Connect with us

ওটিটি

‘সাড়ে ষোল’র ট্রেলারে বিলাসবহুল হোটেলে প্রতারণার জাল

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘সাড়ে ষোল’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে (বাঁ থেকে) জাকিয়া বারী মম, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, ইন্তেখাব দিনার, ইমতিয়াজ বর্ষণ, কাজী নওশাবা আহমেদ ও শাহেদ আলী (ছবি: হইচই)

“৩২৭ জন শ্রমিকের মৃত্যু ও ৭০০’র বেশি মানুষের হতাহত হওয়ার দায়ভার নেবে কে? আদালতে আগামীকাল চূড়ান্ত শুনানির খবর আবার এই প্রশ্নটিকে নতুন করে সামনে এনেছে।” অভিনেতা আফরান নিশোর নতুন ওয়েব সিরিজ ‘সাড়ে ষোল’র ট্রেলারের শুরুটা হয়েছে এসব সংলাপে। এতে আইনজীবী আশফাক রেজার ভূমিকায় দেখা যাবে তাকে।

গতকাল (৫ আগস্ট) বিকালে ঢাকার শেরেবাংলা নগরের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে ‘সাড়ে ষোল’র ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে নিশো ছিলেন না। এটি ইয়াছির আল হক পরিচালিত প্রথম ওয়েব সিরিজ। তিনি বলেন, ‘ট্রেলার হলো গল্পের কিছু মুহূর্তের কোলাজ মাত্র। দর্শকদের বলতে চাই, সিরিজটি দেখার সময় কেউ তাড়াহুড়ো না করে শেষ পর্যন্ত দেখুন। আমি আত্মবিশ্বাসী, সবাই সিরিজটির প্রশংসাই করবেন।’

সিরিজের গল্পে জাঁকজমকপূর্ণ পাঁচতারকা হোটেলে ছড়িয়ে থাকা প্রতারণার জাল দেখা যাবে, যেখানে তুখোড় গোয়েন্দাও চ্যালেঞ্জের মুখে পড়ে যায়। মহানগরীর কেন্দ্রস্থলে অবস্থিত হোটেলটির অন্তরালে রয়েছে গোপন রহস্য ও অমীমাংসিত কিছু ঘটনা।

‘সাড়ে ষোল’ সিরিজে আফরান নিশো (ছবি: হইচই)

ভায়োলেট ইন হোটেলের সাড়ে ষোল তলায় অভিজাত শ্রেণির মানুষের যাতায়াত। সেখানেই ঘটে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে সিরিজটির গল্প। ১৬৫২ নম্বর কক্ষে রেজার সঙ্গে আসে জনসংযোগ কর্মকর্তা নাতাশা। কিন্তু এই সুন্দরী তরুণী হঠাৎ গুলিতে নিহত হয়। ঘটনার সময় রেজা ছাড়াও সাড়ে ষোল তলায় থাকে পুলিশ কর্মকর্তা আলতাফ, সাংবাদিক রিনি, কর্পোরেট ম্যানেজার রাকিব ও গাফফার। কে করেছে খুন? রেজার দাবি তিনি গুলি করেননি। ১২ ঘণ্টার মধ্যে নিজেকে নির্দোষ প্রমাণ করে খালাস পেতে হবে তাকে। কারণ তার ক্যারিয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ মামলার শুনানি পরদিন! কী হবে রেজার পরিণতি? সেই উত্তর নিয়ে আগামী ১৭ আগস্ট ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ‘সাড়ে ষোল’।

‘সাড়ে ষোল’ সিরিজে জাকিয়া বারী মম (ছবি: হইচই)

‘সাড়ে ষোল’তে কর্পোরেট ম্যানেজার রাকিব চরিত্রে ইন্তেখাব দিনার, সাংবাদিক রিনির ভূমিকায় জাকিয়া বারী মম, এ.ডি.সি আলতাফ চরিত্রে ইমতিয়াজ বর্ষণ, গাফফার চরিত্রে শাহেদ আলী, জনসংযোগ কর্মকর্তার ভূমিকায় আফিয়া তাবাসসুম বর্ণ এবং রেজার স্ত্রী আয়েশা চরিত্রে আছেন কাজী নওশাবা আহমেদ। তারকাবহুল এই রোমাঞ্চকর থ্রিলার সিরিজে সবাই পাল্লা দিয়ে অভিনয় করেছেন, যার একঝলক দেখা গেছে ট্রেলারে।

‘সাড়ে ষোল’ সিরিজে (বাঁ থেকে) ইন্তেখাব দিনার, শাহেদ আলী ও ইমতিয়াজ বর্ষণ (ছবি: হইচই)

‘কাইজার’ ওয়েব সিরিজের পর ‘সাড়ে ষোল’র মাধ্যমে আবার হইচইয়ে দেখা যাবে আফরান নিশোকে। গেলো ঈদে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয়েছে তার।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ