বলিউড
‘সিংঘাম’: নতুন বছরে পুলিশ হচ্ছেন দীপিকা
বলিউডে মসলাদার অ্যাকশন ঘরানার পাশাপাশি কমেডি সিনেমায় সফল পরিচালকদের মধ্যে রোহিত শেঠি অন্যতম। তার বানানো ‘গোলমাল’, ‘অল দ্য বেস্ট’, ‘বোল বচ্চন’ দেখে দর্শকরা হেসে লুটোপুটি খেয়েছে। একইভাবে ‘সিংঘাম’, ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’র মতো পুলিশ অ্যাকশনধর্মী সিনেমা বিপুল দর্শকপ্রিয়তা পেয়েছে। বিশেষ করে ‘সিংঘাম’ ফ্র্যাঞ্চাইজি সবশ্রেণির মন ছুঁয়েছে। বাজিরাও সিংঘাম চরিত্রে অজয় দেবগণ ‘সিম্বা’ ও ‘সূর্যবংশী’তে অতিথি চরিত্রে হাজির হওয়ায় এসব সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ বেড়েছে।
গত সপ্তাহে জানা যায়, রোহিত শেঠি ‘সিংঘাম’ সিরিজের তৃতীয় কিস্তির শুটিং শুরুর পরিকল্পনা করছেন। খবরটি পেয়ে ভক্তরা যারপরনাই খুশি। এবার তারা আরেকটি ব্যাপারে আনন্দের হাওয়ায় ভাসছেন।
গতকাল (৮ ডিসেম্বর) মুম্বাইয়ে নিজের নতুন সিনেমা ‘সার্কাস’-এর ‘কারেন্ট লাগা রে’ গানের প্রকাশনা অনুষ্ঠানে রোহিত শেঠির একটি ঘোষণা সেই আনন্দ বয়ে এনেছে। গানটিতে অতিথি হিসেবে অংশ নিয়েছেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ২০১৩ সালে ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন।
‘কারেন্ট লাগা রে’ গানের প্রকাশনায় একজন সাংবাদিক জানতে চান, ৩৬ বছর বয়সী দীপিকাকে নিয়ে রোহিত শেঠি আবার কবে সিনেমা বানাবেন। প্রশ্নটি শুনে হাসিতে ফেটে পড়েন মঞ্চে থাকা ‘সার্কাস’-এর নায়ক রণবীর সিং। পরে তিনি এমন ভাব করেন যেন কিছুই জানেন না!
তখন রোহিত শেঠি বলেন, “সবাই জানে, আমার পরের সিনেমা ‘সিংঘাম অ্যাগেইন’। আমাকে বরাবরই শুনতে হয়, নারী সিংঘাম কবে আসবে? তাদের জন্য সুখভর, ‘সিংঘাম অ্যাগেইন’-এ নারী সিংঘাম আসবে।”
দীপিকাকে ইঙ্গিত দিয়ে কথাগুলো বলছিলেন রোহিত শেঠি। এরপর তিনি যোগ করেন, ‘পুলিশ জগতে আমার নারী পুলিশ দীপিকা। আমরা আগামী বছরের শুরুর দিকে আবার একসঙ্গে কাজ করবো।’
রোহিত শেঠির ঘোষণা শেষে রণবীর সিং স্বভাবসুলভ রসিকতার মোড়কে ‘সিংঘাম’ সিনেমার টাইটেল গান গেয়ে শোনান। দীপিকা তখন সানগ্লাস পরে মজা করেন। রণবীরের গান থামার পর রোহিত শেঠি দুষ্টুমির ছলে বলেন, রণবীর অভিনীত সিম্বা চরিত্রটি সম্পাদনা করে বাদ দিতে হবে। মুহূর্তেই সিম্বার মেজাজে ৩৭ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘আমাকে ছাড়া সিনেমা হতেই পারে না!’ রোহিত শেঠি উত্তর ছিলো, ‘তা তো ঠিক। তুই তো আলু। তুই সব তরকারিতে মানানসই।’
গত বছর মুক্তিপ্রাপ্ত ‘সূর্যবংশী’ সিনেমার একটি দৃশ্যে দেখা যায়, অতিথি চরিত্রে বাজিরাও সিংঘাম আন্তঃসীমান্ত সন্ত্রাসীদের নির্মূলের প্রতিশ্রুতি দেয়। ফলে ধারণা করা হচ্ছে, ‘সিংঘাম অ্যাগেইন’ সিনেমায় সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়বে এই পুলিশ কর্মকর্তা। আগের দুটি পর্বের চেয়ে এবারেরটি আরো বড় পরিসরে তৈরির পরিকল্পনা করেছেন রোহিত শেঠি।
২০১১ সালে মুক্তি পায় ‘সিংঘাম’। এতে গ্যাংস্টার থেকে রাজনীতিবিদ হওয়া জয়কান্ত শিকরে (প্রকাশ রাজ) বিরুদ্ধে লড়ে বাজিরাও সিংঘাম। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘সিংঘাম রিটার্নস’ সিনেমায় ভণ্ড আধ্যাত্মিক বাবাজি (অমল গুপ্ত) ও মন্ত্রী প্রকাশ রাওয়ের (জাকির হুসেন) অবৈধ কাজে বাধার দেয়াল হয়ে দাঁড়ায় সিংঘাম।
‘সিংঘাম’ সিনেমায় অজয়ের বিপরীতে অভিনয় করেন কাজল আগারওয়াল। ‘সিংঘাম রিটার্নস’-এর নায়িকা ছিলেন কারিনা কাপুর। তালিকায় এবার যুক্ত হচ্ছে দীপিকার নাম। আশা করা হচ্ছে, আগের দুটি সিনেমার চেয়ে বেশি ব্যবসাসফল হবে তৃতীয় কিস্তি।
এদিকে রণবীরের চোখে, দীপিকার সেরা চরিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’ সিনেমার মীনাম্মা। ‘কারেন্ট লাগা রে’ গানে তার সাজগোজ মীনাম্মার মতোই।
রণবীর সিং জানান, গানটিতে দীপিকার সঙ্গে পাল্লা দিতে ১০ দিন মহড়া করেছেন তিনি। তার কথায়, ‘ভালোভাবে জানতাম, সবাই দীপিকাকেই দেখবে। এমনকি আমারও গানটি দেখার সময় দীপিকার দিকে চোখ যাচ্ছিলো। সেজন্য কয়েকদিন মহড়া করে শক্তি সঞ্চয় করে নিয়েছি। তা না হলে সবার নজর শুধু দীপিকার দিকেই আটকে থাকতো। সে বিনোদনের রানি এবং আমার জীবনের রানি। ১৫ বছরের ক্যারিয়ারে দারুণ কিছু সিনেমা ও চরিত্র উপহার দিয়েছে সে।’
উইলিয়াম শেক্সপিয়রের ‘দ্য কমেডি অব এররস’ নাটক অবলম্বনে ষাটের দশকের প্রেক্ষাপটে নির্মিত ‘সার্কাস’ সিনেমায় প্রথমবার দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। এতে আরও আছেন পূজা হেগড়ে, জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ শর্মা, জনি লিভার, সঞ্জয় মিশ্র, মুকেশ তিওয়ারিসহ অনেকে। এটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।
এর আগে ‘গোলিও কা রাসলীলা রাম-লীলা’, ‘বাজিরাও মাস্তানি’, ‘পদ্মাবত’ ও ‘এইটি থ্রি’ সিনেমায় একসঙ্গে কাজ করেছেন রণবীর সিং ও দীপিকা। ছয় বছর প্রেমের পর ২০১৮ সালে সাত পাকে বাঁধা পড়েন তারা। সম্প্রতি আলীবাগে দু’জনে মিলে একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন।
রণবীর উল্লেখ করেন, দীপিকা ঘরকুনো মানুষ। কাজ না থাকলে খুব একটা বাইরে বের হন না। বরং ঘরে একসঙ্গে নিবিড় সময় কাটাতে ভালো লাগে তাদের।
এদিকে দীপিকার নতুন সিনেমা ‘পাঠান’-এর প্রথম গান ‘বেশরম রঙ’ অবমুক্ত হবে আগামী ১২ ডিসেম্বর। এতে বলিউড বাদশা শাহরুখ খানের সঙ্গে তার রসায়ন দেখা যাবে। নাচনির্ভর গানটির শুটিং হয়েছে স্পেনের মাইয়র্কা দ্বীপ, আন্দালুসিয়া অঞ্চলের হেরেস দে লা ফ্রন্তেরা শহর ও বন্দরনগরী কাদিসে।
এর আগে ‘ওম শান্তি ওম’ (২০০৭), ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩) ও ‘হ্যাপি নিউ ইয়ার’ (২০১৪) সিনেমায় একসঙ্গে অভিনয় করেন শাহরুখ ও দীপিকা। ৯ বছর পর আবার তাদের রসায়ন দেখা যাবে। এতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ। হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় আগামী বছরের ২৫ জানুয়ারি মুক্তি পাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটি।
গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনে ‘পাঠান’-এর টিজার প্রকাশিত হয়। মুক্তির দিন যত ঘনিয়ে আসছে, ততোই যেন সিনেমাটি নিয়ে উত্তেজনা বাড়ছে। যশরাজ ফিল্মসের প্রযোজনায় এতে আরও অভিনয় করেছেন জন আব্রাহাম।
দীপিকার হাতে আরও আছে হৃতিক রোশনের সঙ্গে ‘ফাইটার’, নাগ অশ্বিনের পরিচালনায় প্রভাসের বিপরীতে নাম চূড়ান্ত না হওয়া একটি সিনেমা এবং অমিতাভ বচ্চনের সঙ্গে হলিউডের ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস