টালিউড
‘হুব্বা’র টিজারে মোশাররফের নৃশংসতা, প্রেম ও কমেডির ঝলক
‘কুত্তা যদি ঘেউ ঘেউই না করলো, তাহলে কীসের কুত্তা, কী বলিস?’ অভিনেতা মোশাররফ করিমের নতুন সিনেমা ‘হুব্বা’র টিজারের শুরুতেই আছে এই তারকার বলা এমন সংলাপ। এতে ৩৯ সেকেন্ড ধরে তার নৃশংসতা, রসবোধ, বুদ্ধিমত্তা ও প্রেমিক মনের ঝলক দেখা গেছে। টিজারে হুব্বা চরিত্রটির ধারণা দিয়েছেন একজন পুলিশ কর্মকর্তা– ‘সে সাধারণ কোনো গুন্ডা নয়। লোকটা অশিক্ষিত হলেও শহুরে পরিবেশে সব পরিস্থিতি মোকাবিলার অভিজ্ঞতা আছে তার। সে ধুর্ত, তাই পুলিশের সঙ্গে গোপন আঁতাত রাখে।’ গতকাল (১১ আগস্ট) সোশ্যাল মিডিয়া ও স্ট্রিমিং প্ল্যাটফর্মে অবমুক্ত হয়েছে টিজারটি।
পশ্চিমবঙ্গের কুখ্যাত গ্যাংস্টার হুব্বা শ্যামলকে ঘিরে টালিগঞ্জের এই সিনেমার গল্প। হুগলি জেলার অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতার অধিকারী ছিলেন তিনি। তাই ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামে ডাকা হতো তাকে। খুন, জখম, মাদক পাচারসহ বহু অপরাধে জড়িত ছিলেন তিনি। তার বিরুদ্ধে অজস্র মামলা ছিলো। তবে যতবারই তাকে গ্রেফতার করেছে পুলিশ, প্রতিবারই জামিনে ছাড়া পেয়ে যেতেন তিনি। একসময় ভোটে দাঁড়াতে চান হুব্বা। ২০১১ সালে বৈদ্যবাটির খালে তার মৃতদেহ উদ্ধার করা হয়। হুব্বা চরিত্রে মোশাররফ দর্শক মাতাবেন। টিজারে সেই আভাস ভালোই পাওয়া গেলো।
‘হুব্বা’য় পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়া আছেন কলকাতার অনেক অভিনেতা-অভিনেত্রী। হুব্বা ও পুলিশের দ্বৈরথ নিয়ে থ্রিলার-কমেডি ধাঁচের সিনেমাটি পরিচালনা করছেন ব্রাত্য বসু। সুপ্রতিম সরকারের ‘আবার গোয়েন্দাপীঠ’ অবলম্বনে এর চিত্রনাট্য লিখেছেন তিনিই। সংগীত পরিচালনায় প্রবুদ্ধ ব্যানার্জি। এর আগে ‘হুব্বা’র ১১ সেকেন্ডের প্রচারণামূলক ভিডিও প্রকাশিত হয়।
গত বছর কলকাতায় ‘হুব্বা’র শুটিং করেন মোশাররফ করিম। ফ্রেন্ডস কমিউনিকেশনের ব্যানারে এটি প্রযোজনা করেছেন ফিরদাউসুল হাসান ও প্রবাল হালদার।
ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের ‘মহানগর’ ও ‘মহানগর ২’ সিরিজের সুবাদে কলকাতায় মোশাররফ করিমের জনপ্রিয়তা বেড়েছে। আশা করা হচ্ছে, ‘হুব্বা’র ক্ষেত্রে এর ইতিবাচক প্রভাব পড়বে।
ব্রাত্য বসুর পরিচালনায় এর আগে পশ্চিমবঙ্গের ‘ডিকশনারি’ সিনেমায় অভিনয় করেন মোশাররফ করিম। এটি মুক্তি পায় ২০২১ সালের ১২ ফেব্রুয়ারি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস