আলাপচারিতা
সেই মুহূর্তে আমার হাত-পা কাঁপতে শুরু করেছিলো: মনিরা মিঠু

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
শোবিজে অভিনয় দক্ষতায় আলাদা অবস্থান গড়েছেন মনিরা আক্তার মিঠু। এনটিভিতে প্রচারিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ধারাবাহিক নাটক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ শেফালী খালা চরিত্রের সুবাদে তার জনপ্রিয়তা অন্য উচ্চতায় পৌঁছেছে। এখন ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’সহ কয়েকটি ধারাবাহিক নাটকে কাজ করছেন। একক নাটক, সিনেমা, ওটিটি প্ল্যাটফর্মের কাজেও সময় দিচ্ছেন। সিনেমাওয়ালা নিউজের আলাপচারিতায় ক্যারিয়ারসহ নানান বিষয়ে কথা বলেছেন তিনি।
সিনেমাওয়ালা নিউজ: একসময় প্রধান চরিত্রের সহশিল্পী ছিলেন। এখন বেশিরভাগ নাটকে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেন। আপনি কি নিজেকে নায়িকা ভাবেন?
মনিরা আক্তার মিঠু: আমি কখনোই নিজেকে নায়িকা ভাবি না। ক্যারিয়ারের প্রথম নাটকেই প্রধান চরিত্রে অভিনয় করেছি। জাহিদ হাসানের নায়িকা হয়ে টিভি পর্দায় পথচলা শুরু আমার।

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: আজকের মনিরা মিঠু হওয়ার পেছনে কার অবদান বেশি? নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদ নাকি আপনার প্রয়াত বড় ভাই অভিনেতা চ্যালেঞ্জার?
মনিরা মিঠু: অবশ্যই হুমায়ূন আহমেদ স্যারের।

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: হুমায়ূন আহমেদের সঙ্গে কাজ করার এমন একটি ঘটনার কথা বলুন, যেটি আগে কখনো কাউকে বলেননি…
মনিরা মিঠু: বেশিরভাগ ঘটনাই বলা হয়ে গেছে। তারপরও একটা ঘটনার কথা বলতে চাই। তিনি যখন আমাকে নুহাশ চলচ্চিত্রের এক্সিকিউটিভ অফিসার বানালেন, তিনি জুয়েলকে ডেকে বললেন, ‘যদিও তুমি পজিশনে চিফ অ্যাসিস্ট্যান্ট, কিন্তু বাস্তব ক্ষেত্রে তিনি (মুনিরা মিঠু) তোমার ওপরে। তুমি তার নির্দেশ মেনে চলবে।’ সেই মুহূর্তে আমার হাত-পা কাঁপতে শুরু করেছিলো। কারণ তখন আমি কিছুই বুঝি না!

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: আপনি মুখের ওপর সত্য কথা বলে দেন। এটা কার কাছ থেকে শেখা?
মনিরা মিঠু: এটা আমার জন্মগত স্বভাব।
সিনেমাওয়ালা নিউজ: ছেলের বিয়ে দিয়েছেন। শাশুড়ি হয়েছেন। অভিনয়ের বেলায় বয়স নিয়ে দুশ্চিন্তা হয়?
মনিরা মিঠু: এক্ষেত্রে আমি বেশ ভাগ্যবতী। কারণ আমি তো তথাকথিত নায়িকা নই যে, বয়স নিয়ে আমার দুশ্চিন্তা হবে। আমি আমরণ সুস্থ থেকে অভিনয় করতে চাই। দাদি-নানির চরিত্রে অভিনয় করবো। কত্ত মজা! তখন শুধু শুয়েবসে অভিনয় করবো!

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: আসন্ন ঈদুল আজহার জন্য কয়টি কাজ করেছেন?
মনিরা মিঠু: তিনটি কাজ করেছি।
সিনেমাওয়ালা নিউজ: নাটকের পাশাপাশি সিনেমায়ও কাজ করছেন। কী সিনেমা আছে হাতে?
মনিরা মিঠু: সিনেমা একটি আছে হাতে, এর নাম ‘জলে জ্বলে তারা’।

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: আগামীর জন্য কোন স্বপ্ন দেখেন?
মনিরা মিঠু: আমি আসলে স্বপ্নহীন মানুষ, এটা অসংখ্যবার বলেছি। আমার কোনো স্বপ্ন নেই। আমার শুধু একটাই স্বপ্ন– সুস্থ থেকে অভিনয় করে যেতে চাই।

মনিরা মিঠু (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
সিনেমাওয়ালা নিউজ: দর্শকদের উদ্দেশে কিছু বলুন…
মনিরা মিঠু: অভিনয়ে আমার কোনো ব্যাকগ্রাউন্ড নেই, মঞ্চের ব্যাকগ্রাউন্ড নেই, আমার অভিনয়ের শিক্ষা অর্থাৎ অভিনয় শিখে আসার ব্যাকগ্রাউন্ড নেই। এ কারণে অনেক সময় আমার উচ্চারণে ভুল থাকে। অনেক কিছু খুঁটিনাটি ভুল আমার নিজের চোখেই ধরা পড়ে। নিশ্চয়ই আমার দর্শকদের চোখেও সেসব পড়ে। আমার ভুলত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার জন্য অনেক দোয়া করবেন। আমাকে মায়ায় রাখবেন, ভালোবাসায় রাখবেন।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস