Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

হৃতিকের সিনেমার সেই শিশুশিল্পীর বিয়ে ডিসেম্বরে

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানি (ছবি: ইনস্টাগ্রাম)

ভারতের জনপ্রিয় অভিনেত্রী হানসিকা মোতওয়ানি বিয়ের বন্ধনে জড়াতে চলেছেন। চলতি বছরের ডিসেম্বরে জীবনের গুরুত্বপূর্ণ দিনটির জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। জয়পুরের একটি কেল্লায় ধুমধাম করে হবে এই আনুষ্ঠানিকতা। জল্পনা চলছে, অনুষ্ঠানে থাকবে রাজকীয় আমেজ।

উত্তর প্রদেশের নয়ডা ভিত্তিক হিন্দি চ্যানেল ইন্ডিয়া টিভি এক প্রতিবেদনে নিশ্চিত করেছে, ৩১ বছর বয়সী এই তারকার বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে। সংক্ষিপ্ত প্রতিবেদনটিতে বিয়ের ভেন্যুসহ অন্যান্য বিষয় একঝলকে তুলে ধরা হয়।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানি (ছবি: ইনস্টাগ্রাম)

জানা গেছে, ৪৫০ বছরের পুরনো মুন্ডোটা ফোর্ট অ্যান্ড প্যালেসে হানসিকার বিয়ের সানাই বাজবে। এজন্য রাজপ্রাসাদের কক্ষ সাবেকিয়ানার ছোঁয়ায় সাজানোর কাজ পুরোদমে চলছে। সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ জয়পুর নগরীতে অতিথিরা আসার আগেই সাজ সাজ রব থাকবে।

যদিও ডিসেম্বরের কত তারিখ বিয়ে এবং কার সঙ্গে বিয়ে সেসব জানায়নি ইন্ডিয়া টিভি। হানসিকা এখনো বিয়ের খবরে কোনো প্রতিক্রিয়া জানাননি।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানি (ছবি: ইনস্টাগ্রাম)

শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন হানসিকা মোতওয়ানি। ‘শাকা লাকা বুম বুম’, ‘দেশ মে নিকলা হোগা চাঁদ’, ‘কিউকি সাস ভি কাভি বহু থি, ‘শোন পরী’ টিভি সিরিজে নজর কাড়েন তিনি।

হৃতিক রোশন

‘কোই মিল গ্যায়া’ সিনেমায় হৃতিক রোশনের সঙ্গে হানসিকা মোতওয়ানি (ছবি: ফিল্মক্র্যাফট প্রোডাকশন্স)

হৃতিক রোশনের ‘কোই মিল গ্যায়া’ (২০০৩) সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন হানসিকা মোতওয়ানি। এছাড়া টাবু অভিনীত ‘হাওয়া’ (২০০৩), ‘জাগো’ (২০০৪), ‘হাম কৌন হ্যায়’ (২০০৪) এবং ‘আবরা কা ডাবরা’ (২০০৪)।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানি (ছবি: ইনস্টাগ্রাম)

হিন্দি ও কন্নড় সিনেমার চেয়ে তেলুগু, তামিল ও মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে বেশি কাজ করেছেন হানসিকা মোতওয়ানি। ১৫ বছর বয়সে তেলুগু সিনেমা ‘দেসামুদুরু’র (২০০৭) মাধ্যমে নায়িকা হয়ে বড় পর্দায় আসেন তিনি। এর সুবাদে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে (দক্ষিণ) সেরা নবাগতা পুরস্কার ওঠে তার হাতে।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানি (ছবি: ইনস্টাগ্রাম)

অভিনেতা হিসেবে হিমেশ রেশামিয়ার প্রথম হিন্দি সিনেমা ‘আপ কা সুরুর’-এ (২০০৭) নায়িকা ছিলেন হানসিকা মোতওয়ানি। তিনি এর আগে সব হিন্দি সিনেমায় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। হিমেশের বিপরীতে দর্শকদের নজর কাড়েন তিনি।

হানসিকা মোতওয়ানি

হানসিকা মোতওয়ানি (ছবি: ইনস্টাগ্রাম)

২০০৮ সালে মুক্তি পায় হানসিকার সবশেষ হিন্দি সিনেমা ‘মানি হ্যায় তো হানি হ্যায়’। তার ৫০তম সিনেমা ‘মহা’ মুক্তি পেয়েছে গত জুলাইয়ে। তিনি এখন দক্ষিণী কয়েকটি সিনেমার কাজে ব্যস্ত।

সিনেমাওয়ালা প্রচ্ছদ