নাটক
১৫ বছর পর ফিরছে ‘চিরকুমার সংঘ’

‘চিরকুমার সংঘ (সংস্করণ-২০২২)’ নাটকে সামিরা খান মাহি ও হাসান মাসুদ (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
‘চিরকুমার সংঘ’ ছিল পরিচালক হিসেবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজের দ্বিতীয় নাটক। দীর্ঘ ১৫ বছর পর ফের এটি নির্মাণ করলেন তিনি। তবে এবারেরটি হলো সংস্করণ-২০২২।
একটি কলোনির কয়েকজন তরুণের মজার কাণ্ড নিয়ে সাজানো হয় নাটকটি। প্রকাশ্যে প্রেম ও বিয়েবিরোধী হলেও তারা সবাই লুকিয়ে মেয়েদের মন জয়ের চেষ্টা করে। এবারের গল্পেও তেমন কয়েকটি চরিত্র দেখা যাবে।
‘চিরকুমার সংঘ’র অভিনয়শিল্পীদের মধ্যে এবারের নাটকে আছেন হাসান মাসুদ, কচি খন্দকার, সিদ্দিকুর রহমান ও সোহেল খান। তাদের সঙ্গে যুক্ত হয়েছেন সামিরা খান মাহি, জামিল হোসাইন ও তানজিম হাসান অনিক।

(বাঁ থেকে) তানজিম হাসান অনিক, কচি খন্দকার, সিদ্দিকুর রহমান, জামিল হোসাইন ও বাপ্পি (ছবি: কাজী সাজ্জাদ/সিনেমাওয়ালা)
মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনা ও পরিচালনায় কুমিল্লায় নাটকটির শুটিং হয়েছে। এতে একটি নতুন র্যাপ গান থাকছে। এটি গেয়েছেন র্যাপস্টা দাদু। তার সঙ্গে যৌথভাবে গানটি লিখেছেন জনি হক।ৃ সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।
ভাইসব প্রোডাকশন প্রযোজিত ‘চিরকুমার সংঘ (সংস্করণ-২০২২)’ ঈদুল আজহায় বাংলাভিশন ও সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে দেখা যাবে।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস