শুভেচ্ছা
হিল্লোল-নওশীনের কোলে ফুটফুটে মেয়ে

হিল্লোলের কোলে মাহভিশা আদনান সৈয়দা, পাশে নওশীন (ছবি: ফেসবুক)
প্রথম সন্তানের মুখ দেখলেন আদনান ফারুক হিল্লোল ও নওশীন নাহরিন মৌ। বুধবার (১৩ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে উইনথ্রপ ইউনিভার্সিটি হাসপাতালে স্থানীয় সময় দুপুর ১২টা ৩১ মিনিটে তাদের মেয়ের জন্ম হয়। তার নাম রাখা হয়েছে মাহভিশা আদনান সৈয়দা।
ফেসবুকে ডাইন আউট উইথ আদনান পেজে সুখবরটি শেয়ার করেছেন হিল্লোল। তিনি জানান, মা ও মেয়ে উভয়ে সুস্থ আছে।
নওশীন তার ভেরিফায়েড অ্যাকাউন্টে সুখবরটি দিয়েছেন। তার স্ট্যাটাসের কমেন্টে তারকারা অভিনন্দন জানিয়েছেন। এ তালিকায় উল্লেখযোগ্য অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন, পূর্ণিমা, অপি করিম, দীপা খন্দকার, রুমানা রশিদ ঈশিতা, মোনালিসা, সোহানা সাবা, অভিনেতা চঞ্চল চৌধুরী, শহীদুজ্জামান সেলিম, আনিসুর রহমান মিলন, শতাব্দী ওয়াদুদ, টনি ডায়েসসহ অনেকে।

হিল্লোলের কোলে মাহভিশা আদনান সৈয়দা, পাশে নওশীন (ছবি: ফেসবুক)
হিল্লোল ও নওশীন এখন আমেরিকা প্রবাসী। অভিনয় থেকে দূরে সরে ফুড ব্লগিংয়ে মনোযোগী হিল্লোল। নওশীন দীর্ঘদিন ধরেই অভিনয় ও উপস্থাপনার বাইরে। তিনি বর্তমানে আমেরিকায় একটি মেডিকেল সেন্টারের কর্মী।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস