Connect with us

গান বাজনা

‘সিয়ামকে সুলতান সুলাইমানের বংশধর লাগছে আর বুবলি দারুণ!’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘জংলি’র পোস্টারে সিয়াম আহমেদ ও শবনম বুবলী (ছবি: এমআইবি স্টুডিওস)

ঈদে মুক্তি প্রতীক্ষিত ‘জংলি’ সিনেমার দ্বিতীয় গান ‘বন্ধুগো শোনো’ অবমুক্ত হয়েছে। এতে অভিনেতা সিয়াম আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলীর রসায়ন বিমোহিত করেছে দর্শক-শ্রোতাদের। তাদের অনেকে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপে মন্তব্য করেছেন, ‘বড় চুল-দাড়িতে সিয়ামের ভিন্ন লুকের সঙ্গে বুবলীর সৌন্দর্য ও ফ্যাশন এককথায় নজরকাড়া। পর্দায় এই জুটিকে মানিয়েছে বেশ। প্রেম ও আবেগের মিশেলে তাদের বিভিন্ন অভিব্যক্তি গানটিতে আবেদন সৃষ্টি করেছে।’

‘জংলি’র সব গানের কথা লিখেছেন ও সুর করেছেন প্রিন্স মাহমুদ। ‘বন্ধুগো শোনো’ গানটি প্রকাশের পর প্রিন্স মাহমুদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এইমাত্র জংলির ‘বন্ধুগো শোনো’ পুরো গান ঠিকমতো দেখলাম। সিয়ামকে সুলতান সুলাইমানের বংশধর লাগছে। ওহ সিয়াম! দাড়িতে কল্পনাতীত সুন্দর। এই দাড়ি কাটা যাবে না। আর বুবলি দারুণ! দুর্দান্ত।”

শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

গান প্রকাশের আগে বুবলীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার দিয়ে সিয়াম সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি আর বুবলী দুই জনই নব্বই দশকে বেড়ে উঠেছি। ‘জংলি’ সিনেমায় কাজ করা বেশিরভাগ মানুষই নব্বই দশকে শৈশব কাটিয়েছেন। নব্বইয়ের ওই সময়টা আমরা চাইলেও ভুলতে পারি না। সেই সময়ের সিনেমা, গান ও সরলতা সবকিছু এখনো খুব আপন লাগে। সেই সময়কে যিনি ধারণ ও উপস্থাপন করেন সেই প্রিন্স মাহমুদকে যখন আমাদের সিনেমার গানের জন্য পাই তখন আমরাই তার কাছে আবদার করি, নব্বইয়ের মতো সহজিয়া কথা ও সরল সুরে ভালোবাসার একটি গান চাই। সেখান থেকেই প্রিন্স ভাই আমাদের উপহার দিলেন ‘বন্ধুগো শোনো’ গানটি। এটি আমার খুব কাছের। সহজ কথা ও সহজ সুরের এই গানটি দর্শকদের হৃদয়ে জায়গা করে নেবে বলেই আমার বিশ্বাস। প্রিন্স মাহমুদের কথা ও সুরে, ইমরান ও কনার কণ্ঠে ভালোবাসার গান ‘বন্ধুগো শোনো’ আপনাদের জন্য ‘জংলি’ টিমের উপহার।”

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

সিয়াম জানিয়েছেন, আট ঘণ্টায় ১০ লাখ ভিউ পেয়েছে ‘বন্ধুগো শোনো’। তিনি লিখেছেন, “বন্ধুগো শোনো’ ভালোবাসা কুড়াচ্ছে দর্শকের। এই ভালোবাসা অকল্পনীয়, এই ভালোবাসা মায়াময়!’

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

‘এ আমার কী হলো, পাগল পাগল লাগে/হাওয়া এসে জানিয়ে দিলো, এমন তো হয়নি আগে/বন্ধুগো শোনো, তুমি ছাড়া আমি/আমি ছাড়া তুমি, মানে হয় না কোনো…’ এমন কথায় প্রিয় মানুষের জন্য আকুতি ও প্রেম ফুটে উঠেছে গানে। এর শুটিং হয়েছে মানিকগঞ্জ ও সিংগাইরে। সেখানকার চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উঠে এসেছে বিভিন্ন দৃশ্যে।

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী (ছবি: এমআইবি স্টুডিওস)

শ্রুতিমধুর গানটিতে নব্বই দশকের রোমান্টিক নস্টালজিয়া রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কনা ও ইমরান মাহমুদুল। তাদের গায়কী শ্রোতাদের মন ছুঁয়েছে।

টাইগার মিডিয়ার পরিবেশনায় ঈদের দিন বাংলাদেশে শুভমুক্তির পর ‘জংলি’ হানা দেবে পৃথিবীর মানচিত্রে! আগামী ২৫ এপ্রিল থেকে এটি চলবে কানাডা, আমেরিকা, যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে।

‘জংলি’ সিনেমায় শবনম বুবলী ও সিয়াম আহমেদ (ছবি: এমআইবি স্টুডিওস)

‘জংলি’র মাধ্যমে সিয়ামের সঙ্গে দ্বিতীয়বার জুটি বাঁধলেন বুবলী। এর আগে রায়হান রাফী পরিচালিত ‘টান’ ওয়েব ফিল্মে তাদের রসায়ন দেখা গেছে।

‘জংলি’ পরিচালনা করেছেন এম রাহিম। তার পরিচালিত প্রথম সিনেমা ‘শান’-এর (২০২২) নায়ক ছিলেন সিয়াম। দ্বিতীয়বারের মতো তারা একসঙ্গে কাজ করলেন।

‘জংলি’ সিনেমায় সিয়াম আহমেদ ও শবনম বুবলী (ছবি: এমআইবি স্টুডিওস)

‘জংলি’র প্রথম গান ‘জনম জনম’ গত ভালোবাসা দিবসে উপলক্ষে প্রকাশ্যে আসে। ইমরানের সংগীতায়োজনে এটি গেয়েছেন তাহসান খান ও আতিয়া আনিসা। এতে সিয়ামের সঙ্গে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির রসায়ন দেখা গেছে। এবারই প্রথম সিয়ামের সঙ্গে জুটি বাঁধলেন তিনি।

‘জংলি’র পোস্টারে সিয়াম আহমেদ ও নৈরিতা (ছবি: এমআইবি স্টুডিওস)

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, মনির আহমেদ শাকিল, জাহিদ ইসলাম, সুব্রত ফারদিন ও নৈরিতা। ‘জংলি’র গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য সাজিয়েছেন যৌথভাবে মেহেদী হাসান মুন ও কলকাতার সুকৃতি সাহা। আবহ সংগীত তৈরি করেছেন অমিত চ্যাটার্জি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ