Connect with us

বলিউড

সিনেমা হল দর্শকশূন্য থাকায় শো বাতিল, অক্ষয়ের টানা দ্বিতীয় ফ্লপ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

অক্ষয় কুমার

‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয় কুমার (ছবি: যশরাজ ফিল্মস)

বলিউড তারকা অক্ষয় কুমারের ‘সম্রাট পৃথ্বীরাজ’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত সিনেমাটি গত ৩ জুন মুক্তি পেয়েছে। এরপর গত দুই সপ্তাহে ভারতে মাত্র ৫৫ কোটি রুপি এসেছে। অথচ বিশাল পরিসরের শুটিং, ভিজ্যুয়াল ইফেক্টস ও পুরনো আমলের পোশাক মিলিয়ে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

দুর্দশা এমন পর্যায়ে পৌঁছেছে যে, দর্শকশূন্য থাকার কারণে বিভিন্ন সিনেমা হলে ‘সম্রাট পৃথ্বীরাজ’-এর অনেক শো বাতিল হয়েছে। এ কারণে অন্য সিনেমার শো চালাতে বাধ্য হচ্ছে হল মালিকরা।

অক্ষয় কুমার ও মানুষি ছিল্লার

‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয় কুমার ও মানুষি ছিল্লার (ছবি: যশরাজ ফিল্মস)

বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌতের ‘ধাকাড়’ সিনেমার একই দশা ছিল। মুক্তির অষ্টম দিনে সারাভারতে মাত্র ২০টি টিকিট বিক্রি থেকে ৪ হাজার ৪০০ রুপি আয় করতে পেরেছে এটি। শেষমেষ এর প্রদর্শনই বন্ধ করে দেয় হল মালিকরা।

মানুষি ছিল্লার

‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় মানুষি ছিল্লার (ছবি: যশরাজ ফিল্মস)

চন্দ্রপ্রকাশ দ্বিবেদি পরিচালিত ‘সম্রাট পৃথ্বীরাজ’ গত ৩ জুন মুক্তি দিয়েছে যশরাজ ফিল্মস। প্রথম দিন ১০ কোটি ৭০ লাখ রুপি, দ্বিতীয় দিন ১২ কোটি ৬০ লাখ রুপি ও তৃতীয় দিন ১৬ কোটি ১০ লাখ রুপি আয় করে সিনেমাটি। কিন্তু চতুর্থ দিন থেকেই ক্রমে অঙ্কটা কমতে থাকে।

অক্ষয় কুমার ও মানুষি ছিল্লার

‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয় কুমার ও মানুষি ছিল্লার (ছবি: যশরাজ ফিল্মস)

দ্বাদশ শতকের সুদর্শন হিন্দু সম্রাট পৃথ্বীরাজ চরিত্রে দেখা গেছে অক্ষয়কে। এর মাধ্যমে বলিউডে পা রেখেছেন সাবেক বিশ্বসুন্দরী মানুষি ছিল্লার। রাজকুমারী সংযোগিতার ভূমিকায় অভিনয় করেছেন তিনি। তাদের নতুন রসায়নকে ঘিরে প্রত্যাশা ছিলো বেশ। কিন্তু দর্শকদের মোটেও ভালো লাগেনি সিনেমাটি।

অক্ষয় কুমার

‘সম্রাট পৃথ্বীরাজ’ সিনেমায় অক্ষয় কুমার (ছবি: যশরাজ ফিল্মস)

‘বচ্চন পাণ্ডে’র পর চলতি বছর অক্ষয়ের এটি টানা দ্বিতীয় ফ্লপ। যশরাজ ফিল্মসও ‘জয়েশভাই জোরদার’ সিনেমার মতোই আরেকবার ব্যবসার মুখ দেখতে ব্যর্থ হলো।

সিনেমাওয়ালা প্রচ্ছদ