ওয়ার্ল্ড সিনেমা
২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের ভেন্যু ও তারিখ ঘোষণা
ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালের (ডিআইএফএফ) ২৩তম আসরের সময়সূচি ঘোষণা করা হলো। ২০২৫ সালের ১১ জানুয়ারি এই উৎসবের পর্দা উঠবে। বরাবরের মতোই এর প্রতিপাদ্য থাকছে ‘উন্নত ফিল্ম, ভালো দর্শক ও উন্নত সমাজ।’
আয়োজক রেইনবো ফিল্ম সোসাইটির প্রত্যাশা, এবার ৯ দিনে সব মিলিয়ে ৭৫টি দেশের ২৫০টির মতো ফিল্মের প্রদর্শনী হবে। সবই উপভোগ করা যাবে বিনামূল্যে। উৎসবের ভেন্যু বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তন, বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকাস্থ আলিয়ঁস ফ্রঁসেজ ও রুশ সাংস্কৃতিক কেন্দ্র।
উৎসবের একমাত্র প্রতিযোগিতা বিভাগ এশিয়ান সিনেমা। এছাড়া থাকবে রেট্রোস্পেক্টিভ, ট্রিবিউট, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্মস, উইমেন ফিল্মমেকার্স, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্মস এবং স্পিরিচুয়াল ফিল্মস।
সিনেমায় নারীর অংশগ্রহণ নিয়ে একাদশ ঢাকা আন্তর্জাতিক সম্মেলন হবে ১২ ও ১৩ জানুয়ারি। এতে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন প্রান্তের নারী নির্মাতা, অভিনেত্রী ও ফিল্ম ব্যক্তিত্বরা।
২৩তম ঢাকা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত।
-
ছবি ও কথা1 year ago
তাসনিয়া ফারিণের বিয়ের কিছু ছবি
-
বলিউড2 years ago
‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে ক্যাটরিনার মধুর প্রতিশোধ!
-
নাটক2 years ago
আমেরিকায় ফুরফুরে মেজাজে মেহজাবীন-তানজিন তিশা-ফারিণ
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
বুসানে ফারুকী-তিশার সিনেমা দেখতে দর্শকদের ভিড়
-
ঢালিউড1 year ago
রাষ্ট্রপতি সিনেমাহলে সপরিবারে ‘প্রিয়তমা’ দেখলেন
-
ওয়ার্ল্ড সিনেমা1 year ago
‘জেলার’ হিট হওয়ায় ১০০ কোটি রুপি ও বিএমডব্লিউ গাড়ি উপহার পেলেন রজনীকান্ত
-
ঢালিউড2 years ago
শাকিবের ‘প্রিয়তমা’ কলকাতার এই নায়িকা
-
ঢালিউড2 years ago
‘বিউটি সার্কাস’: এমন চরিত্রে আর অভিনয় করবো না: ফেরদৌস