Connect with us

নাটক

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে মুশফিক আর. ফারহান

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হাসপাতালে মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

অভিনেতা মুশফিক আর. ফারহান এখন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। তাকে প্রেশারজনিত সমস্যার কারণে এইচডিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উৎকণ্ঠা দেখা দিয়েছে। 

একটি সূত্রে জানা যায়, মুশফিক আর. ফারহানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। প্রেশার স্বাভাবিক হলেই তাকে কেবিনে পাঠাবেন চিকিৎসকরা।

হাসপাতালে মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

জানা গেছে, রুবেল আনুশের পরিচালনায় একটি নাটকের শুটিংয়ে ঢাকার বাইরে যেতে গত ৩ জানুয়ারি রাত সাড়ে ৯টার সময় জামা-কাপড় গোছাচ্ছিলেন মুশফিক আর. ফারহান। তখন জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। এ কারণে দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার প্রেশার ৫০/৭০-এ নেমে এসেছিলো। ধারণা করা হচ্ছে, আবহাওয়ার তাপমাত্রা কম থাকার কারণে এমন হতে পারে।

মুশফিক আর. ফারহান (ছবি: ফেসবুক)

গত ১ জানুয়ারি মুক্তি পেয়েছে মুশফিক আর. ফারহানের নতুন নাটক ‘সুইট ফ্যামিলি’। এতে তার সঙ্গে অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া। তৌফিকুল ইসলাম পরিচালিত নাটকটির ভিউ তিন দিনে দাঁড়িয়েছে ৪০ লাখ। এখন ইউটিউব ট্রেন্ডিংয়ে শীর্ষে আছে এটি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ