Connect with us

টেলিভিশন

২৬ বছরে চ্যানেল আই, আন্দোলনে আহত ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য একদিনের বেতন

সিনেমাওয়ালা রিপোর্টার

Published

on

চ্যানেল আইয়ের ২৬ বছরে পদার্পণের লোগো (ছবি: চ্যানেল আই)

হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে রজতজয়ন্তী পেরিয়ে ২৬ বছরে পদার্পণ করলো দেশের ডিজিটাল টেলিভিশন চ্যানেল আই। আজ (১ অক্টোবর) চ্যানেল আইয়ের জন্মদিন। এবারের জন্মদিনে চ্যানেল আই প্রাঙ্গণে কোনও অনুষ্ঠান নেই। তবে চ্যানেল আইয়ের পর্দাজুড়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠান।

জন্মদিন উপলক্ষে চ্যানেল আই পরিবারের সদস্যদের একদিনের বেতন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য প্রদান করা হবে।

চ্যানেল আই বছর জুড়ে বিভিন্ন অনুষ্ঠান প্রচার করে থাকে। শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় ‘হৃদয়ে মাটি ও মানুষ’, মুকিত মজুমদার বাবুর উপস্থাপনা ও পরিচালনায় ‘প্রকৃতি ও জীবন’, টকশো ‘তৃতীয় মাত্রা’, ‘তারকা কথন’, ‘টু দ্য পয়েন্ট’, ‘হোয়াট অ্যা শো’। এছাড়া নিয়মিত আয়োজনে রয়েছে ম্যাগাজিন অনুষ্ঠান, নাটক, টেলিফিল্ম, সিনেমাসহ বিনোদনধর্মী নানান অনুষ্ঠান।

সিনেমাওয়ালা প্রচ্ছদ