Connect with us

হলিউড

সিনেমা হলে ফিরছে ঝড় তোলা পুরনো ‘অ্যাভাটার’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

অ্যাভাটার

‘অ্যাভাটার’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স)

জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ ১৩ বছর আগে সিনেমা দুনিয়ায় হইচই ফেলে দিয়েছিল। এরপর থেকে পরবর্তী পর্বের জন্য উন্মুখ হয়ে আছে দর্শকরা। আগামী ১৬ ডিসেম্বর সব অপেক্ষার অবসান ঘটাতে বড় পর্দায় আসছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। তবে তার আগে সিনেমা হলে ফিরছে প্রথম ‘অ্যাভাটার’।

আগামী ২৩ সেপ্টেম্বর দুই সপ্তাহের জন্য আবার মুক্তি পাচ্ছে বক্স অফিসে ঝড় তোলা ‘অ্যাভাটার’। বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে এটি দেখা যাবে। এবার এই সিনেমা ফোরকে হাই-ডায়নামিক রেঞ্জ ফরম্যাটে উপভোগ করবে দর্শকরা। সিনেমা হলে চলাকালে ওটিটিতে এর স্ট্রিমিং বন্ধ থাকবে।

২০০৯ সালে মুক্তি পাওয়া জেমস ক্যামেরনের ‘অ্যাভাটার’ এখনো সর্বকালের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড ধরে রেখেছে। ত্রিমাত্রিক প্রযুক্তির ভার্চুয়াল ক্যামেরা ব্যবহার করে নির্মিত সিনেমাটি বিশ্বজুড়ে ২৮০ কোটি মার্কিন ডলারের বেশি আয় করেছে। সর্বাধুনিক সিনেম্যাটিক গ্রাফিক্স এবং স্টোরিওস্কোপিক সাউন্ড সিস্টেম এতেই প্রথম ব্যবহার হয়। অস্কারে তিনটি পুরস্কার জিতে নেয় সিনেমাটি।

অ্যাভাটার

‘অ্যাভাটার’ সিনেমার পোস্টার (ছবি: টোয়েন্টিয়েথ সেঞ্চুরি ফক্স)

এদিকে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ নিয়ে দর্শকদের কৌতূহল এখন চূড়ায়। এবার লড়াই চলবে জলে। সেই আভাস মিলেছে সিনেমার টিজার ট্রেলারে। এতে দেখা গেছে, জেমস ক্যামেরন এবার একটি জলজ ভুবন সৃষ্টি করেছেন। নতুন পর্বে আরও বেশি কাল্পনিক চরিত্রের সমাহার ঘটিয়েছেন তিনি।

সিনেমাটি নিয়ে আগ্রহের পালে নতুনভাবে হাওয়া লেগেছে পুরনো ‘অ্যাভাটার’-এর আবার পর্দায় ফিরে আসার খবরে। সিনেমা হলে এর প্রদর্শনী অনেককে নস্টালজিক করে তুলতে পারে বলে আশা করা হচ্ছে।

সিনেমাওয়ালা প্রচ্ছদ