Connect with us

ঢালিউড

সেই প্রযোজকের বিরুদ্ধে আদালতে শাকিবের মামলা

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

শাকিব খান

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

অস্ট্রেলিয়া প্রবাসী প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে আদালতে মামলা করলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। চাঁদা দাবি ও মানহানির অভিযোগ তুলেছেন তিনি। আজ (২৩ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে মামলাটি করেছেন তিনি। বাদীর জবানবন্দি গ্রহণ করে আসামিকে আগামী ২৬ এপ্রিল হাজির হতে সমন জারি করেছে আদালত।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়েরের পর প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনেও মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এ এম জুলফিকার হায়াতের আদালতে গিয়েছিলেন শাকিব। তবে মামলা ফাইলিংয়ের সময় অতিক্রম করায় তার আইনজীবী তানভীর আহমেদ তনুকে আগামী ২৭ মার্চ আসতে বলেন বিচারক।

শাকিব খান

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

গত ১৫ মার্চ বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ এফডিসির কয়েকটি সংগঠনে শাকিবের বিরুদ্ধে অপেশাদার আচরণ, ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার চুক্তিভঙ্গ ও শ্লীলতাহানির অভিযোগ জমা দেন প্রযোজক রহমত উল্লাহ। তার দাবি, ২০১৮ সালে ‘সুপার হিরো’ সিনেমার শুটিং করতে গিয়ে অ্যানি নামের এক নারীকে ধর্ষণের অভিযোগে অস্ট্রেলিয়ায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন শাকিব।

শাকিব খান

শাকিব খান (ছবি: ফেসবুক)

গত ১৬ মার্চ বিকেলে রহমত উল্লাহর সঙ্গে বৈঠকে বসে চুক্তিভঙ্গের অভিযোগ বিষয়ে সমঝোতার চেষ্টা করেন শাকিব। কিন্তু সেই আলোচনা কাজে আসেনি। তাই ১৮ মার্চ দিবাগত রাতে ওই প্রযোজকের বিরুদ্ধে মামলা করতে ঢাকার গুলশান থানায় যান শাকিব। তবে পুলিশ মামলা না নিয়ে তাকে আদালতে যাওয়ার পরামর্শ দেয়।

থানা থেকে বেরিয়ে শাকিব অভিযোগ করেন, রহমত উল্লাহ কোনো প্রযোজক নন। ‘অপারেশন অগ্নিপথ’ সিনেমার মূল প্রযোজক জানে আলম। চুক্তিপত্রে তার নামই দেখেছেন শাকিব। রহমত উল্লাহকে ‘ভুয়া প্রযোজক’ হিসেবে আখ্যা দেন তিনি।

শাকিব খান

শাকিব খান (ছবি: ইনস্টাগ্রাম)

প্রযোজক রহমত উল্লাহর দাবি অনুযায়ী অস্ট্রেলিয়ায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া প্রসঙ্গে শাকিব বলেন, ‘অস্ট্রেলিয়ায় আমার বিরুদ্ধে যদি মামলা হয়, তাহলে সেখানে আমার বিচার না হওয়া পর্যন্ত তো আমি দেশে ফিরতে পারতাম না। অস্ট্রেলিয়া থেকে যদি পালিয়ে আসা যায়, তাহলে সেখানকার আইনের প্রতি কারও আস্থা থাকতো না। রহমত উল্লাহ যে মামলার নম্বর জানিয়েছেন, সেটি মূলত একটি ইভেন্ট নম্বর। তার কথার পরতে পরতে মিথ্যা।’

গত ১৯ মার্চ বিকেলে ঢাকার মিন্টো রোডে গোয়েন্দা কার্যালয়ে যান শাকিব। প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার পাশাপাশি গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ