ঢালিউড
তারকাদের নিয়ে ‘সুড়ঙ্গ’ দেখলেন নিশো

(বাঁ থেকে) রায়হান রাফী, তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)
ঈদুল আজহায় মুক্তির ১০ দিন পরেও সগৌরবে বিভিন্ন সিনেমাহলে হাউজফুল যাচ্ছে ‘সুড়ঙ্গ’। রায়হান রাফী পরিচালিত সিনেমাটির সাফল্য উদযাপনে অনুষ্ঠিত হলো বিশেষ প্রদর্শনী। গতকাল (৮ জুলাই) রাত ৮টায় ঢাকার মিরপুরে সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সে ‘সুড়ঙ্গ’ দেখতে বসেছিল তারার মেলা।

(বাঁ থেকে) রেদওয়ান রনি, তমা মির্জা, আফরান নিশো ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)

(বাঁ থেকে) রায়হান রাফী, তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)
জমকালো আনন্দ আয়োজনে সিনেমাটির শিল্পী-কলাকুশলীদের পাশাপাশি ছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি, সুনেরাহ বিনতে কামাল, চিত্রনায়ক জিয়াউল রোশান, ইয়াশ রোহান, অভিনেতা ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, অভিনেত্রী রোজী সিদ্দিকী, বিজরী বরকতউল্লাহ, পরিচালক গিয়াস উদ্দিন সেলিম, শাফায়েত মনসুর রানাসহ অনেকে।

(বাঁ থেকে) শহীদুজ্জামান সেলিম, রেদওয়ান রনি, রায়হান রাফী, তমা মির্জা, আফরান নিশো ও শাহরিয়ার শাকিল (ছবি: চরকি)

তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)
গত ২৯ জুন ঈদের দিন মুক্তি পায় ‘সুড়ঙ্গ’। চরকি ও আলফা আই স্টুডিওসের যৌথ প্রযোজনায় এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে অভিনেতা আফরান নিশোর। তার বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। এছাড়া বিভিন্ন চরিত্রে দেখা গেছে মোস্তফা মনওয়ার, শহীদুজ্জামান সেলিম, মনির আহমেদ শাকিল, অশোক ব্যাপারিসহ আরও অনেককে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় তমা মির্জা ও আফরান নিশো (ছবি: চরকি)
দেশের গণ্ডি পেরিয়ে গত ৭ জুলাই অস্ট্রেলিয়ায় মুক্তি পেয়েছে ‘সুড়ঙ্গ’। দেশটির ছয় শহরে এর প্রদর্শনী চলছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও কানাডায় ২১ জুলাই, যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরে ২৮ জুলাই এবং নিউজিল্যান্ডে ৩০ জুলাই মুক্তি পাবে সিনেমাটি। কলকাতায় এসভিএফ-এর পরিবেশনায় আগামী ২২ জুলাই ‘সুড়ঙ্গ’ মুক্তি পাবে বলে আশা করা হচ্ছে। এছাড়া সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাতটি দেশে এটি প্রদর্শনীর কথা রয়েছে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস