টেলিভিশন
সুন্দরবনের প্রবেশমুখ বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে ‘ইত্যাদি’
সুন্দরবনের প্রবেশমুখ বাগেরহাটের মোংলা সমুদ্র বন্দরে ‘ইত্যাদি’র শুটিং হলো। পশুর নদীর তীরে জাহাজ, নদী ও বন্দরের কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির সমন্বয়ে নির্মিত মঞ্চে ধারণ করা হয় ম্যাগাজিন অনুষ্ঠানটি। বাগেরহাটের বিভিন্ন উপজেলাসহ খুলনা ও নড়াইল থেকে দর্শকরা এসেছিলেন। তাদের সামনে মঞ্চে হাজির হন ‘ইত্যাদি’র রচয়িতা, পরিচালক ও উপস্থাপক হানিফ সংকেত।
এবারের অনুষ্ঠানে বাগেরহাটের সন্তান কণ্ঠশিল্পী নাসির ও প্রতিশ্রুতিশীল গায়িকা সানজিদা রিমি একটি গান গেয়েছেন। এর কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজনে কিশোর দাস। বাগেরহাট নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে রয়েছে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক নৃত্যশিল্পীর পরিবেশনা। গানটির কথা লিখেছেন মনিরুজ্জামান পলাশ, কোরিওগ্রাফি করেছেন সোহান। এতে কণ্ঠ দিয়েছেন রাজীব, অয়ন চাকলাদার, তানজিনা রুমা ও এমেলী। গানটি সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজনে মেহেদি।
বাগেরহাটকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে তিন জনকে নির্বাচন করা হয়। দর্শকপর্বে অংশগ্রহণ করেছেন বাগেরহাটের লোকবাদ্য যন্ত্রশিল্পী নিখিল কৃষ্ণ মজুমদার ও তার বেশ কয়েকজন শিক্ষার্থী। মঞ্চে তারা দেশীয় বাদ্যযন্ত্রের মাধ্যমে বৃহত্তর খুলনা অঞ্চলের কিছু শিল্পীর কয়েকটি শ্রোতাপ্রিয় গানের সুর তোলেন।
এবারের পর্বে রয়েছে বাগেরহাট, সুন্দরবন, মোংলা সমুদ্র বন্দরসহ বিভিন্ন দর্শনীয় পর্যটন কেন্দ্র ও প্রত্নসম্পদ এবং হজরত খানজাহানের অসংখ্য কীর্তিশোভিত স্থান ও স্থাপনার ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। বাগেরহাটের একদল নারীর ওপর রয়েছে একটি প্রতিবেদন, যারা ব্যতিক্রম চিন্তা ও কর্মসৃজনে ফেলনার সামগ্রী কাজে লাগিয়ে বিভিন্ন উপকরণে পাশাপাশি এখন তৈরি করছেন বিদেশে রপ্তানিযোগ্য মানুষের বসবাসের জন্য বাড়ি। জীবিকার জন্য সুন্দরবনের ওপর নির্ভর বাগেরহাটের ঢাংমারী গ্রামের বাসিন্দাদের নিয়ে একটি প্রতিবেদন। তারিখ ও সময় সংক্রান্ত একটি অবাক করা ব্যতিক্রম মনস্তাত্ত্বিক জাদু প্রদর্শন করেন জাদুকর ম্যাজিক রাজিক। চিঠিপত্র বিভাগে বাগেরহাটের এক ব্যতিক্রম নারী উদ্যোক্তার জীবন সংগ্রামের চিত্র তুলে ধরা হবে। এছাড়া থাকছে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা রাজ্যের উত্তর দিকে অবস্থিত প্রাকৃতিক গিরিখাত গ্র্যান্ড ক্যানিয়নের ওপর প্রতিবেদন।
বাগেরহাটের মঞ্চে সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গ নিয়ে রয়েছে নানি-নাতির কথার মাতামাতি। প্রতিবারের মতোই রয়েছে বিভিন্ন সামাজিক অসঙ্গতি ও সমাজ সংস্কারের ওপর সমসাময়িক ঘটনা নিয়ে সরস ও তীর্যক নাট্যাংশ। এগুলোর বিষয়বস্তু হলো আত্মসংস্কার ও জাতিগত উন্নয়ন, মোসাহেবী সাহেব, ঘরে-বাইরে চারদিকেই প্রেশার, ভাষা দিয়ে পেশা চেনা, ঋণখেলাপি ও আলাপী ভিক্ষুক, ঘুষ কথন, গ্রুপের প্রতি বিরূপ, চাটুকার এখন বিনয়ের অবতার, চোরের মায়ের বড় গলা এবং নানী-নাতিসহ বেশ কয়েকটি নাট্যাংশ।
এবারের ‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য অভিনয়শিল্পীদের মধ্যে আছেন সোলায়মান খোকা, বাবুল আহমেদ, আব্দুল আজিজ, আবদুল্লাহ রানা, সুভাশিষ ভৌমিক, শবনম পারভীন, কাজী আসাদ, জিল্লুর রহমান, কামাল বায়েজিদ, মুকিত জাকারিয়া, জামিল হোসেন, আবু হেনা রনি, আনোয়ার শাহী, আনোয়ারুল আলম সজল, আনন্দ খালেদ, আমিন আজাদ, নজরুল ইসলাম, শাহেদ আলী, মামুনুল হক টুটু, ইকবাল হোসেন, জাহিদ শিকদার, বিলু বড়ুয়া, মতিউর রহমান, বেলাল আহমেদ মুরাদ, তারিক স্বপন, সাদিয়া তানজিন, অশোক বড়ুয়া, সাবরিনা নিসা, সুর্বণা মজুমদার, সিয়াম নাসির, শামীম আহমেদসহ অনেকে।
‘ইত্যাদি’র নতুন পর্ব বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে আগামী ২৯ নভেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে। অনুষ্ঠানটি নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। শিল্প নির্দেশনা ও মঞ্চ পরিকল্পনায় ছিলেন মুকিমুল আনোয়ার মুকিম। পরিচালকের সহকারী ছিলেন যথারীতি রানা সরকার ও মোহাম্মদ মামুন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস