ঢালিউড
সিনেমা হলে ‘বিউটি সার্কাস’ বনাম ‘অপারেশন সুন্দরবন’
টেরাম টেরাম যুদ্ধ হবে তারায় তারায়! আজ (২৩ সেপ্টেম্বর) একইসঙ্গে মুক্তি পেতে যাচ্ছে প্রতীক্ষিত দুই সিনেমা ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’। দুটিতেই রয়েছে তারকার সমারোহ। ফলে আশা করা যাচ্ছে, জমজমাট হয়ে উঠবে সিনেমা হল।
আবহমান বাংলার সার্কাস শিল্প নিয়ে মাহমুদ দিদারের প্রথম সিনেমা ‘বিউটি সার্কাস’-এ আছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সার্কাসকন্যা বিউটির ভূমিকায় দেখা যাবে তাকে। তার বিপরীতে অভিনয় করেছেন দুই প্রজন্মের দুই তারকা ফেরদৌস আহমেদ ও এবিএম সুমন। মির্জা মোহাম্মদ বখতিয়ার চরিত্রে আছেন ফেরদৌস এবং রংলালের ভূমিকায় পর্দায় হাজির হবেন এবিএম সুমন।
ফেরদৌস ও জয়া এর আগে অভিনয় করেন ‘গেরিলা’ ও ‘পুত্র’ সিনেমায়। কাকতালীয় হলো, ‘গেরিলা’র জন্য জয়া এবং ‘পুত্র’র জন্য ফেরদৌস জাতীয় পুরস্কার পেয়েছেন। ‘গেরিলা’ মুক্তির ১১ বছর পর তাদের রসায়ন দেখা যাবে আবার।
‘বিউটি সার্কাস’-এ গ্রামীণ মেলা কমিটির সভাপতি নবাবের ভূমিকায় থাকছেন তৌকীর আহমেদ। প্রয়াত হুমায়ূন সাধুর সবশেষ সিনেমা এটি। এছাড়া আছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত ও প্রয়াত এসএম মহসীন। এতে চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমির কণ্ঠে ‘বয়ে যাও নক্ষত্র’ এবং অ্যাশেজ ব্যান্ডের জুনায়েদ ইভানের কণ্ঠে ‘নিরুদ্দেশ’ গান দুটি আছে। সিনেমাটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মাহমুদ দিদার নিজেই।
সিনেমা হল সংখ্যার দিক দিয়ে এগিয়ে আছে ‘অপারেশন সুন্দরবন’। এটি দেখা যাবে ৩৩টি সিনেমা হলে। এর বিপরীতে ১৯টি সিনেমা হলে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’।
সরকারি অনুদান ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় নির্মিত ‘বিউটি সার্কাস’-এর সিনেমা হলের তালিকায় রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী) ও বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (বিজয় সরণি), সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স এবং বিজিবি, খুলনার সংগীত সিনেমা, বগুড়ার মম-ইন, দিনাজপুরের মডার্ন সিনেমা, ময়মনসিংহের পূরবী, নওগাঁর তাজ সিনেমা, মুক্তারপুরের পান্না সিনেমা, কুলিয়ারচরের রাজ সিনেমা, মধুপুরের মাধবী সিনেমা, গুরুদাসপুরের আনন্দ সিনেমা এবং নাগরপুরের রাজিয়া সিনেমা।
দীপংকর দীপন পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘অপারেশন সুন্দরবন’-এ জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও নুসরাত ফারিয়া এবং জিয়াউল রোশান ও কলকাতার দর্শনা বনিক। কাকতালীয় ব্যাপার হলো, জাজ মাল্টিমিডিয়ার হাত ধরে বড় পর্দায় আসেন সিয়াম, রোশান ও ফারিয়া। এবারই প্রথম একসঙ্গে দেখা যাবে তিনজনকে।
২০১৯ সালে ‘শাহেনশাহ’ সিনেমার মাধ্যমে সবশেষ বড় পর্দায় দেখা গেছে নুসরাত ফারিয়াকে। প্রায় তিন বছর পর রুপালি পর্দায় ফিরছেন তিনি।
গত মে মাসে ‘শান’ সিনেমায় পুলিশ চরিত্রে দর্শক মাতিয়েছেন সিয়াম। এবার ‘অপারেশন সুন্দরবন’-এ র্যাবের মেজর সায়েম চরিত্রে বড় পর্দায় আসছেন তিনি। কমান্ডারের ভূমিকায় দেখা যাবে রোশানকে। বাংলাদেশে ‘অপারেশন সুন্দরবন’ই দর্শনা বনিকের প্রথম সিনেমা। এতে তাকে দেখা যাবে চিকিৎসকের ভূমিকায়।
সিনেমাটির মাধ্যমে রিয়াজ সাড়ে ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন। এতে আরও অভিনয় করেছেন তাসকিন রহমান, মনোজ প্রামাণিক, রাইসুল ইসলাম আসাদ, শতাব্দী ওয়াদুদ, রওনক হাসানসহ অনেকে।
‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’ সিনেমা দুটির কয়েকজন কলাকুশলীর মধ্যে অন্যরকম মিল আছে। ‘ঢাকা অ্যাটাক’ মুক্তির চার বছর পর পরিচালক দীপংকর দীপন ও চিত্রনায়ক এবিএম সুমনের নতুন কাজ দেখা যাবে।
প্রায় কাছাকাছি সময়ে ক্যারিয়ার শুরু করা চিত্রনায়ক রিয়াজ ও ফেরদৌসের নতুন সিনেমা অনেক বছর পর মুক্তি পাচ্ছে একই দিনে। জাতীয় পুরস্কার বিজয়ী অভিনেতা শতাব্দী ওয়াদুদকে দেখা যাবে দুই সিনেমাতেই। নাগরিক নাট্যসম্প্রদায়ের সদস্য গাজী রাকায়েত ‘বিউটি সার্কাস’ এবং রওনক হাসান আছেন ‘অপারেশন সুন্দরবন’ সিনেমায়।
সুন্দরবনকে দস্যুমুক্ত করতে র্যাবের দুঃসাহসিক অভিযানের গল্প নিয়ে র্যাব কো-অপারেটিভ সোসাইটির প্রযোজনায় নির্মিত ‘অপারেশন সুন্দরবন’-এর সিনেমা হলের তালিকায় রয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), এসকেএস টাওয়ার (মহাখালী), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), বঙ্গবন্ধু সামরিক জাদুঘর (বিজয় সরণি) ও সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), মধুমিতা (মতিঝিল), শ্যামলী, আনন্দ (ফার্মগেট), চিত্রামহল (ইংলিশ রোড), সৈনিক ক্লাব (বনানী), গীত (ধোলাইপাড়) এবং বিডিআর (পিলখানা), কেরানীগঞ্জের লায়ন সিনেমাস (কদমতলী), নারায়ণগঞ্জের সিনেস্কোপ এবং নিউ মেট্রো, কাঁচপুরের চাঁদমহল, সাভারের চন্দ্রিমা (শ্রীপুর) এবং সেনা অডিটোরিয়াম (নবীনগর), সিলেটের গ্র্যান্ড সিলেট সিনেপ্লেক্স, চট্টগ্রামের সিলভার স্ক্রিন, সিনেমা প্যালেস এবং সুগন্ধা, বরিশালের অভিরুচি, খুলনার শঙ্খ এবং লিবার্টি সিনেমা, যশোরের মণিহার, ময়মনসিংহের ছায়াবাণী, রংপুরের শাপলা, সিরাজগঞ্জের রুটস সিনেক্লাব, বগুড়ার মধুবন সিনেপ্লেক্স, জয়দেবপুরের বর্ষা, শেরপুরের সত্যবতী, কিশোরগঞ্জের আনন্দ (কুলিয়ারচর)।
‘অপারেশন সুন্দরবন’-এর প্রচারণার অংশ হিসেবে পোস্টার হাতে আঁকা হয়েছে। এছাড়া সিনেমাটির তিনটি গান প্রকাশিত হয়েছে। এগুলো হলো বাপ্পা মজুমদারের গাওয়া ‘এ মন ভিজে যায়’, হাবিব ওয়াহিদ ও নন্দিতার কণ্ঠে ‘অভিমানী রোদ্দুরে’ এবং ইমরান মাহমুদুল ও কণার কণ্ঠে ‘তার হাওয়াতে চলে যে ডানা’। গানগুলো লিখেছেন গোধূলি শর্মা, এসকে দীপ ও সংযুক্তা সাহা। সুর ও সংগীত পরিচালনা করেছেন কলকাতার অম্লান চক্রবর্তী। সংগীতায়োজনে বব এসএন ও ইমন চৌধুরী।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস