ওটিটি
সিনেমা হলে হিট, তবুও কোনো ওটিটি নিচ্ছে না

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার দৃশ্য (ছবি: সানশাইন পিকচার্স)
বলিউড বক্স অফিসে অপ্রত্যাশিত সাফল্য পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’। সুদীপ্ত সেন পরিচালিত সিনেমাটি ব্লকবাস্টার তালিকায় নাম লিখিয়েছে। সেক্ষেত্রে এর ওটিটি স্বত্ব পেতে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর হুমড়ি খেয়ে পড়ার কথা! ধারণা করা হচ্ছিলো, শিগগিরই এটি অনলাইনে উপভোগ করা যাবে। কিন্তু হতভম্ব হওয়ার মতোই খবর দিলেন পরিচালক সুদীপ্ত সেন। বলিউডে ব্যবসাসফল সিনেমার বেলায় এমন ঘটনা সচরাচর ঘটে না!
সুদীপ্ত সেন বলেন, ‘আমাদের এই সিনেমার জন্য এখনও কোনো ওটিটি প্ল্যাটফর্ম থেকে জুতসই প্রস্তাব পাইনি।’ তার মু্খে খবরটি জেনে অনেকে ধাক্কা খেয়েছেন।

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার দৃশ্য (ছবি: সানশাইন পিকচার্স)
সম্প্রতি ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, ‘দ্য কেরালা স্টোরি’ ওটিটিতে মুক্তির জন্য প্রস্তুত। তবে সেগুলোকে ভুয়া খবর হিসেবে অভিহিত করেছেন সুদীপ্ত সেন। তার কথায়, ‘আমরা এখনো শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম থেকে প্রস্তাবের জন্য অপেক্ষা করছি। তবে এখন পর্যন্ত আমরা বিবেচনা করার মতো কোনো অফার পাইনি।’
সুদীপ্ত সেনের অভিযোগ, ‘মনে হচ্ছে আমাদের শাস্তি দিতে ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন দল বেঁধেছে।’
প্রশ্ন হলো, কীসের শাস্তি? সুদীপ্ত সেনের উত্তর, ‘বক্স অফিসে আমাদের সিনেমাটির সাফল্য মেনে নিতে পারেননি ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকে। তাই আমরা ধারণা করছি, বিনোদন অঙ্গনের একটি অংশ আমাদের শাস্তি দিতে একত্রিত হয়েছে।’

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমায় আদা শর্মা (ছবি: সানশাইন পিকচার্স)
‘দ্য কেরালা স্টোরি’ অভূতপূর্ব সাফল্য পাওয়ার পরও সিনেমাটির ব্যাপারে আগ্রহ নেই কেনো? ভারতের একটি শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্মের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন্তব্য, ‘আমরা রাজনৈতিকভাবে বিতর্কিত কিছুতে জড়াতে চাই না।’
বলিউডের একটি সূত্র বলছে, সিনেমাটি বক্স অফিসে ব্যবসা করলেও এর বিষয়বস্তু দর্শকদের একাংশের মধ্যে ক্ষোভের উদ্রেক করে থাকতে পারে। এর পরিপ্রেক্ষিতে কোনো শীর্ষস্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে খুব একটা আগ্রহী নয়।

‘দ্য কেরালা স্টোরি’ সিনেমার দৃশ্য (ছবি: সানশাইন পিকচার্স)
‘দ্য কেরালা স্টোরি’ ওটিটি খুঁজে না পাওয়ার কারণ সমালোচকরা মনে করেন, রাজনৈতিক শক্তি হিসেবে ইসলাম তথা মুসলমানদের বিরুদ্ধে সিনেমাটি একটি প্রপাগান্ডা।
‘দ্য কেরালা স্টোরি’র গল্প কেরালার একদল নারীকে কেন্দ্র করে। কাহিনিতে দেখা যায়, ইসলাম ধর্ম গ্রহণ করতে এবং ইরাক ও সিরিয়ার জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যুক্ত হতে বাধ্য হয় তারা। সিনেমায় দাবি করা হয়েছে, কেরালার হাজার হাজার হিন্দু নারী ইসলাম ধর্ম গ্রহণ করে জঙ্গিগোষ্ঠীতে যোগদানের সত্যি ঘটনা রয়েছে। বর্তমান ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সিনেমাটিকে সমর্থন জানিয়েছে। কর্ণাটক বিধানসভা নির্বাচনের প্রচারে ব্যবহার করা হয়েছে এটি।
‘দ্য কেরালা স্টোরি’তে অভিনয় করেছেন আদা শর্মা, যোগিতা বিহানি, সোনিয়া বালানি ও সিদ্ধি ইদনানি। গত ৫ মে মুক্তির পর ভারতসহ বিশ্বব্যাপী ৩০০ কোটি রুপির বেশি আয় করে এটি। এর বাজেট ছিল মাত্র ২০ কোটি রুপি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস