ছবিঘর
১৯০টি সিল্কের গোলাপ জড়ানো নায়িকা
২৯তম স্ক্রিন অ্যাক্টরস গিল্ড (এসএজি) অ্যাওয়ার্ডসের লালগালিচায় দ্যুতি ছড়িয়েছেন হলিউড অভিনেত্রীরা। রবিবার (বাংলাদেশ সময় ২৭ ফেব্রুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ছিলো এই আয়োজন। চলুন দেখি কে কী পরে নজর কেড়েছেন।

আমেরিকান অভিনেত্রী জেন্ডায়া পরেছিলেন ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান ভ্যালেন্টিনোর কাঁধখোলা গাউন। এতে রয়েছে হাতের কাজ করা ১৯০টি সিল্কের গোলাপ।

ব্রিটিশ অভিনেত্রী এমিলি ব্লান্টের পোশাকটি বানিয়েছে প্রয়াত ডমিনিকান-আমেরিকান ফ্যাশন ডিজাইনার অস্কার ডি লা রেন্টার প্রতিষ্ঠান। লাল রঙা গাউনটিতে রয়েছে বাহারি ফুলের নকশা।

এমিলি ব্লান্ট

অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট কালোতে আলো ছড়িয়েছেন।

নেটফ্লিক্সের ‘ওয়েডনেসডে’ সিরিজের তারকা জেনা ওর্তেগা পরেছেন ইতালিয়ান প্রতিষ্ঠান ভেরসাচির ১৯৯৪ সালে বানানো একটি লেদার ও সিল্কের গাউন।

মালয়েশিয়ান অভিনেত্রী মিশেল ইয়ো সোনালি সিকুইনের ঝালর সংবলিত কালো সিল্কের পোশাক পরেছেন। এটি বানিয়েছে প্রয়াত ইতালিয়ান ফ্যাশন ডিজাইনার এলসা স্কিয়াপারেল্লির প্রতিষ্ঠান। তার হাতে-কানে ছিল লন্ডনের মুসায়েফ জুয়েলার্সের অলঙ্কার।

মিশেল ইয়ো

আমেরিকান অভিনেত্রী আমান্ডা সেফ্রিড পরেছেন ইতালিয়ান প্রতিষ্ঠান প্রাডার সবুজ গাউন। এর পেছনের চারকোনা অংশটি লক্ষণীয়।

আমেরিকান অভিনেত্রী আরিয়ানা ডিবোসের টকটকে গোলাপি জ্যাকেট স্যুট ডিজাইন করেছেন প্রবাল গুরুং। তার পায়ে ছিলো জিমি চু ব্র্যান্ডের জুতা।

আরিয়ানা ডিবোজ

‘এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স’ সিনেমার অভিনেত্রী স্টেফানি সু পরেছেন ভেনেজুয়েলার ফ্যাশন ডিজাইনার ক্যারোলিনা হেরেরার চেইনের পোশাক।

আমেরিকান অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেটের হলুদ রঙা সূক্ষ্ম সিল্কের মারমেইড স্কার্টে কুঁচি কুঁচি হাতা। এটি ডিজাইন করেছেন ইতালির জিয়ামবাতিস্তা ভাল্লি।

অ্যাঞ্জেলা ব্যাসেট

আমেরিকান অভিনেত্রী ড্যানিয়েলা ডেডওয়াইলার পরেছেন ফরাসি ফ্যাশন প্রতিষ্ঠান লুই ভুটনের হাতে কাজ করা সাদা-গোলাপি গাউন।

আমেরিকান অভিনেত্রী মিশেল উইলিয়ামসের চমৎকার পোশাকটি ডিজাইন করেছে ফরাসি ফ্যাশন প্রতিষ্ঠান ডিওর।

আমেরিকান অভিনেত্রী অব্রি প্লাজা পরেছেন স্বদেশি ফ্যাশন ডিজাইনার মাইকেল করসের সিকুইনের পোশাক।

ব্রিটিশ মডেল কারা ডেলেভিনের পোশাকটির ডিজাইনার ভেনেজুয়েলার ক্যারোলিনা হেরেরা। এছাড়া তিনি পরেছেন ব্রিটিশ প্রতিষ্ঠান ডি বিয়ারসের অলঙ্কার এবং ইতালির ক্যাসাডেই ব্র্যান্ডের জুতা।

আমেরিকান অভিনেত্রী ক্যাথরিন নিউটনের নজরকাড়া পোশাকটি ভেনেজুয়েলার ক্যারোলিনা হেরেরার ডিজাইন করা।

ইতালিয়ান ফ্যাশন প্রতিষ্ঠান গুচির চোখধাঁধানো মেটালিক গাউনে আমেরিকান অভিনেত্রী জুলিয়া গারনার।

‘ওজার্ক’ এবং ‘ইনভেন্টিং আনা’ সিরিজের জন্য মনোনয়ন পেয়েছেন জুলিয়া গারনার।

কিউবান আমেরিকান অভিনেত্রী আনা ডি আরমাস ‘ব্লন্ড’ সিনেমায় মেরিলিন মনরোর ভূমিকায় অভিনয়ের জন্য মনোনয়ন পেয়েছেন।

ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় পরেছেন ইতালিয়ান প্রতিষ্ঠান প্রাডার ডিজাইন করা বড় গলার গাউন।

আমেরিকান অভিনেত্রী জেমি লি কার্টিস লাল রঙের মেঝে ছোঁয়া ও বড় গলার গাউন পরেছেন। এটি ডিজাইন করেছে রোমোনা কেভেজা।

আমেরিকান অভিনেত্রী রুনি মারা।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস