Connect with us

বলিউড

‘সোশ্যাল মিডিয়ার ফলোয়ার আর সিনেমা হলের দর্শক এক না’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়া বিপণন সাম্প্রতিক সময়ে সবক্ষেত্রে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ভক্তদের সঙ্গে সরাসরি সংযোগ ঘটাতে এই মাধ্যম বেশ কাজে লাগে শোবিজ তারকাদের। যদিও বলিউড অভিনেত্রী জানভি কাপুরের দৃঢ় বিশ্বাস, সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা অভিনয়শিল্পীদের ক্যারিয়ারের সঙ্গে পুরোপুরি অপ্রাসঙ্গিক। সিনেমা হলে নিজের অভিনীত ‘মিলি’ মুক্তির পর এমনটাই মনে হয়েছে ২৫ বছর বয়সী এই তারকার।

প্রয়াত অভিনেত্রী শ্রীদেবীর এই মেয়ের মন্তব্য, সোশ্যাল মিডিয়ায় ঝলমলে ভাবমূর্তির সুবাদে প্রচুর ফলোয়ার এলেও সেই খ্যাতি সাফল্য বয়ে আনে না। মুম্বাইয়ে এক গোলটেবিল আলোচনায় এ বিষয়ে নিজের অভিমত জানিয়েছেন তিনি।

জানভির সোজাসাপটা কথা, ‘অনেকে ভাবে, বেশিসংখ্যক দর্শক পেতে সোশ্যাল মিডিয়ায় আলাদা অবস্থান তৈরি করা প্রয়োজন। আমি মনে করি, এটা খুব অপ্রাসঙ্গিক। যদিও আমি নিজের শিল্পমনের খোরাক জোগাতে পারে এমন কাজই করে যাবো। তবে সোশ্যাল মিডিয়ায় ব্র্যান্ড আর লাইকের সংখ্যাও বাড়ানো প্রয়োজন।’

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

সোশ্যাল মিডিয়া উপস্থিতি প্রসঙ্গে জানভি যোগ করেন, “ইনস্টাগ্রামে আমার ২ কোটি ১০ লাখ ফলোয়ার। যদি তারা সবাই সিনেমা হলে গিয়ে ‘মিলি’ দেখতো তাহলে বিশাল হিট হতো। তবে আমার মনে হয় না, এমনটা কারো বেলায় ঘটে। সোশ্যাল মিডিয়ায় কোনো অভিনয়শিল্পীর উপস্থিতির মানে হলো তিনি প্রভাবশালী। সেক্ষেত্রে তার তারকাখ্যাতির পথ সুগম হতে পারে। তাই বলে প্রচুর ফলোয়ার থাকাটাই খ্যাতির প্রমাণ দেয় না। দুটো পুরোপুরি ভিন্ন বিষয়।”

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

২০১৮ সালে করণ জোহর প্রযোজিত ‘ধাড়াক’ দিয়ে বলিউডে ক্যারিয়ার শুরু করা জানভি কাপুরের তিনটি কাজ সিনেমা হলে মুক্তি পেয়েছে। বাকি দুটি হলো ‘মিলি’ এবং ‘রুহি’। এছাড়া ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে তার অভিনীত ‘গুঞ্জন সাক্সেনা: দ্য কারগিল গার্ল’ (নেটফ্লিক্স), ‘গোস্ট স্টোরিস’ (নেটফ্লিক্স) এবং ‘গুড লাক জেরি’ (ডিজনি প্লাস হটস্টার)। এরমধ্যে ‘গুড লাক জেরি’ হলো ২০১৮ সালের তামিল সিনেমা ‘কোলামাভু কোকিলা’র হিন্দি রিমেক।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

‘মিলি’তে নাম ভূমিকায় অভিনয় করেছেন জানভি কাপুর। মেয়েটি একটি ফুড চেইন ফ্র্যাঞ্চাইজিতে ওয়েটার হিসেবে চাকরি করে। একদিন শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে আটকা পড়ে যায় সে। এরপর শুরু হয় তার বেঁচে থাকার লড়াই। ২০১৯ সালে মুক্তি পাওয়া মালায়লাম সিনেমা ‘হেলেন’-এর হিন্দি রিমেক এটি। এর মাধ্যমে প্রথমবার বাবা বনি কাপুরের প্রযোজনায় কাজ করেছেন তিনি।

জানভি কাপুর (ছবি: ইনস্টাগ্রাম)

এদিকে জানভি কাপুরের হাতে এখন আছে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ (রাজকুমার রাও) এবং ‘বাওয়াল’ (বরুণ ধাওয়ান) সিনেমা দুটি। এরমধ্যে ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’র জন্য ক্রিকেট অনুশীলনে ঘাম ঝরিয়েছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ