Connect with us

টেলিভিশন

হুমায়ূন আহমেদের জন্মদিনে মেলা, সিনেমা ও নতুন নাটক

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

হুমায়ূন আহমেদ (জন্ম: ১৩ নভেম্বর, ১৯৪৮, মৃত্যু: ১৯ জুলাই, ২০১২)

নন্দিত কথাশিল্পী ও নির্মাতা হুমায়ূন আহমেদের জন্মদিন আগামীকাল (১৩ নভেম্বর)। এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে চ্যানেল আই। এরমধ্যে রয়েছে তার পরিচালিত সিনেমা, তাকে নিয়ে মেলা এবং গান।

সোমবার সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘সেরাকণ্ঠ’ ও ‘ক্ষুদে গানরাজ’দের অংশগ্রহণে ‘গান দিয়ে শুরু’। বিকেল ৩টা ০৫ মিনিটে চ্যানেল আই চেতনা চত্বর থেকে সরাসরি সম্প্রচার হবে হুমায়ূন মেলা।

‘নয় নম্বর বিপদ সংকেত’ সিনেমার দৃশ্য (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

বিকাল ৫টায় দেখানো হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ও ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সিনেমা ‘নয় নম্বর বিপদ সংকেত’। এতে অভিনয় করেছেন আসাদুজ্জামান নূর, দিতি, তানিয়া আহমেদ, রহমত আলী, জয়ন্ত চট্টোপাধ্যায়, চ্যালেঞ্জার, ফারুক আহমেদ, স্বাধীন খসরু, সোহেল খান, শবনম পারভীন, মাজনুন মিজান।

‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’ নাটকে জুনায়েদ বোগদাদী (ছবি: ইমপ্রেস টেলিফিল্ম)

রাত ৯টা ৩৫ মিনিটে থাকছে নতুন নাটক ‘আমি হুমায়ূন আহমেদ হতে চাই’। এটি লিখেছেন রাজিয়া সুলতানা জেনি, পরিচালনায় সালাহউদ্দিন লাভলু।

সিনেমাওয়ালা প্রচ্ছদ