ওটিটি
আপত্তির পরও হইচইয়ে মুক্তি পেলো ‘বুকের মধ্যে আগুন’

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: হইচই)
ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেলো তানিম রহমান অংশু পরিচালিত ওয়েব সিরিজ ‘বুকের মধ্যে আগুন’। বৃহস্পতিবার (২ মার্চ) দিবাগত রাত থেকে এটি দেখা যাচ্ছে। এর প্রথম মৌসুমের পর্বগুলোর নাম– ফিরে আসার গল্প, বন্ধু নাকি শত্রু, চেনা যখন অচেনা, স্নেহের ছলনা, উত্থান-পতন, প্রণয়ের পালাবদল, পতনের প্রস্তুতি এবং হত্যা নাকি আত্মহত্যা।
হইচই-এর ওয়েবসাইটে সিরিজের গল্পসংক্ষেপে দেওয়া রয়েছে, সাফল্যের চূড়ায় থাকা একজন অভিনেতার চমকে দেওয়া আত্মহত্যার কুড়ি বছর পরে এক ভাইরাল ভিডিওর কারণে ন্যায়ের দাবিতে জনতার মধ্যে আবার আলোড়ন সৃষ্টি হয়। অভিনেতা কি সত্যি আত্মহত্যা করেছিলেন নাকি খ্যাতির উজ্জ্বল আলোর ছায়ায় ঘটেছিল অন্যকিছু? এই রহস্য উদ্ঘাটনের দায়িত্ব এসে পড়ে এএসপি গোলাম মামুনের ওপর।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে জিয়াউল ফারুক অপূর্ব (ছবি: হইচই)
ট্রেলার প্রকাশ কিংবা পূর্ব ঘোষণা ছাড়াই ওয়েব সিরিজটি মুক্তি দিয়েছে হইচই। আজ (৩ মার্চ) সকালে এর ট্রেলার অবমুক্ত হয়েছে। এতে দেখা যায়, নব্বই দশকে সফলতার শীর্ষে অবস্থান করা আরমান রহমান জয়ের স্টাইল ও তাকে কেন্দ্র করে দর্শক-ভক্তদের উন্মাদনা। তার রহস্যজনক মৃত্যু সারা দেশকে স্তব্ধ করে দেয়। তিনি আত্মহত্যা করেছেন বলা হলেও অনেকের বিশ্বাস, এটি হত্যাকাণ্ড। তার মৃত্যুরহস্য উদ্ঘাটনের দায়িত্ব পায় একজন পুলিশ কর্মকর্তা।
ট্রেলার দেখে বোঝা যায়, প্রয়াত চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু রহস্য নিয়ে সাজানো হয়েছে সিরিজটি। তাছাড়া এর নামে সালমান শাহ অভিনীত শেষ সিনেমার নাম ‘বুকের ভেতর আগুন’-এর সাদৃশ্য রয়েছে। সিরিজে সালমান শাহের মা নীলা চৌধুরীর মতো দেখতে একটি নারী চরিত্র আছে। তাকে দেখা যায় জয়ের মায়ের ভূমিকায়।
গত ১৭ ফেব্রুয়ারি হইচইয়ে মুক্তি পাওয়ার কথা ছিলো ‘বুকের মধ্যে আগুন’। কিন্তু সালমান শাহের মৃত্যু রহস্য নিয়ে এই সিরিজ সাজানো হয়েছে এমন দাবি জানিয়ে তার পরিবার আপত্তি তোলায় সিরিজটি পিছিয়ে দেওয়া হয়। যদিও পরিচালক তানিম রহমান অংশু পরিষ্কার জানিয়েছেন, এর সঙ্গে সালমান শাহের কোনো সম্পর্ক নেই।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে তানিয়া আহমেদ (ছবি: হইচই)
গত ৫ ফেব্রুয়ারি সিলেট জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে হইচই’কে আইনি নোটিশ পাঠায় সালমান শাহের পরিবার। তাদের দাবি, সিরিজটির গল্প সালমান শাহকে কেন্দ্র করে ও তাঁর জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে আবর্তিত। তাই ‘বুকের মধ্যে আগুন’ নিষিদ্ধ করতে আইনজীবী ফারুক আহমেদের মাধ্যমে হাইকোর্টে একটি রিট আবেদন করেন প্রয়াত নায়কের মামা আলমগীর কুমকুম। এছাড়া তাঁর মা নীলা চৌধুরী আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন। একইসঙ্গে সিলেট কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে ইয়াশ রোহান ও শাহনাজ সুমি (ছবি: হইচই)
‘বুকের মধ্যে আগুন’ সিরিজে এএসপি গোলাম মামুন চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। তিনি সৎ, সোজাসাপ্টা ও দাম্ভিক প্রকৃতির মানুষ। নব্বই দশকের তারকা জয়ের একজন ভক্ত তিনি। রহস্যটি সমাধানে তার বুকের মধ্যে আগুন জ্বলছে।

‘বুকের মধ্যে আগুন’ সিরিজে তমা মির্জা (ছবি: হইচই)
অপমৃত্যু হওয়া সুপারস্টার জয়ের ভূমিকায় অভিনয় করেছেন ইয়াশ রোহান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, তারিক আনাম খান, তমা মির্জা, আবু হুরায়রা তানভির, শাহনাজ সুমি, দিলরুবা দোয়েল, আইশা খান, তানিয়া আহমেদ, গাজী রাকায়েত ও সৈয়দ নাজমুস সাকিব। এর চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। প্রযোজনায় শাহরিয়ার শাকিল।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস