Connect with us

ঢালিউড

হুমায়ূন আহমেদ ও মান্নাকে ‘ওমর’ উৎসর্গ, দরিদ্রদের জন্য দুই রাজের সেহরি

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ প্রয়াত কথাসাহিত্যিক-নির্মাতা হুমায়ূন আহমেদ ও চিত্রনায়ক-প্রযোজক মান্নাকে উৎসর্গ করা হয়েছে। সিনেমার নতুন দুটি পোস্টারের ওপরের অংশে ডান দিকে এই তথ্য উল্লেখ রয়েছে।

কমলা আবহের একটি পোস্টারে দেখা যাচ্ছে, হুডি মাথায় হেঁটে যাওয়ার ভঙ্গিতে পেছন ফিরে তাকিয়ে আছেন চিত্রনায়ক শরিফুল রাজ। তার দিকে পিস্তুল তাক করে রেখেছেন হাতকড়া পরা অভিনেতা নাসিরউদ্দিন খান। সামনে একটি ওয়াকিটকি। তাদের ঘিরে আছে খোলা দড়ি।

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

পোস্টারটির শেয়ার দেওয়ার ক্ষেত্রে নির্মাতা ও অভিনয়শিল্পীরা গল্পের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্তা ব্যবহার করেছেন। তা হলো, ‘রেস শুরু হয়ে যাওয়ার পর স্টার্টিং লাইনের চেয়ে ফিনিশিং লাইন বেশি ইম্পর্টেন্ট। আর এই রেসের বাজি হলো জীবন। খেলা শুরু হয়ে গেছে। এই রেসের বাজি হলো জীবন।’

আরেকটি পোস্টারে রয়েছে সিনেমাটির সাত অভিনেতার অবয়ব। শরিফুল রাজ ও নাসিরউদ্দিন খান তো আছেনই, এছাড়া আছে শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, এরফান মৃধা শিবলু, আবু হুরায়রা তানভীর ও নাফিস আহমেদের চেহারা।

নির্মাতা ও অভিনয়শিল্পীরা এই পোস্টার শেয়ার দেওয়ার বেলায়ও গল্পের বিষয়বস্তুর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বার্তা ব্যবহার করেছেন। তা হলো, ‘সব মুখোশের আড়ালে থাকে একটা চেহারা, আর চেহারার আড়ালে থাকে প্রকৃত সত্য।’

সেহরি বিতরণ করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

আসন্ন ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে ‘ওমর’। এখন পুরোদমে চলছে প্রচারণা। এর ফাঁকে দরিদ্রদের মাঝে সেহরি বিতরণ করেছেন পরিচালক রাজ ও অভিনেতা রাজ।

কয়েকদিন আগে ‘ওমর’-এর ১ মিনিট ৩৩ সেকেন্ডের এক ঝলক প্রকাশিত হয়েছে। এতে থ্রিলার ও টানটান উত্তেজনায় ভরা গল্পের আভাস পাওয়া গেছে। এরপর আইটেম গান ‘ভাইরাল বেবি’র রিল এসেছে। এতে নেচেছেন ভারতীয় নায়িকা দর্শনা বণিক। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন রোজি সিদ্দিকী, তানজিলা হক মাইশা। সিনেমাটির নাম দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

‘ওমর’ সিনেমার পোস্টার (ছবি: সিনেমাওয়ালা)

‘ওমর’ সিনেমার চিত্রনাট্য লিখেছেন সিদ্দিক আহমেদ। চিত্রগ্রহণ করেছেন রাজু রাজ। শিল্প নির্দেশনায় সামুরাই মারুফ। মাস্টার কমিউনিকেশন্সের ব্যানারে এটি প্রযোজনা করেছেন খোরশেদ আলম।

সিনেমাটির গান গেয়েছেন দিলশাদ নাহার কনা, আরফিন রুমি, ‘নাসেক নাসেক’ তারকা অনিমেষ রায় ও ভারতের ঈশান মিত্র। গানের কথা লিখেছেন জনি হক, সোমেশ্বর অলি ও রাসেল মাহমুদ। সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ এবং ভারতের স্যাভি।

মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ (ছবি: সিনেমাওয়ালা)

‘ওমর’ হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ষষ্ঠ সিনেমা। তার প্রথম সিনেমা ‘প্রজাপতি’ মুক্তি পায় ২০১১ সালে। এরপর তিনি একে একে পরিচালনা করেছেন ‘ছায়া-ছবি’ (২০১২), ‘তারকাঁটা’ (২০১৪), ‘সম্রাট’ (২০১৬) এবং ‘যদি একদিন’ (২০১৯)।

সিনেমাওয়ালা প্রচ্ছদ