ওটিটি
২০২৩ সালের আলোচিত ৫ ওয়েব ফিল্ম
দেশীয় ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মাতারা এখন নিয়মিত ফিল্ম তৈরি করছেন। ২০২৩ সালে তেমন কিছু ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে চরকি, দীপ্ত প্লে, বিঞ্জ, বঙ্গ, আইস্ক্রিন এবং বায়োস্কোপে। এর মধ্যে বেশি আলোচিত হয়েছে পাঁচটি ওয়েব ফিল্ম।

‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’র দৃশ্যে মোস্তফা সরয়ার ফারুকী ও নুসরাত ইমরোজ তিশা (ছবি: চরকি)
আলোচিত ৫ ওয়েব ফিল্ম
১. সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি
ওটিটি প্ল্যাটফর্ম চরকির ‘মিনিস্ট্রি অব লাভ’ প্রকল্পের প্রথম সিনেমা হিসেবে মুক্তি পেয়েছে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। এর মাধ্যমে অভিনেতা পরিচয়ে তার এবং গল্পকার হিসেবে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার অভিষেক হয়েছে। সিনেমাটিতে তারা অভিনয় করেছেন দম্পতির ভূমিকায়। ফিল্মের বিষয়বস্তু এবং ক্যামেরার পেছনে ও সামনে তাদের কাজ দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। এতে আরো অভিনয় করেছেন ডিপজল, ইরেশ যাকের, শরাফ আহমেদ জীবন, ডলি জহুর, রিফাত চৌধুরী, দীপক সুমন ও সংযুক্তা সাহা।

‘ঊনিশ২০’ ফিল্মে আরিফিন শুভ ও আফসান আরা বিন্দু (ছবি: চরকি)
২. ঊনিশ ২০
চরকিতে মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘ঊনিশ২০’ দর্শকপ্রিয়তা পেয়েছে। এর মাধ্যমে প্রায় আট বছর পর পর্দায় ফিরেছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০০৬’ প্রতিযোগিতার প্রথম রানারআপ আফসান আরা বিন্দু। এতে তিনি অনেক বছর পর আরিফিন শুভর সঙ্গে কারেছেন। ‘সম্পর্ক নয়, কিছু প্রেম বিচ্ছেদে জন্মায়’ ট্যাগলাইন নিয়ে সাজানো হয়েছে এটি। বিশেষ চরিত্রে দেখা গেছে ইন্তখাব দিনার ও তানিয়া আহমেদকে। এতে আরো অভিনয় করেছেন হাসান মাসুদ, ওয়াহিদা মল্লিক জলি ও এরফান মৃধা শিবলু।

‘পুনর্মিলনে’ ফিল্মের দৃশ্যে সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ (ছবি: চরকি)
৩. পুনর্মিলনে
চরকিতে মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের আরেক আলোচিত ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। এর মাধ্যমে প্রথমবার একসঙ্গে অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও তাসনিয়া ফারিণ। কাজিনদের সম্পর্কের নানান মাত্রা, হাসি-আনন্দ, অভিমান, টানাপোড়েন, সংশয় ও দ্বন্দ্বের গল্প নিয়ে সাজানো হয়েছে এটি। এতে আরো আছেন শাশ্বত দত্ত, নূর ইমরান মিঠু, তাজনূভা জাবীন, নওবা তাহিয়া, মানস বন্দ্যোপাধ্যায় ও গোলাম ফরিদা ছন্দা।

‘ফ্রাইডে’ ওয়েব ফিল্মের অভিনয়শিল্পীরা (ছবি: বিঞ্জ)
৪. ফ্রাইডে
ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে রায়হান রাফী পরিচালিত ‘ফ্রাইডে’ ব্যাপক আলোচিত হয়েছে। ঢাকার কদমতলীতে একটি মেয়ের হাতে বাবা, মা ও বোন খুন হওয়ার রোমহর্ষক সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত এই ওয়েব ফিল্মে অভিনয় করেছেন তমা মির্জা, নাসিরউদ্দিন খান, ফারজানা ছবি, মোহাম্মদ বারী, নীলাঞ্জনা নীল, মনির আহমেদ শাকিল ও বিশেষ চরিত্রে শাহরিয়ার নাজিম জয়।

‘নিকষ’ ওয়েব ফিল্মে তাসনিয়া ফারিণ (ছবি: দীপ্ত টিভি)
৫. নিকষ
দীপ্ত টেলিভিশনের ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লেতে রুবেল হাসান পরিচালিত ‘নিকষ’ দর্শকপ্রিয়তা পেয়েছে। অভিনেত্রী তাসনিয়া ফারিণ এই ওয়েব ফিল্মের জন্য ব্যতিক্রম প্রচারণায় অংশ নেন। ফেসবুক লাইভে এসে তিনি জানান, তার ছোট বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না! এ ঘটনাকে অনেকে সত্যি ভেবে ধরে নিয়েছিলেন। পরে ফারিণ ভুল ভাঙান সবার।

‘পাতালঘর’ সিনেমার দৃশ্যে নুসরাত ফারিয়া (ছবি: চরকি)
অন্যান্য ওয়েব ফিল্ম
- রক্তজবা (পরিচালক: নিয়ামুল মুক্তা, অভিনয়ে নুসরাত ইমরোজ তিশা ও শরিফুল রাজ; ওটিটি প্ল্যাটফর্ম: আইস্ক্রিন)
- বাবা সামওয়ান’স ফলোয়িং মি (পরিচালক: শিহাব শাহীন, অভিনয়ে তাসনিয়া ফারিণ, ইরফান সাজ্জাদ, সোহেল মণ্ডল, শহীদুজ্জামান সেলিম; ওটিটি প্ল্যাটফর্ম: বিঞ্জ)
- কুহেলিকা (পরিচালক: সামিউর রহমান, অভিনয়ে ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা, সাফা কবির; ওটিটি প্ল্যাটফর্ম: বিঞ্জ)
- নীল জলের কাব্য (পরিচালক: শিহাব শাহীন, অভিনয়ে আফরান নিশো ও মেহজাবীন চৌধুরী, ওটিটি প্ল্যাটফর্ম: আইস্ক্রিন)
- পাফ ড্যাডি (পরিচালক: মুশফিকুর রহমান মঞ্জু ও শহিদ উন নবী, অভিনয়ে পরীমণি, সজল নূর, আজাদ আবুল কালাম; ওটিটি প্ল্যাটফর্ম: বঙ্গ)
- পাতালঘর (পরিচালক: নূর ইমরান মিঠু, অভিনয়ে নুসরাত ফারিয়া, আফসানা মিমি; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
- আন্তঃনগর (পরিচালক: গৌতম কৈরী, অভিনয়ে শ্যামল মাওলা, রুনা খান, সোহেল মণ্ডল, শবনম ফারিয়া, প্রান্তর দস্তিদার, নিদ্রা নেহা; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
- জাহান (পরিচালক: আতিক জামান, অভিনয়ে নাজিয়া হক অর্ষা ও মোস্তাফিজুর নূর ইমরান; ওটিটি প্ল্যাটফর্ম: চরকি)
- অগ্নিপুরুষ (পরিচালক: আবু হায়াত মাহমুদ, অভিনয়ে সোহেল মণ্ডল ও সুনেরাহ বিনতে কামাল; ওটিটি প্ল্যাটফর্ম: দীপ্ত প্লে)
- পরি (পরিচালক: মাহমুদুর রহমান হিমি, অভিনয়ে ফারহান আহমেদ জোভান ও পূজা চেরি; ওটিটি প্ল্যাটফর্ম: দীপ্ত প্লে)
- অপলাপ (পরিচালক: মোহাম্মদ আলী মুন্না, অভিনয়ে নিপুণ, জিয়াউল রোশান, ইমতিয়াজ বর্ষণ; ওটিটি প্ল্যাটফর্ম: দীপ্ত প্লে)
- শহরে অনেক রোদ (পরিচালক: মিজানুর রহমান আরিয়ান, অভিনয়ে খায়রুল বাসার ও সাবিলা নূর; ওটিটি প্ল্যাটফর্ম: দীপ্ত প্লে)
- কাবাডি (পরিচালক: রুবায়েত মাহমুদ, অভিনয়ে ডিপজল, মিশা সওদাগর, সাইদ জামান শাওন, খায়রুল বাসার, সাদিয়া আয়মান; ওটিটি প্ল্যাটফর্ম: বায়োস্কোপ)
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস