বলিউড
সৌদি ভক্তকে ‘শাহেনশাহ’ জ্যাকেট উপহার দিলেন অমিতাভ

‘শাহেনশাহ’ সিনেমায় অমিতাভ বচ্চন (ছবি: টুইটার)
বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন বিভিন্ন সিনেমায় কালজয়ী অনেক চরিত্রে অভিনয় করেছেন। এরমধ্যে ‘শাহেনশাহ’ অন্যতম। ১৯৮৮ সালে এই সিনেমার মাধ্যমে দর্শকরা তাকে নতুনভাবে পেয়েছে। এতে একইসঙ্গে একজন পুলিশ অফিসার এবং অপরাধীদের শায়েস্তা করা আধাপাকা চুলের প্রতিবাদী শাহেনশাহ চরিত্র ফুটিয়ে তোলেন তিনি।
আধাপাকা চুলের প্রতিবাদীর গায়ে কালো জ্যাকেট এবং ইস্পাতের আস্তিন ব্যাপক হিট হয়েছিলো। সৌদি আরবের এক ভক্তকে ‘শাহেনশাহ’ সিনেমায় ব্যবহৃত সেই জ্যাকেট উপহার দিয়েছেন বিগ বি। এজন্য সেই ভক্ত আনন্দের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘কিংবদন্তি এবং বিনোদন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা অভিনেতা অমিতাভ বচ্চনকে বলছি– আপনি কেবল ভারতের জন্য নন, সারাবিশ্বের কাছে সম্মানের। আপনি যে উপহার পাঠিয়েছেন সেজন্য আপনাকে ধন্যবাদ। এটি পরম পাওয়া।’
T 4591 – My dear and most considerate friend .. I am so honored that you have received the gift of the jacket with the steel arm that I wore in my film SHAHENSHAH .. some day I shall tell you how I was able to retrieve it .. my love to you .. @Turki_alalshikh https://t.co/mfkGijqQue
— Amitabh Bachchan (@SrBachchan) March 20, 2023
ভক্তের টুইটের প্রতিক্রিয়ায় ৮০ বছর বয়সী অমিতাভ লিখেছেন, “আমার প্রিয় ও সবচেয়ে মনোযোগী বন্ধু… ‘শাহেনশাহ’ সিনেমায় যে জ্যাকেট ও স্টিলের আস্তিন পরেছিলাম সেগুলো উপহার হিসেবে গ্রহণ করায় আমি অত্যন্ত সম্মানিত। কোনো একদিন আপনাকে বলবো কীভাবে এসব পুনরুদ্ধার করতে পেরেছি। আপনার জন্য আমার ভালোবাসা রইলো।”

‘শাহেনশাহ’ সিনেমায় অমিতাভ বচ্চন (ছবি: টুইটার)
১৯৮৮ সালের ১২ ফেব্রুয়ারি মুক্তি পায় জয়া বচ্চনের গল্প নিয়ে টিনু আনন্দ পরিচালিত ‘শাহেনশাহ’। এটি অভিনেতা হিসেবে অমিতাভ বচ্চনের যোগ্যতাকে নতুনভাবে তুলে ধরেছিলো। কারণ এই সিনেমা এমন সময়ে সিনেমা হলে এসেছিলো যখন তাকে একের পর এক ফ্লপের মুখে পড়তে হয়েছে। ‘শাহেনশাহ’ মুক্তির সময় এর সাফল্য নিয়ে খুব একটা প্রত্যাশা ছিলো না কারও। তবে প্রথম দিন থেকেই এটি দেখতে দর্শকরা ভিড় করেছে। সেই থেকে তার নামের পাশে যোগ হয় ‘বলিউড শাহেনশাহ’ বিশেষণ।

অমিতাভ বচ্চন (ছবি: টুইটার)
অমিতাভ বচ্চনকে সর্বশেষ গত বছর সুরজ বরজাতিয়ার ‘উনচাই’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় দেখা গেছে। এতে তার সহশিল্পী ছিলেন অনুপম খের, বোমান ইরানি, ড্যানি ডেনজংপা ও পরিণীতি চোপড়া।
অমিতাভের হাতে এখন আছে রিভু দাশগুপ্ত পরিচালিত ‘সেকশন এইটি ফোর’ এবং নাগ অশ্বিনের ‘প্রজেক্ট কে’ (প্রভাস, দীপিকা পাড়ুকোন)।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস