গান বাজনা
‘হোক কলরব’ গানের গীতিকবি রাজীব আশরাফ মারা গেছেন
গীতিকবি রাজীব আশরাফ আর নেই। আজ (১ সেপ্টেম্বর) সকালে মারা গেছেন তিনি। অনন্তকালের জন্য নীরব হয়ে গেলেন এই তরুণ প্রাণ।
দীর্ঘদিন ধরে বক্ষব্যাধি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন রাজীব আশরাফ। গতকাল (৩১ আগস্ট) রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। আজ সকালে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রাজীব আশরাফের অকাল মৃত্যুতে সংগীতাঙ্গনে বিরাজ করছে বিষাদ। গায়ক, গায়িকা ও সংগীতশিল্পীদের পাশাপাশি গভীর শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ।
আজ আসরের পর মিরপুর-১২ নান্নু মার্কেট সংলগ্ন বাইতুল এথেরাম মসজিদে রাজীব আশরাফের জানাজা হবে। মিরপুর-১১ নম্বর জান্নাতুল মাওয়া কবরস্থানে মরহুমকে দাফন করা হবে।
সংগীতশিল্পী অর্ণবের বেশ কয়েকটি জনপ্রিয় গান লিখেছেন রাজীব আশরাফ। ‘হোক কলরব’, ‘নাম ছিল না’, ‘প্রকৃত জল’, ‘ঘুম’, ‘ধূসর মেঘ’, ‘রোদ বলেছে হবে’, ‘প্রতিধ্বনি’, ‘একটা মেয়ে’, ‘মন খারাপের একটা বিকেল’সহ বেশ কিছু গান সফল গান উপহার দিয়েছে এই জুটি। রেদওয়ান রনির ‘আইসক্রিম’ সিনেমায় তার লেখা ‘বোকা চাঁদ’ গেয়েছেন অর্ণব।
২০১৪ সালের মাঝামাঝি সময়ে ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীর শ্লীলতাহানির ঘটনা তদন্ত নিয়ে বিক্ষোভ করা শিক্ষার্থীদের ওপর লাঠি চালায় পুলিশ। এর প্রতিবাদে ‘হোক কলরব’ স্লোগান তুলে আন্দোলনে শামিল হয় বিশ্ববিদ্যালয়টির ছাত্রছাত্রীরা। সেই আন্দোলন গোটা ভারতের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়ে। রাজীব আশরাফের গানের কথায় অনুপ্রাণিত হয়ে শিক্ষার্থীরা সেই কর্মসূচির নাম রাখেন ‘হোক কলরব’।
রাজীব আশরাফের লেখা ‘ধরেছি রহস্যাবৃত মহাকাল’ কাব্যগ্রন্থের প্রচ্ছদ এঁকেছেন অর্ণব। তিনি সংগীতশিল্পীর পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও পরিচিত।
মুঠোফোন প্রতিষ্ঠান এয়ারটেল প্রযোজিত বেশিরভাগ টেলিছবিতে গান লিখেছেন রাজীব আশরাফ। সেগুলো হলো ‘জলকণা উড়ে যায়’ (ভালোবাসি তাই), ‘ভালোবাসি তাই ভালোবেসে যাই’ (ভালোবাসি তাই ভালোবেসে যাই), ‘এই আমার শহর’ (অ্যাট-এইটিন অলটাইম দৌড়ের ওপর), ‘যাযাবর পাখনা’ (মাংকি বিজনেস), ‘এই যাত্রার শেষ কোথায় অজানা’ (ইউ-টার্ন) প্রভৃতি।
এছাড়া আরাফাত মহসিন পরিচালিত ‘জোনাক পোকা’ টেলিছবিতে ‘নিঝুম রাতের তারা’, আদনান আল রাজীবের ‘মিডেল ক্লাস সেন্টিমেন্ট’ নাটকে ‘প্রহর’, ওল্ড স্কুলের মোবাশ্বের চৌধুরীর সুর-সংগীতে তারিনের কণ্ঠে ‘কালো মখমল’ নাটকের গান রাজীব আশরাফের লেখা। এর আগে হাবিবের সুর-সংগীতে চ্যানেল ওয়ানের থিম সং ‘সম্ভাবনার দুয়ার’সহ বাংলালিংক, মোজো, সেভেন আপসহ কয়েকটি বিজ্ঞাপনচিত্রের জিঙ্গেল লিখেছেন তিনি।
গান লেখার পাশাপাশি রাজীব আশরাফ বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। বাংলাদেশ গেমসের জন্য বানিয়েছেন তথ্যচিত্র। শুধু লেখা বা নির্মাণই নয়, রাজীব আশরাফ অভিনয় করেছেন নাটক-টেলিফিল্মে। এর মধ্যে আছে আশুতোষ সুজনের ‘টিনের তলোয়ার’, অমিতাভ রেজার রচনা ও আবিদ মল্লিক পরিচালিত ‘কিশোর ছবি আঁকতে পারে’, মনোয়ার কবিরের রচনা ও অনিমেষ আইচের ‘হলুদ’, নূরুল আলম আতিকের ‘মজিদের টেলিভিশন’, অমিতাভ রেজার পরিচালনায় ‘একটা ফোন করা যাবে প্লিজ’ প্রভৃতি।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস