Connect with us

কান ফিল্ম ফেস্টিভ্যাল

সিনেফঁদাসো পুরস্কার জিতলেন যারা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

গ্রে স্টুডিও

কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৫তম আসরে শিক্ষার্থী নির্মাতাদের শাখা সিনেফঁদাসোর পুরস্কার বিতরণ করা হলো। ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবনের বুনুয়েল থিয়েটারে স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) সন্ধ্যায় ২৫তম সিনেফঁদাসো বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। একনজরে পুরস্কার জিতলেন যারা।

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

প্রথম পুরস্কার জিতেছে ইতালির তরুণ ভালেরিও ফেরারা পরিচালিত ‘অ্যা কন্সপিরেসি ম্যান’। তাকে দেওয়া হয়েছে ১৫ হাজার ইউরো (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

ভালেরিও ফেরারা সেন্ত্রো স্পেরিমেন্তাল ডি সিনেমাটোগ্রাফিয়ার শিক্ষার্থী। তার শর্টফিল্মের দৈর্ঘ্য ১৯ মিনিট (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

‘অ্যা কন্সপিরেসি ম্যান’ ছবির গল্পে দেখা যায়, রোমের একটি নিম্নবিত্ত এলাকার বাসিন্দা একজন নাপিত ষড়যন্ত্র তত্ত্বে বিশ্বাসী। কর্মক্ষেত্রের মতো পরিবারেও তিনি হাসির পাত্র। পুলিশের হাতে গ্রেফতার না হওয়া পর্যন্ত কেউ তাকে গুরুত্ব দেয় না (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

দ্বিতীয় পুরস্কার পেয়েছে চীনা তরুণ লি জিয়াহে পরিচালিত ‘সামহোয়্যার’। এর ব্যাপ্তি ২৩ মিনিট (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

লি জিয়াহে হেবেই ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশনের শিক্ষার্থী। তার হাতে এসেছে ১১ হাজার ২৫০ ইউরো (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

‘সামহোয়্যার’ শর্টফিল্মের গল্পে দেখা যায়, টেকো মাথার একজন অপরাধী জেল থেকে ছাড়া পাওয়া উপলক্ষে বিয়ার পার্টির আয়োজন করে পেপার মিলের মালিক ও তার কর্মচারী। অপ্রত্যাশিত কারণে নদী ও গাছগাছালির মাঝে জুতসই জায়গা খুঁজতে হয় মালিক ও কর্মচারীকে (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

ইউক্রেনীয় তরুণী মাশা নোভিকাভার ‘গ্লোরিয়াস রেভোল্যুশন’ তৃতীয় পুরস্কার পেয়েছে। তিনি যুক্তরাজ্যের লন্ডন ফিল্ম স্কুলের শিক্ষার্থী (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

২০ মিনিট ব্যাপ্তির শর্টফিল্ম ‘গ্লোরিয়াস রেভোল্যুশন’-এর গল্পে দেখা যায়, ২০১৪ সালে ইউক্রেনীয় বিপ্লবের উত্তাল সময়ে একজন মা সন্তানকে হারান। ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে বিক্ষোভের সময় নিহত হয় ছেলেটি। সন্তানকে বীর হিসেবে সমাধি দিতে মায়ের প্রচেষ্টায় বাধা হয়ে দাঁড়ায় দুর্নীতিগ্রস্ত আমলাতান্ত্রিক ব্যবস্থা। তখন ইউক্রেন সম্পর্কে এই নারীর দৃষ্টিভঙ্গি পরীক্ষার মুখে পড়ে (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

সিনেফঁদাসোতে যৌথভাবে তৃতীয় হয়েছে ফ্রান্সের লা সিনেফ্যাব্রিকের শিক্ষার্থী লরেন ফেরনান্দেজ পরিচালিত ৪ মিনিটের শর্টফিল্ম ‘হিউম্যানস আর ডাম্বার হোয়েন ক্র্যামড আপ টুগেদার’ (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

মাশা নোভিকাভা ও লরেন ফেরনান্দেজ ভাগাভাগি করেছেন পুরস্কারের ৭ হাজার ৫০০ ইউরো (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

এবারের শর্টফিল্ম এবং সিনেফঁদাসো শাখার বিচারকদের প্রধান ছিলেন মিসরের পরিচালক ইউসরি নাসারাল্লাহ। তার নেতৃত্বে কাজ করেছেন কানাডিয়ান অভিনেত্রী মনিয়া শকরি, লাউরা বান্দেল, ফরাসি অভিনেতা ফেলিক্স মোয়াতি, সাংবাদিক জ্যঁ-ক্লদ রাসিয়াজা (ছবি: কান উৎসব)

২৫তম সিনেফঁদাসো শাখার বিজয়ীরা

সিনেফঁদাসোর এবারের আসরে জমা পড়েছিল বিশ্বের বিভিন্ন দেশের ৩৭৮টি ফিল্ম স্কুলের ১ হাজার ৫২৮টি ছবি। এর মধ্য থেকে নির্বাচিত হয় ১৬টি ছবি (ছবি: কান উৎসব)

সিনেমাওয়ালা প্রচ্ছদ