ঢালিউড
হিজাবে ঢাকা শাবনূর, একহাতে গোলাপ আর অন্য হাতে পিস্তল

‘রঙ্গনা’র পোস্টারে শাবনূর (ছবি: ফেসবুক)
ঢালিউডের নন্দিত অভিনেত্রী শাবনূর একই পোস্টারে তিন ঢঙে হাজির! একজনের হিজাবে মুখ ঢাকা, চোখ ছলছল। আরেকজন নানান রঙের কয়েকটি গোলাপ ফুল হাতে হাস্যোজ্জ্বল। অন্যজনের হাতে পিস্তল। আজ (৫ জানুয়ারি) ‘রঙ্গনা’ সিনেমার ফার্স্টলুক পোস্টারে এভাবেই ধরা দিলেন তিনি। ভক্তদের মনে কৌতূহল জেগেছে, তাকে কি তিনটি চরিত্রে দেখা যাবে এতে?
একসময়ের তুমুল ব্যস্ত নায়িকা শাবনূর দুই বছর আগে বলেছিলেন, পছন্দসই চিত্রনাট্যের আশায় আছেন তিনি। সেই অপেক্ষা ফুরিয়েছে। ‘রঙ্গনা’র চিত্রনাট্য পছন্দ হওয়ায় সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। এর কাজ করতেই সম্প্রতি ছেলে আইজান নেহানকে নিয়ে দেশে ফিরেছেন নায়িকা।
সব ঠিক থাকলে আগামী মাসের শেষের দিকে ‘রঙ্গনা’র শুটিং শুরু হবে। এখন দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে ফেরার প্রস্তুতি নিচ্ছেন শাবনূর। ঈদে সিনেমাটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

শাবনূর ও আরাফাত হোসাইন (ছবি: ইপ্তি চৌধুরী)
‘রঙ্গনা’র মাধ্যমে প্রথমবার সিনেমা পরিচালনায় নাম লেখাচ্ছেন নবীন নির্মাতা আরাফাত হোসাইন। এর কাহিনি লিখেছেন তিনি নিজেই।
আরাফাত হোসাইন বেশকিছু সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। এছাড়া ছোট পর্দার জন্য বেশকিছু নাটক নির্মাণ করে হাত পাকিয়েছেন। তিনি বলেন, ‘দশের, দেশের এবং আপনার হৃদয়ের রক্তক্ষরণের গল্প বলবে নারীকেন্দ্রিক সিনেমাটি।’

শাবনূর (ছবি: ইপ্তি চৌধুরী)
‘রঙ্গনা’য় শাবনূরের বিপরীতে কে বা কারা থাকছেন, সেই আভাস মেলেনি। সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন তন্ময় মুক্তাদির। এতে থাকছে তিনটি গান। এগুলো লিখেছেন কবির বকুল। এরমধ্যে দুটি গান গাইবেন এবং সুর ও সঙ্গীতায়োজন করবেন ইমরান মাহমুদুল।

শাবনূর (ছবি: ফেসবুক)
ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘পাগল মানুষ’ মুক্তি পায় ২০১৮ সালে। এটি যৌথভাবে পরিচালনা করেন এম এম সরকার ও বদিউল আলম খোকন। একদশক ধরে অস্ট্রেলিয়ায় থাকেন তিনি। পুত্র-পরিবার নিয়ে প্রবাস জীবন কাটছে তার।
এহতেশামের পরিচালনায় ‘চাঁদনী রাতে’র মাধ্যমে ১৯৯৩ সালে বড় পর্দায় অভিষেক হয় শাবনূরের। এরপর টানা দেড় যুগ সিনেমায় অভিনয় করেছেন। দর্শক ও ভক্তদের মধ্যে এখনো তার জনপ্রিয়তা রয়েছে। সবার ভালোবাসায় আপ্লুত হন তিনি। ২০০৫ সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ সিনেমার সুবাদে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেত্রী হন শাবনূর।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস