বলিউড
সাইফের হামলাকারী গ্রেপ্তার, সন্দেহভাজন কি বাংলাদেশি?
বলিউড তারকা সাইফ আলি খানকে ছুরিকাঘাতের ঘটনায় ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাংলাদেশি নাগরিক। তাকেই হামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করছে পুলিশ। বার্তা সংস্থা রয়টার্স এসব তথ্য জানিয়েছে।
মুম্বাইয়ের জোন-নাইনের উপ-পুলিশ কমিশনার (ডিসিপি) দীক্ষিত গেদাম এক সংবাদ সম্মেলনে বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক হতে পারেন। কারণ তার কাছে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনো নথি পাওয়া যায়নি। মুম্বাইয়ের থানে এলাকায় ঘুমন্ত অবস্থায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ৩০ বছর বয়সী লোকটি নিজের নাম বিজয় দাস জানিয়েছে। তবে ধারণা করা হচ্ছে, তার প্রকৃত নাম মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদ। পাঁচ-ছয় মাস আগে মুম্বাই এসে সে একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করছিলো। চুরির উদ্দেশ্যেই সাইফের ফ্ল্যাটে ঢুকেছিলো সে। কিন্তু বাধা দেওয়ায় তার ওপর হামলা করা হয়। এরপর লোকটি পালিয়ে যায়। আরও তদন্তের জন্য সন্দেহভাজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হবে।’
গত ১৭ জানুয়ারি বিলাসবহুল ফ্ল্যাটে সাইফের ওপর ধারালো অস্ত্রের হামলার ঘটনা বলিউডসহ মুম্বাইয়ের বাসিন্দাদের হতবাক করে দিয়েছে। ৫৪ বছর বয়সী এই অভিনেতার বাড়িতে চুরির চেষ্টার সময় একজন অনুপ্রবেশকারী তাকে ছয়বার ছুরিকাঘাত করে। পতৌদি পরিবারের ‘ছোটে নবাব’কে দ্রুত লীলাবতী হাসপাতালে নেওয়া হয়। মেরুদণ্ড, ঘাড় ও হাতে ছুরিকাঘাতের ক্ষত থাকায় তার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন শঙ্কামুক্ত।
কী ঘটেছিলো সেদিন গভীর রাতে?
মুম্বাইয়ের বান্দ্রায় ‘সৎগুরু শরণ’ আবাসনের ১২ তলায় সাইফ ও কারিনা কাপুর দম্পতির ফ্ল্যাট। পুলিশের তথ্যানুযায়ী, সিঁড়ি দিয়েই ১২ তলায় উঠেছিলো দুষ্কৃতী। বাড়ির ভেতর ঢুকতেই সাইফের গৃহকর্মী ফিলিপ লিমা তাকে দেখে বাধা দেওয়ার চেষ্টা করেন। তার চিৎকারে বেরিয়ে আসেন সাইফ। তখনই ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় দুষ্কৃতী। সাইফের পাশাপাশি লিমার হাতেও হাতে আঘাত লাগে। এর আগে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে, দুষ্কৃতীর বয়স আনুমানিক ৩০-৩৫, রোগাটে গড়ন। সিসিটিভি ফুটেজে পাওয়া সন্দেহভাজনের ছবি সব রেলস্টেশনে পাঠায় পুলিশ। দুষ্কৃতীর খোঁজে চিরুনিতল্লাশি চালায় মুম্বাই পুলিশের ৩০টি দল।
গত ১৭ জানুয়ারি প্রথম সন্দেহভাজনকে আটক করে পুলিশ। তারপর এক কাঠমিস্ত্রিকে আটক করা হয়। গতকাল জ্ঞানেশ্বরী এক্সপ্রেস ট্রেন থেকে একজনকে ও ছত্তিসগঢ় দুর্গ থেকে আরেকজনকে আটক করেছে পুলিশ। এবার গ্রেপ্তার হলো মূল হামলাকারী। পুলিশের দাবি, সন্দেহভাজনের কাছ থেকে কাস্তে জাতীয় ধারালো অস্ত্র ও একটি তোয়ালে পাওয়া গেছে।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস