Connect with us

সিনেমা হল

বলিউডের সঙ্গে একইদিনে বাংলাদেশে কারিনা-টাবু-কৃতির ‘ক্রু’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘‘ক্রু’ সিনেমায় (বাঁ থেকে) কৃতি স্যানন, টাবু ও কারিনা কাপুর খান (ছবি: বালাজি মোশন পিকচার্স)

বলিউডের তিন প্রজন্মের তিন অভিনেত্রী টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যানন প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন। ‘ক্রু’ নামের সিনেমায় বিমানসেবিকার ভূমিকায় দেখা যাবে তাদের। এটি ভারতের পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেতে যাচ্ছে। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আজ (২২ মার্চ) সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা দিয়েছে।

নারীকেন্দ্রিক কমেডি সিনেমা ‘ক্রু’ মুক্তি পাচ্ছে আগামী ২৯ মার্চ। এতে আরো অভিনয় করেছেন দিলজিৎ দোশাঞ্জ, কপিল শর্মা ও রাজেশ শর্মা।

‘‘ক্রু’ সিনেমায় (বাঁ থেকে) কৃতি স্যানন, টাবু ও কারিনা কাপুর খান (ছবি: বালাজি মোশন পিকচার্স)

নব্বই দশকের ‘খলনায়ক’ সিনেমায় অলকা ইয়াগনিক ও ইলা অরুণের গাওয়া কালজয়ী গান ‘চোলি কা পিছে’ নতুন আঙ্গিকে ব্যবহার করা হয়েছে ‘ক্রু’তে। মূল দুই গায়িকার গানের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে দিলজিৎ দোশাঞ্জ ও আইপি সিংয়ের কণ্ঠে নতুন কথা। এটি লিখেছেন আইপি সিং। তার সঙ্গে মিলে নতুন সংগীতায়োজন করেছেন অক্ষয় রাহেজা। মূল গানের গীতিকবি আনন্দ বকশী, সুরকার ও সংগীত পরিচালক লক্ষ্মীকান্ত-প্যায়ারেলাল।

‘চোলি’ ছাড়াও ‘ক্রু’ সিনেমার ‘ন্যায়না’ শিরোনামের একটি গান প্রকাশিত হয়েছে। এতে টাবু, কারিনা কাপুর ও কৃতি স্যাননের রূপের জৌলুস দেখা গেছে। তবে শিডিউল মেলানো না যাওয়ায় পৃথকভাবে গানটির শুটিং করেছেন তারা। এতে কণ্ঠ দিয়েছেন দিলজিৎ দোশাঞ্জ ও র‌্যাপার বাদশা।

‘‘ক্রু’ সিনেমার পোস্টারে (বাঁ থেকে) টাবু, কারিনা কাপুর খান ও কৃতি স্যানন (ছবি: বালাজি মোশন পিকচার্স)

গত ১৬ মার্চ ‘ক্রু’ সিনেমার ট্রেলার প্রকাশিত হয়েছে। রাজেশ কৃষ্ণান পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছেন একতা কাপুরের বালাজি মোশন পিকচার্স ও রিয়া কাপুরের অনিল কাপুর ফিল্মস অ্যান্ড কমিউনিকেশন নেটওয়ার্ক।

সিনেমাওয়ালা প্রচ্ছদ