Connect with us

ওটিটি

হিন্দি সিনেমার ট্রেলারে বাঁধনকে যেমন দেখা গেলো

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

‘খুফিয়া’র দৃশ্যে আজমেরী হক বাঁধন (ছবি: নেটফ্লিক্স)

বাংলাদেশের অভিনেত্রী আজমেরী হক বাঁধনের প্রথম হিন্দি সিনেমা ‘খুফিয়া’র ট্রেলার প্রকাশিত হলো। এতে বেশ কয়েকটি দৃশ্যে তাকে দেখা গেছে। ট্রেলারের সবশেষে তার মুখে সংলাপ রয়েছে। বলিউড অভিনেত্রী টাবুর সামনে বসে তিনি তখন বলেন, ‘আমি জানি আপনি কে। কৃষ্ণা মেহরা। কিন্তু আমাদের জগতে কেএম।’

‘খুফিয়া’য় ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র) অপারেটিভ কৃষ্ণা মেহরা চরিত্রে দেখা যাবে টাবুকে। ফেসবুকে নেটফ্লিক্সের ভেরিফায়েড পেজে ৫১ বছর বয়সী এই তারকার চরিত্রটি প্রসঙ্গে বলা হয়েছে, ‘তিনি নিজেকে সবার আড়ালে রেখেছেন। কিন্তু তার দৃষ্টি থেকে কেউই লুকিয়ে থাকতে পারে না। একটি মিশনে এই নারী সফল নাকি ব্যর্থ হবেন?’

‘খুফিয়া’র দৃশ্যে আজমেরী হক বাঁধন (ছবি: নেটফ্লিক্স)

আজ (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টা ৩০ মিনিটে নেটফ্লিক্সের অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউবে নেটফ্লিক্স ইন্ডিয়া চ্যানেলে ‘খুফিয়া’র ২ মিনিট ৩৯ সেকেন্ডের ট্রেলার অবমুক্ত হয়েছে। এতে আরো তিনটি দৃশ্যে টাবুর সঙ্গে দেখা যায় বাঁধনকে। এরমধ্যে একটিতে টাবুর বলা সংলাপটি হলো, ‘২৪ ঘণ্টা সময় দিচ্ছি, ঢাকায় ফিরে যাও।’

নেটফ্লিক্সে ‘খুফিয়া’ মুক্তি পাবে আগামী ৫ অক্টোবর। চার দিন আগেই একটি ভিডিওর মাধ্যমে এর মুক্তির তারিখ ঘোষণা করে এই স্ট্রিমিং প্ল্যাটফর্ম। ভিডিওতে দেখা যায়, একজন ব্যক্তি বেশ কিছু কাগজ ফটোকপি করছেন। সিসিটিভি ফুটেজে সেই দৃশ্য পরখ করছেন দুই গোয়েন্দা। তাদের একজন টাবু। সবশেষে ফটোকপি যন্ত্র থেকে বেরিয়ে আসা একটি কাগজে ‘খুফিয়া’র নামের ওপরে টপ সিক্রেট এবং নিচে মুক্তির তারিখ উল্লেখ রয়েছে।

ইউটিউবে নেটফ্লিক্স ইন্ডিয়া চ্যানেলে সিনেমাটির মুক্তির তারিখ ঘোষণার ভিডিওর বিবরণে লেখা আছে, ‘যখন কারো সবচেয়ে বড় শত্রু তার সামনে না থেকে পেছনে থাকে তখন প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’

‘খুফিয়া’র দৃশ্যে আজমেরী হক বাঁধন (ছবি: নেটফ্লিক্স)

২০২২ সালের ২৯ আগস্ট ‘খুফিয়া’র প্রথম টিজার অবমুক্ত করে নেটফ্লিক্স। এতে একটি দৃশ্যে অগ্নিশিখার সামনে বাঁধনকে শাড়িতে ঝলমলে লেগেছে। ট্রেলারেও রাখা হয়েছে এটি।

‘খুফিয়া’ পরিচালনা ও প্রযোজনা করেছেন বিশাল ভরদ্বাজ। এর মাধ্যমে ‘মকবুল’ (২০০৩) ও ‘হায়দার’ (২০১৪)-এর পর ৫৮ বছর বয়সী এই নির্মাতার সঙ্গে আবার জোট বেঁধেছেন টাবু। তার মুখেই বাঁধনের অক্টোপাস চরিত্রের বর্ণনা পাওয়া যায়। গত বছরের ২৪ সেপ্টেম্বর প্রকাশিত একটি টিজারে টাবু বলেন, ‘ও যখন হাঁচি দিতো, একসঙ্গে তিনটি দিতো। গলার ঠিক মাঝখানে যেখানে হাড় থাকে সেখানে ওর খুব সুন্দর একটি তিল ছিলো। ওই রকম তিলের মতো আরেকজন ছিলো আমাদের জীবনে। কিন্তু তার সম্পর্কে ধারণা না অক্টোপাসের ছিলো, না আমার।’

‘খুফিয়া’র দৃশ্যে আজমেরী হক বাঁধন ও টাবু (ছবি: নেটফ্লিক্স)

ভারতের সাবেক গোয়েন্দা অমর ভূষণের ‘এসকেপ টু নোহোয়্যার’ গ্রন্থ অবলম্বনে সত্যি ঘটনায় অনুপ্রাণিত গোয়েন্দা থ্রিলার ধাঁচের সিনেমাটি। এর চিত্রনাট্য লিখেছেন বিশাল ভরদ্বাজ ও রোহান নারুলা। প্রেম ও বিশ্বাসঘাতকতার রহস্যময়তা রয়েছে ‘খুফিয়া’র গল্পে। এতে দেখা যাবে, ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা কৃষ্ণা মেহরাকে একটি গুরুত্বপূর্ণ মিশনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি পালন করতে গিয়ে গোয়েন্দা ও প্রেমিকা পরিচয় দুটি সামলাতে হিমশিম খেতে থাকেন তিনি। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন আলি ফজল, ওয়ামিকা গাব্বি ও আশীষ বিদ্যার্থী।

আজমেরী হক বাঁধন

টাবুর সঙ্গে আজমেরী হক বাঁধন (ছবি: ইনস্টাগ্রাম)

কান ফিল্ম ফেস্টিভ্যালের অফিসিয়াল সিলেকশনে জায়গা পাওয়া প্রথম বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’-এর সুবাদে বলিউডের নজরে পড়েন আজমেরী হক বাঁধন। সেই সূত্র ধরেই ‘খুফিয়া’য় তার কাজ করা। এবারই প্রথম বাংলাদেশের কোনো নায়িকাকে নেটফ্লিক্সের হিন্দি সিনেমায় দেখা যাবে। এজন্য তিনি একইসঙ্গে উচ্ছ্বসিত ও রোমাঞ্চিত।

সিনেমাওয়ালা প্রচ্ছদ