গান বাজনা
হাসপাতালে সাবিনা ইয়াসমিনের অবস্থার উন্নতি

সাবিনা ইয়াসমিন (ছবি: ফেসবুক)
দেশবরেণ্য সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। ফলে আজ (২ ফেব্রুয়ারি) বিকেলে তাকে হাসপাতালের হাই ডিপেনডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তর করে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা।
গত ৩১ জানুয়ারি রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এইচএসবিসি বাংলাদেশ আয়োজিত ‘আমাদের সাবিনা ইয়াসমিন: আমি আছি থাকবো’ শীর্ষক একটি অনুষ্ঠানে গান গাওয়ার সময় হঠাৎ মাথায় ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন এই গায়িকা। দ্রুত তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন তিনি।

সাবিনা ইয়াসমিন (ছবি: এইচএসবিসি বাংলাদেশ)
গতকাল (১ ফেব্রুয়ারি) সংগীতশিল্পী জাহাঙ্গীর সাইদ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সাবিনা আপার ভার্টিগো সমস্যা রয়েছে। এ কারণে গান গাওয়ার সময় তিনি ভার্টিগোর সমস্যায় পড়েন। তখন মাইক্রোফোন স্ট্যান্ড ধরতে গিয়ে ভারসাম্য রাখতে না পেরে পড়ে গিয়েছিলেন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।’

সাবিনা ইয়াসমিন (ছবি: ফেসবুক)
ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই বাসায় ফিরেছিলেন সাবিনা ইয়াসমিন। কিন্তু পরদিন ভোরে আবার অসুস্থ হয়ে পড়ায় ফের হাসপাতালে নেওয়া হয় তাকে।
দীর্ঘ সময় ক্যান্সারে ভুগেছেন সাবিনা ইয়াসমিন। বিদেশে চিকিৎসা ও রেডিওথেরাপি শেষে সুস্থ হয়ে গানে ফিরেছেন তিনি।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক3 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস