Connect with us

ওটিটি

সাদিয়া আয়মানের আলোচিত ‘বিভাবরী’ মুক্তি পাচ্ছে যেদিন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘বিভাবরী’ ওয়েব ফিল্মে সাদিয়া আয়মান (ছবি: দীপ্ত প্লে)

নতুন প্রজন্মের অভিনেত্রী সাদিয়া আয়মান অভিনীত ‘বিভাবরী’ মুক্তির আগেই ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় তার একটি লাইভকে কেন্দ্র করে এর সূত্রপাত। আলোচিত ওয়েব ফিল্মটি মুক্তি পাচ্ছে আগামী ৩১ অক্টোবর। ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে এই ঘোষণা দিয়েছে।

অনীশ দাস অপুর ভৌতিক ছোটগল্প ‘মধ্যরাতের খাবার’ অবলম্বনে তৈরি হয়েছে ‘বিভাবরী’। এতে নিম্নবিত্ত ঘরের মেয়ে নীতু চরিত্রে দেখা যাবে সাদিয়া আয়মানকে। গ্রাম ছেড়ে পড়াশোনার জন্য শহরে এলেও জীবনযুদ্ধ তার নিত্যসঙ্গী। ডে-কেয়ার সেন্টারে সামান্য বেবি সিটারের কাজ করা আয় দিয়েই নিজের থাকা-খাওয়া খরচ মেটানোর পর অসুস্থ মাকে টাকা পাঠাতে হয় তাকে।

‘বিভাবরী’ ওয়েব ফিল্মে সাদিয়া আয়মান ও ইরেশ যাকের (ছবি: দীপ্ত প্লে)

অর্থ সাশ্রয়ের জন্য শহরতলির শেষে একটি পুরনো হোস্টেলে থাকে নীতু। হঠাৎ হোস্টেলে ফেরার নির্জন পথে মাঝে মধ্যে অদ্ভুত ধরনের শব্দ শুনতে পায় সে। তার মনে হতে থাকে কিছু একটা পিছু নিচ্ছে। তবে এসবের গুরুত্ব নেই তার জীবনে। বাড়তি আয়ের আশায় একজনের পরামর্শে সে অনলাইনে বেবি সিটিংয়ের পেজ খুলে বসে। সেই সুবাদে একদিন শহরের আরেক প্রান্তের এক বাসা থেকে ডাক আসে। বাবা-মা পার্টিতে যাওয়ার সময় বাচ্চাকে নীতুর কাছে রেখে যায়। কিন্তু মেয়েটি জানে না সেদিন চন্দ্রগ্রহণের রাত। ক্ষুধিত আত্মার রাত! ফলে কী ঘটতে যাচ্ছে জানা নেই তার।

‘বিভাবরী’তে সাদিয়া আয়মান ছাড়াও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফারিহা শামস সেওতি, রোজী সিদ্দিকী ও রিফাহ নাজিবা।

‘বিভাবরী’ ওয়েব ফিল্মের পোস্টার (ছবি: দীপ্ত প্লে)

টিটো রহমানের চিত্রনাট্য ও পরিচালনায় তৈরি হয়েছে ওয়েব ফিল্মটি। তিনি বলেন, ‘বাংলাদেশে ভয়ে আঁতকে ওঠার মতো নিখাদ ভূতের গল্প নিয়ে খুব কম কাজ হয়েছে। আমাদের চেষ্টা ছিলো ভূত নিয়ে সিরিয়াস ধরনের কাজ করার, যেমনটা বাইরের দেশে হয়। যদিও আমাদের ইন্ডাস্ট্রি ভূতের গল্প বড় আঙ্গিকে তুলে ধরার জন্য খুব বেশি প্রস্তুত নয়। বাজেট, প্রযুক্তি, মেকআপ ইত্যাদি ক্ষেত্রে সীমাবদ্ধতা আছে আমাদের। তবুও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

সিনেমাওয়ালা প্রচ্ছদ