Connect with us

টেলিভিশন

‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফসলি উঠোন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শাইফ সিরাজ (ছবি: চ্যানেল আই)

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সরকারি বাসভবন গণভবনের ভেতরের জায়গাকে কৃষিকাজে ব্যবহারের উদ্যোগ নিয়েছেন। মাটি ও ফসলের সংস্পর্শে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। নিজের এই দিকটি নিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের পরিচালক, গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজকে প্রামাণ্য প্রতিবেদন সাজানোর সুযোগ দিয়েছেন তিনি। এর শিরোনাম রাখা হয়েছে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফসলি উঠোন: গণভবনে বাংলার মুখ’।

শাইখ সিরাজকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ছোটবেলায় বাবার কাছে কৃষিতে হাতেখড়ি। তিনি আমাদের সব ভাইবোনকে কৃষি অনুশীলনের সুযোগ করে দিতেন। আমাদের দেশের অর্থনীতির ভিত্তিই তো কৃষির ওপর। অন্যদিকে জনসংখ্যাও বেশি। সেটি বিবেচনা করে কৃষির ওপর জোর দিতে হয় সবসময়। আমাদের জমি এতো উর্বর, একটু চেষ্টা করলেই আমরা উৎপাদন আরো বাড়াতে পারি।’

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফসলি উঠোন: গণভবনে বাংলার মুখ’ প্রামাণ্য প্রতিবেদন তৈরির অভিজ্ঞতা প্রসঙ্গে শাইখ সিরাজ বলেন, ‘প্রধানমন্ত্রী গণভবনে বহুমুখী কৃষি উৎপাদনের যে দৃষ্টান্ত গড়েছেন তা দেশের মানুষের জন্য শিক্ষণীয়। তাকে দেখে দেশের মানুষ আরো অনেক আগ্রহী ও উৎসাহিত হবে কৃষিতে। প্রধানমন্ত্রীর এই কৃষিমুখী কর্মযজ্ঞ প্রমাণ করে বঙ্গবন্ধু কন্যার কৃষিপ্রেমই গত ১৫ বছরে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা ও আগামীর স্বপ্নপূরণের সবচেয়ে বড় নিয়ামক। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের বিস্তীর্ণ কৃষিক্ষেত্রটি জনমানুষের সামনে তুলে ধরতে পারার সুযোগ পেয়ে আমি আনন্দিত।’

আগামী ১১ ফেব্রুয়ারি রাত ৯টা ৩০ মিনিটে চ্যানেল আইয়ে ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কৃষি অনুশীলন নিয়ে সাজানো প্রামাণ্য প্রতিবেদনটি দেখা যাবে।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ