Connect with us

ছবি ও কথা

হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ শুরু

৮২তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মধ্য দিয়ে হলিউডে পুরস্কার মৌসুম শুরু হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য বেভারলি হিলটন হোটেলে নতুন বছরের প্রথম পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মঞ্চ প্রস্তুত। ১৯৪৪ সাল থেকে আমেরিকাসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র ও টেলিভিশনে সেরাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে জমকালো এই আয়োজনে। আমেরিকান কমেডিয়ান নিকি গ্লেজার প্রথম নারী হিসেবে এককভাবে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস সঞ্চালনা করতে যাচ্ছেন। ছবিতে দেখুন দ্য বেভারলি হিলটন হোটেলে গোল্ডেন গ্লোবসের লালগালিচা সাজানোর বিভিন্ন মুহূর্ত।

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

লালগালিচা খোলায় অংশ নিয়েছেন (বাঁ থেকে) ব্যারি অ্যাডেলম্যান, নিকি গ্লেজার, হেলেন হোনা, গ্লেন ওয়েইস, রিকি কার্শনার।

গোল্ডেন গ্লোবসের লালগালিচায় নিকি গ্লেজার।

গোল্ডেন গ্লোবসের সাজসজ্জা।

গোল্ডেন গ্লোবসে কোন অতিথি কোন আসনে বসবেন সেটি নির্ধারণ করে দিয়েছেন আয়োজকরা।

গোল্ডেন গ্লোবসের মঞ্চ।

গোল্ডেন গ্লোবসের ট্রফি।

৫ জানুয়ারি (বাংলাদেশ সময় ৬ জানুয়ারি সকাল ৭টা) বেভারলি হিলটন হোটেল থেকে সিবিএস-এর মাধ্যমে ১৮৫টির বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে লালগালিচাময় জমকালো অনুষ্ঠানটি। আমেরিকান ওটিটি প্ল্যাটফর্ম প্যারামাউন্ট প্লাস উইথ শোটাইম সাবস্ক্রাইবাররা একই সময় অনুষ্ঠানটি উপভোগ করতে পারবেন যুক্তরাষ্ট্রে। প্যারামাউন্ট প্লাস এসেনসিয়াল সাবস্ক্রাইবাররা এই আয়োজন দেখার সুযোগ পাবেন পরদিন।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ