ফিল্ম ফেস্টিভ্যাল
২০২৪ সালের কান ফিল্ম ফেস্টিভ্যালের তারিখ চূড়ান্ত

কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় তারকাদের সামনে দেখা যায় আলোকচিত্রীদের ভিড় (ছবি: টুইটার)
কান ফিল্ম ফেস্টিভ্যালের ৭৭তম আসরের তারিখ চূড়ান্ত হলো। ২০২৪ সালের ১৪ মে এর পর্দা উঠবে। উৎসবটি চলবে ২৫ মে পর্যন্ত। দক্ষিণ ফ্রান্সে ভূমধ্যসাগরের তীরে পালে দে ফেস্টিভ্যাল ভবন জুড়ে থাকবে উৎসবটির নানান আয়োজন। এরমধ্যে অন্যতম আকর্ষণ লালগালিচা।
গত ১৬ মে থেকে ২৭ মে পর্যন্ত অনুষ্ঠিত হয় ৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যাল। এতে স্বর্ণপাম জিতেছে ফ্রান্সের জাস্টিন ত্রিয়েত পরিচালিত ‘অ্যানাটমি অব অ্যা ফল’। তিনি স্বর্ণপাম জয়ী তৃতীয় নারী। কানের ইতিহাসে এর আগে নারীদের মধ্যে নিউজিল্যান্ডের জেন ক্যাম্পিয়ন ১৯৯৩ সালে ‘দ্য পিয়ানো’ এবং ফ্রান্সের জুলিয়া দুকুরনো ২০২১ সালে ‘তিতান’ সিনেমার মাধ্যমে স্বর্ণপাম জয় করেন।
৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালের দ্বিতীয় সর্বোচ্চ পুরস্কার জিতেছে যুক্তরাজ্যের জনাথন গ্লেজার পরিচালিত ‘দ্য জোন অব ইন্টারেস্ট’। জুরি প্রাইজ পেয়েছে আকি কাউরিসমাকির ‘ফলেন লিভস’। ফরাসি-ভিয়েতনামিজ নির্মাতা ট্র্যান আন হাং ‘দ্য পত-অঁ-ফু’ সিনেমার সুবাদে সেরা পরিচালক হয়েছেন।

কান ফিল্ম ফেস্টিভ্যালের লালগালিচায় তারকাদের সামনে দেখা যায় আলোকচিত্রীদের ভিড় (ছবি: টুইটার)
গেলো আসরে মূল প্রতিযোগিতা শাখায় জুরি সভাপতি ছিলেন দুইবারের স্বর্ণপাম জয়ী সুইডেনের রুবেন অস্টলান্ড। তার পরিচালিত ‘দ্য স্কয়ার’ (২০১৭) ও ‘ট্রায়াঙ্গেল অব স্যাডনেস’ (২০২৩) এই স্বীকৃতি পায়।

কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রাণকেন্দ্র পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের (ছবি: টুইটার)
৭৬তম কান ফিল্ম ফেস্টিভ্যালে প্রতিযোগিতার বাইরে আলোচিত সিনেমার মধ্যে ছিলো মার্টিন স্করসেসির ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’, জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’, টড হেইন্সের ‘মে ডিসেম্বর’, ওয়েস অ্যান্ডারসনের ‘অ্যাস্টেরয়েড সিটি’, ডিজনির ‘ইন্ডিয়ানা জোন্স অ্যান্ড দ্য ডায়ার অব ডেস্টিনি’, পেদ্রো আলমোদোভারের শর্টফিল্ম ‘স্ট্রেঞ্জ ওয়ে অব লাইফ’, পিক্সার অ্যানিমেশন স্টুডিওসের ‘এলেমেন্টাল’। গেলো আসরের মধ্য দিয়ে কান উৎসবের নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন ওয়ার্নার ব্রাদার্স ইউরোপ শাখার সাবেক প্রধান ইরিস নোব্লোক।
-
ছবিঘর2 years ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড2 years ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা2 years ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড3 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস