াদুদ

আফরান নিশো ও শতাব্দী ওয়াদুদ (ছবি: ফেসবুক)

অভিনেতা শতাব্দী ওয়াদুদ শুভেচ্ছা জানিয়েছেন, ‘শুভ জন্মদিন নিশো! অভিনয় নিয়ে তোর পথচলা হোক দীর্ঘ থেকে দীর্ঘতর। তোর সুস্বাস্থ্য ও দীর্ঘ অভিনয় জীবন কামনা করছি। উল্লাস!’

আফরান নিশো (ছবি: ফেসবুক)

কয়েকদিন আগে বড় পর্দায় আফরান নিশোর অভিষেকের খবর প্রকাশিত হয়েছে। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ হবে এই তারকার প্রথম সিনেমা। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা।

চরকি ও আলফা আই স্টুডিওস লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং শুরু হবে শিগগিরই। চরকি এবারই যৌথভাবে সিনেমা নির্মাণে যুক্ত হলো। আশা করা হচ্ছে, আগামী বছর কোনো একটি ঈদে মুক্তি পাবে এটি।

আফরান নিশো (ছবি: ফেসবুক)

আফরান নিশো জন্ম টাঙ্গাইল জেলার ভূঞাপুর উপজেলায়। পুরো নাম আহমেদ ফজলে রাব্বী নিশো। অমিতাভ রেজার বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে শোবিজে পথচলা শুরু করেন তিনি। ২০০৬ সালে গাজী রাকায়াতের পরিচালনায় ‘ঘরছাড়া’ ছিলো তার অভিনীত প্রথম নাটক। এরপর অনেক নাটক, টেলিফিল্ম, ওয়েব সিরিজ ও বিজ্ঞাপনচিত্রে অভিনয় করেছেন তিনি।

সমালোচকদের দৃষ্টিতে ‘যোগ বিয়োগ’ এবং ‘বুকের বাঁ পাশে’ নাটকের জন্য সেরা টিভি অভিনেতা হিসেবে মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন আফরান নিশো।

আফরান নিশো

আফরান নিশো (ছবি: ফেসবুক)

সম্প্রতি ভারতের ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর ‘কাইজার’ সিরিজে গোয়েন্দা চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন আফরান নিশো। এছাড়া দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি’র ‘রেডরাম’ ও ‘সিন্ডিকেট’ সিরিজে কাজ করেছেন তিনি। চরকিতে মুক্তিপ্রাপ্ত ওয়েব ফিল্ম ‘মরীচিকা’য় নেতিবাচক চরিত্রে দেখা গেছে তাকে।

আফরান নিশোর জন্মদিনে সিনেমাওয়ালা নিউজ পরিবারের পক্ষ থেকে রইলো শুভেচ্ছা। শুভ জন্মদিন!

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ