ঢালিউড
‘গেরিলা’র দীর্ঘ সময় পর আবার মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় জয়া
‘গেরিলা’ মুক্তির ১৩ বছরের বেশি সময় পর আবারও মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমায় দর্শকদের সামনে হাজির হলেন অভিনেত্রী জয়া আহসান। এর নাম ‘নকশীকাঁথার জমিন’। আজ (২৭ ডিসেম্বর) বড় পর্দায় মুক্তি পেয়েছে এটি।
জানা গেছে, ছয়টি সিনেমাহলে চলছে ‘নকশীকাঁথার জমিন’। এরমধ্যে রয়েছে স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি (পান্থপথ), সীমান্ত সম্ভার (ধানমন্ডি), সনি স্কয়ার (মিরপুর) ও বালি আর্কেড (চট্টগ্রাম) শাখা। এছাড়া এটি দেখা যাচ্ছে যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস ও কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে। আগামী বছরের ৩ জানুয়ারি এই তালিকায় যুক্ত হবে নারায়ণগঞ্জের সিনেস্কোপ।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘বিধবাদের কথা’ অবলম্বনে মুক্তিযুদ্ধে সব হারানো দুই বোন রাহেলা ও সালেহার জীবনের আখ্যানে সাজানো হয়েছে আকরাম খান পরিচালিত ‘নকশীকাঁথার জমিন’। একটি গ্রামের গল্পকে কাব্যিকভাবে তুলে ধরা হয়েছে এতে। যুদ্ধে সব হারানো দুই বোন কীভাবে যুদ্ধ-পরবর্তী দেশকে দেখে, রাষ্ট্র বা সমাজ নিয়ে চিন্তা করে, সেসবই এই সিনেমার উপজীব্য।
সিনেমাটিতে রাহেলা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। সালেহার ভূমিকায় আছেন ফারিয়া শামস সেঁওতি। দুই ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন ইরেশ যাকের ও রওনক হাসান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে আছেন যমজ ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
ভারতের বেঙ্গালুরু ফিল্ম ফেস্টিভ্যালে এশিয়ান কম্পিটিশন শাখায় ১৪টি সিনেমার সঙ্গে প্রতিযোগিতায় ‘ভিরাটাপুরা ভিরাগি’র সঙ্গে যৌথভাবে তৃতীয় হয়েছে ‘নকশীকাঁথার জমিন’। এছাড়া ৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) আইসিএফটি-ইউনেস্কো গান্ধী মেডেলের জন্য মনোনীত হয় ‘নকশীকাঁথার জমিন’। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটি গত বছর বিনা কর্তনে সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়।
‘নকশীকাঁথার জমিন’ হলো চলতি বছর দেশের সিনেমাহলে মুক্তি পাওয়া জয়ার দ্বিতীয় সিনেমা। গত ফেব্রুয়ারিতে বড় পর্দায় এসেছে তার অভিনীত ‘পেয়ারার সুবাস’। নয় মাস পর আবার বাংলাদেশের দর্শকরা তার নতুন কাজ দেখছেন।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস