মঞ্চ-শিল্প
সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে ৭ যাত্রাপালার উৎসব

যাত্রা উৎসব ২০২৪ (ছবি: বাংলাদেশ শিল্পকলা একাডেমি)
রাজধানী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী যাত্রা উৎসব। এর আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মঞ্চে প্রতিদিন একটি করে মোট সাতটি যাত্রাপালার মঞ্চায়ন হবে। দেশের বিভিন্ন জেলা থেকে নিবন্ধিত সাতটি যাত্রাদল ঐতিহাসিক ও সামাজিক ঘটনা অবলম্বনে রচিত একটি করে যাত্রাপালা পরিবেশন করবে। উৎসবটি সবার জন্য উন্মুক্ত।
শিল্পকলা একাডেমির গণসংযোগ কর্মকর্তা সাবিনা ইয়াসমিন জানান, প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত যাত্রাপালা উপভোগ করা যাবে।
আজ (১ নভেম্বর) সন্ধ্যা ৬টায় থাকছে যাত্রা উৎসবের উদ্বোধনী আয়োজন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী ইসরাফিল মজুমদার। বিশেষ অতিথি যাত্রাশিল্পী অনিমা দে। সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমি মহাপরিচালক সৈয়দ জামিল আহমেদ।
‘যদি তুমি ভয় পাও, তবে তুমি শেষ/যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে উৎসব ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ। এর পরিচালক ফয়েজ জহির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন।
আজ সুরভী অপেরা পরিবেশন করবে যাত্রাপালা ‘নিহত গোলাপ’। এর পালাকার আগন্তুক, নির্দেশনায় কবির খান। আগামীকাল (২ নভেম্বর) নিউ শামীম নাট্য সংস্থা মঞ্চায়ন করবে ‘আনারকলি’। এর পালাকার প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য, নির্দেশনায় শামীম খন্দকার।
এছাড়া ৩ নভেম্বর বঙ্গবাণী অপেরা ‘মেঘে ঢাকা তারা’ (পালাকার রঞ্জন দেবনাথ, নির্দেশনায় মানস কুমার), ৪ নভেম্বর নর নারায়ণ অপেরা ‘লালন ফকির’ (পালাকার দেবন্দ্রনাথ, নির্দেশনায় ব্রজেন কুমার বিশ্বাস), ৫ নভেম্বর বন্ধু অপেরা ‘আপন দুলাল’ (পালাকার শামসুল হক, নির্দেশনায় মনির হোসেন), ৬ নভেম্বর শারমিন অপেরা ‘ফুলন দেবী’ (পালাকার পুর্নেন্দু রায়, নির্দেশনায় শেখ রফিকুল), ৭ নভেম্বর যাত্রাবন্ধু অপেরা ‘নবাব সিরাজউদ্দৌলা’ যাত্রাপালা (পালাকার শচীননাথ সেন, নির্দেশনায় আবুল হাশেম) পরিবেশন করবে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস