Connect with us

সিনেমা হল

স্টার সিনেপ্লেক্সে সারাবছরের মধ্যে দর্শকরা সবচেয়ে বেশি দেখেছে ‘তুফান’

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘তুফান’ সিনেমায় মিমি চক্রবর্তী ও শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

দেশের অভিজাত মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্স ২০২৪ সালের সালতামামি (বার্ষিক হিসাবনিকাশ) প্রকাশ করেছে। চলতি বছর স্টার সিনেপ্লেক্সে দর্শকরা যত সিনেমা উপভোগ করেছেন সেগুলোর মধ্যে ২৫ শতাংশই দেখেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’।

গতকাল (২৫ ডিসেম্বর) বড়দিনের উৎসবে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, ভাষার দিক দিয়ে ২০২৪ সালে বাংলা সিনেমার দর্শক ছিল সবচেয়ে বেশি। শীর্ষ পাঁচে এরপরে আছে যথাক্রমে ইংরেজি, হিন্দি, জাপানিজ ও স্প্যানিশ সিনেমা।

গত ১৭ জুন ঈদুল আজহায় মুক্তির দিন থেকে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে স্টার সিনেপ্লেক্সের আটটি শাখায় টিকিট বিক্রি, শো সংখ্যা ও আয়ে বেশ এগিয়ে ছিলো রায়হান রাফী পরিচালিত ‘তুফান’। ফলে স্টার সিনেপ্লেক্সে জুন মাসে টিকিট বিক্রিতে হলিউড ও বলিউডকে টেক্কা দিয়ে শীর্ষস্থান দখল করেছে এই সিনেমা। এতে আরো অভিনয় করেছেন কলকাতার মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, মিশা সওদাগর, সালাহউদ্দিন লাভলু, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত প্রমুখ। সিনেমার ‘দুষ্টু কোকিল’, ‘তুফান’, ‘লাগে উরাধুরা’ ও ‘আসবে আমার দিন’ গানগুলো শ্রোতাপ্রিয়তা পেয়েছে।

‘তুফান’ সিনেমায় শাকিব খান (ছবি: আলফা-আই স্টুডিওস)

‘তুফান’ প্রযোজনা করেছেন আলফা-আই স্টুডিওজ লিমিটেডের স্বত্বাধিকারী শাহরিয়ার শাকিল। এর ডিজিটাল পার্টনার চরকি এবং আন্তর্জাতিক পরিবেশক কলকাতার এসভিএফ।

চলতি বছর স্টার সিনেপ্লেক্সে মোট ৮২টি সিনেমা মুক্তি পেয়েছে। এরমধ্যে অ্যাকশনধর্মী সিনেমার দর্শক ছিল সবচেয়ে বেশি। সেরা পাঁচে এরপরে আছে যথাক্রমে সুপারহিরো, কল্পবিজ্ঞান, অ্যানিমেশন ও ভৌতিক/কমেডি সিনেমা।

‘তুফান’ সিনেমায় শাকিব খান ও মিমি চক্রবর্তী (ছবি: আলফা-আই স্টুডিওস)

২০২৪ সালে স্টার সিনেপ্লেক্সের পর্দায় সিনেমা দেখে দর্শকরা ব্যয় করেছেন ১০ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ২৮০ মিনিট! এরমধ্যে ২২ জুন ছিল সবচেয়ে বেশি দর্শক। সেদিন তারা ১৫ লাখ ৬৪ হাজার ৬৮০ মিনিট সিনেমা দেখেছেন। তাদের কাছে চলতি বছর ৭৫ লাখ গ্রাম পপকর্ন বিক্রি করা হয়েছে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ