ওয়ার্ল্ড সিনেমা
২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী, পুরস্কার জিতলো যেসব সিনেমা
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ২২তম আসরের পর্দা নামলো। আজ (২৮ জানুয়ারি) উৎসবে পুরস্কার বিতরণ করা হয়েছে। দর্শকভোটে সেরা সিনেমা নির্বাচিত হয়েছে শ্যাম বেনেগাল পরিচালিত ‘মুজিব: একটি জাতির রূপকার’। সেরা শিশুতোষ সিনেমা হিসেবে বাদল রহমান পুরস্কার পেয়েছে ভারতের বিপুল শর্মা পরিচালিত ‘প্রভাস’।
উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামালের সঞ্চালনায় বিভিন্ন শাখায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ইরানের প্রখ্যাত নির্মাতা মাজিদ মাজিদি, ভারতীয় অভিনেত্রী শর্মিলা ঠাকুরসহ বিভিন্ন দেশ থেকে আসা জুরি ও অতিথিরা। অনুষ্ঠানে আরও ছিলেন জাতীয় জাদুঘরের পরিচালক মো. কামরুজ্জামান, এফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন।
সমাপনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল আমাদের দেশীয় সিনেমার বিকাশে সহায়তা করছে। একইসঙ্গে সকল ধরনের গোঁড়ামি, মৌলবাদী তৎপরতা ও উগ্রপন্থী কার্যকলাপ প্রতিরোধে অবদান রাখছে। উৎসবটি সমাজের প্রতিটি ক্ষেত্রে অবদান রাখতে সক্ষম।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীতে এই উৎসব আয়োজনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানান সংসদ সদস্য মো. শাহরিয়ার আলম। তিনি উৎসবের প্রধান পৃষ্ঠপোষক। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘রেইনবো ফিল্ম সোসাইটি দীর্ঘ সময় ধরে এই উৎসব আয়োজন করে আসছে। আরো একবার সফলতার সঙ্গে তারা এই আয়োজন করলো। এমন সফল আয়োজন দেখে আনন্দ হয়েছে। আমি এর অংশ হতে পেরে গর্ববোধ করছি।’
সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেছে লাবিক কামাল গৌরবের ব্যান্ড ‘এলকেজি কোয়ার্ট্রেট’। গিটারে ছিলেন অনিক আহনাফ খান, বেজ ও ভোকালে আদনান রুশদি।
রেইনবো ফিল্ম সোসাইটির আয়োজনে গত ২০ জানুয়ারি শুরু হয় ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল।
২২তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের বিজয়ী তালিকা
অডিয়েন্স অ্যাওয়ার্ড
মুজিব: একটি জাতির রূপকার (বাংলাদেশ, ভারত)
স্পেশাল অডিয়েন্স অ্যাওয়ার্ড
বিজয়ার পরে (অভিজিৎ শ্রী দাস, ভারত)
চিলড্রেন ফিল্মস সেশন
সেরা শিশুতোষ সিনেমা (বাদল রহমান অ্যাওয়ার্ড)
প্রভাস-প্রভাস দ্য ট্যুর (বিপুল শর্মা, ভারত)
এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা শাখা
সেরা সিনেমা
দ্য কর্ড অব লাইফ (চাও সিশোয়, চীন)
স্পেশাল জুরি মেনশন (সিনেমা)
হ্যাপিনেস (আসকার উজাবায়েভ, কাজাখস্তান)
সেরা অভিনেতা
অঞ্জন দত্ত (চালচিত্র এখন, ভারত)
সেরা অভিনেত্রী
বাদেমা (দ্য কর্ড অব লাইফ)
স্পেশাল জুরি মেনশন (অভিনেত্রী)
আফরিন খানম (মাইটি আফরিন-ইন দ্য টাইম অব ফ্লাডস, বাংলাদেশ)
সেরা পরিচালক
জগত মানুবার্না (হুইসপারিং মাউন্টেনস, শ্রীলঙ্কা)
সেরা চিত্রনাট্য
ফরচুন (মুহিদ্দিন মুজাফফর, তাজিকিস্তান)
সেরা চিত্রগ্রহণ
মাইটি আফরিন-ইন দ্য টাইম অব ফ্লাডস (অ্যাঞ্জেলোস র্যালিস; (বাংলাদেশ, ফ্রান্স ও গ্রিস)
স্পিরিচ্যুয়াল ফিল্ম শাখা
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা
দেয়ার অ্যান্ড ব্যাক (ওলেগ আসাদুলিন, রাশিয়া)
সেরা প্রামাণ্যচিত্র
কুনানফিন্দা: দ্য ল্যান্ড অব ডেথ (হ্যানসেল লেইভা ফানেগো, কিউবা)
স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড
ছুরত (গোলাম রাব্বানী, বাংলাদেশ)
নারী নির্মাতা শাখা
সেরা পূর্ণদৈর্ঘ্য সিনেমা
জাঙ্কস অ্যান্ড ডলস (মানিজে হেকমত, ইরান)
সেরা প্রামাণ্যচিত্র
পাসাং: ইন দ্য শ্যাডো অব এভারেস্ট (ন্যান্সি সেন্ডসেন, যুক্তরাষ্ট্র)
সেরা পরিচালক
গিয়োংমু নো (হাউ টু গেট ইউর ম্যান প্রেগন্যান্ট, দক্ষিণ কোরিয়া)
স্পেশাল মেনশন
মুক্তি (চৈতালী সমাদ্দার, বাংলাদেশ)
বাংলাদেশ প্যানোরামা: পূর্ণদৈর্ঘ্য শাখা
ফিপরেসি অ্যাওয়ার্ড
সাবিত্রী (পান্থ প্রসাদ)
বাংলাদেশ প্যানোরামা: ট্যালেন্ট শাখা
সেরা শর্টফিল্ম (ফিপরেসি অ্যাওয়ার্ড)
লায়লা (বৈশাখী সমাদ্দার)
প্রথম রানার-আপ শর্টফিল্ম
ইনাফি-দ্য স্কার্ফ (শুভাশিস সিনহা)
দ্বিতীয় রানার-আপ শর্টফিল্ম
অন্তহীন পথে (জিয়াউল হক রাজু)
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস