ঢালিউড
‘সুড়ঙ্গ’ দিয়ে সিনেমা হলে আসছেন আফরান নিশো

আফরান নিশো (ছবি: ফেসবুক)
জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর সিনেমায় কাজ করা নিয়ে বরাবরই জল্পনা চলেছে। অবশেষে এর অবসান ঘটছে। বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। রায়হান রাফীর পরিচালনায় ‘সুড়ঙ্গ’ হবে এই তারকার প্রথম সিনেমা। এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। তার বিপরীতে থাকছেন চিত্রনায়িকা তমা মির্জা।
চরকি ও আলফা আই স্টুডিওস লিমিটেডের যৌথ প্রযোজনায় ‘সুড়ঙ্গ’ সিনেমার শুটিং খুব দ্রুতই শুরু হবে। চরকি এবারই যৌথভাবে সিনেমা নির্মাণে যুক্ত হলো। আশা করা হচ্ছে, আগামী বছর কোনো একটি ঈদে মুক্তি পাবে এটি।

আফরান নিশো (ছবি: ফেসবুক)
আফরান নিশো বলেন, ‘আমরা একটা ভালো সিনেমা তৈরির জন্য কিছু মানুষ একত্র হয়েছি। স্ক্রিপ্ট, গল্প, শুটিং সবকিছু খুব ভালোভাবে হলে একটা ভালো কাজ দিতে পারবো। আমাদের ডেডিকেশন, মেধা ও একাগ্রতা নিয়ে চেষ্টা করলে কাজটা বৃথা যাবে না।’
তমা মির্জা বলেন, ‘করোনার পর আবার বড় পর্দার জন্য কাজ করতে যাওয়াটা আনন্দের। সেই সঙ্গে আমার সবচেয়ে কাছের মানুষ ও বন্ধু রাফীর পরিচালনায় কাজ করতে যাওয়াটাও আমার প্রাপ্তি। এজন্য আমি উচ্ছ্বসিত। নিশো ভাইয়ের মতো সহশিল্পী থাকছেন ভাবলেই ভালো লাগছে। অনেকের স্বপ্ন থাকে নিশো ভাইয়ের সঙ্গে কাজ করার। নিশো ভাইয়ের সঙ্গে বড় পর্দায় কাজ করা এবং তার প্রথম সিনেমায় পর্দা শেয়ার করা আমার জন্য অনেক বড় পাওয়া। সব মিলিয়ে পুরো ব্যাপারটা দারুণ একটা প্যাকেজ হতে যাচ্ছে। আশা করি, দর্শকদের অনেক ভালো লাগবে।’

আফরান নিশো (ছবি: ফেসবুক)
‘পরাণ’ সিনেমার পরিচালক রায়হান রাফী বলেন, এটি আমার আরেকটি বড় ও স্বপ্নের কাজ হতে যাচ্ছে। এর গল্প অনেক আগে ভেবেছিলাম। চরকিকে শুরু থেকেই বলেছি সুড়ঙ্গ বড় পর্দার জন্য বানাতে চাই। নিশো ভাইকে বছরখানেক আগে গল্পটা শুনিয়েছিলাম। তিনি পছন্দ করেন। কাজটি নিয়ে এখন আমরা পরিকল্পনা করছি, খুব জলদি শুটিং শুরু হবে।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি উল্লেখ করেছেন, ‘চরকি প্রতিবছর বড় ক্যানভাসের সিনেমা প্রযোজনার সঙ্গে যুক্ত থাকবে। সেই ধারাবাহিকতায় সুড়ঙ্গর সঙ্গে যুক্ত হয়েছি আমরা। দেশীয় সিনেমার কলাকুশলীদের জন্য এটি অবশ্যই ইতিবাচক বিষয়।’
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস