Connect with us

গান বাজনা

হাসপাতালে সাবিনা ইয়াসমিনের অবস্থার উন্নতি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

সাবিনা ইয়াসমিন (ছবি: ফেসবুক)

দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে আজ (২ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। 

গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ শীর্ষক একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় হঠাৎ মাথায় ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন এই গায়িকা। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাবিনা ইয়াসমিন (ছবি: এইচএসবিসি বাংলাদেশ)

গতকাল (১ ফেব্রুয়ারি) সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। এ কারণে গান গাওয়ার সময় তিনি ভার্টিগোর সমস্যায় পড়েন। তখন মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে না পেরে পড়ে গিয়েছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’

সাবিনা ইয়াসমিন (ছবি: ফেসবুক)

ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন। কিন্তু পরদিন ভোরে আবার অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে নেওয়া হয় তাকে।

দীর্ঘ সময় ক্যান্সারে ভুগেছেন সাবিনা ইয়াসমিন। বিদেশে চিকিৎসা ও রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে গানে ফিরেছেন তিনি।

সিনেমাওয়ালা প্রচ্ছদ