Connect with us

হলিউড

২৭ বছর সংসার করার পর বিয়েবিচ্ছেদ

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস (ছবি: ইনস্টাগ্রাম)

‘এক্স-মেন’ তারকা হিউ জ্যাকম্যান ও তার স্ত্রী ডেবোরা-লি ফার্নেস ২৭ বছর সংসার করার পর আলাদা হয়ে যাচ্ছেন। তবে কী কারণে তাদের ছাড়াছাড়ি জানা যায়নি। তারাও কিছু খোলাসা করেননি।

এক বিবৃতিতে অস্ট্রেলিয়ান এই দম্পতি জানিয়েছেন, প্রায় তিন দশক এক ছাদের নিচে থাকতে পেরে তারা ধন্য। তাদের কথায়, ‘আমাদের পথচলার পরিবর্তন হচ্ছে। আমরা নিজ নিজ ব্যক্তিগত স্বার্থে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’

বিয়ের দিন ডেবোরা-লি ফার্নেস ও হিউ জ্যাকম্যান (ছবি: ইনস্টাগ্রাম)

১৯৯৫ সালে অস্ট্রেলিয়ান টিভি সিরিজ ‘করেলি’র শুটিংয়ে হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেসের প্রথম পরিচয় হয়। ফার্নেস তখন প্রতিষ্ঠিত অভিনেত্রী। আর হিউ জ্যাকম্যান ড্রামা স্কুল থেকে বের হওয়া আনকোড়া অভিনেতা। ১৯৯৬ সালের এপ্রিলে বিয়ে করেন তারা। পরবর্তী সময়ে এই দম্পতি দুই সন্তান দত্তক নেন। তাদের বয়স এখন ২৩ বছর ও ১৮ বছর। পরিবারকেই সবসময় অগ্রাধিকার দিয়েছেন এবং তারাই সবসময় আগে থাকবে বলে বিবৃতিতে উল্লেখ করেন জ্যাকম্যান ও ফারনেস।

ডেবোরা-লি ফার্নেস ও হিউ জ্যাকম্যান (ছবি: ইনস্টাগ্রাম)

ফার্নেসের সঙ্গে বৈবাহিক সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঘন ঘন পোস্ট দিয়েছেন হিউ জ্যাকম্যান। গত এপ্রিলে বিয়েবার্ষিকীতে ৫৪ বছর বয়সী এই অভিনেতা লিখেছেন, ‘তোমাকে ভালোবাসি ডেব। আজ আমাদের ২৭তম বিয়েবার্ষিকী। ২৭ বছর! আমি তোমাকে অনেক ভালোবাসি। আমরা একসঙ্গে একটি সুন্দর পরিবার ও জীবন গড়েছি। তোমার হাসি, উদ্দীপনা, উদারতা, হাস্যরস, মনোবল এবং আনুগত্য আমার কাছে একটি অবিশ্বাস্য উপহার। আমি তোমাকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি।’

হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস (ছবি: ইনস্টাগ্রাম)

২০২১ সালে বিয়ের রজতজয়ন্তীতে হিউ জ্যাকম্যান বলেন, তাদের বিয়ে ছিলো নিশ্বাস নেওয়ার মতো স্বাভাবিক ব্যাপার। গত জুলাইয়ে লন্ডনে উইম্বলডন টেনিস চ্যাম্পিয়নশিপে আলোকচিত্রীদের ক্যামেরায় একসঙ্গে ধরা পড়েন তারা।

হিউ জ্যাকম্যান ও ডেবোরা-লি ফার্নেস (ছবি: ইনস্টাগ্রাম)

এর আগে এপ্রিলে জ্যাকম্যান সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জানান, তাকে ত্বকের ক্যান্সারের জন্য বেশ কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। ২০১৩ সালে তার প্রথম স্কিন ক্যান্সারের চিকিৎসা করা হয়। তারপর থেকে কমপক্ষে ছয়টি প্রক্রিয়া সম্পন্ন করেছেন তিনি।

হিউ জ্যাকম্যান (ছবি: ইনস্টাগ্রাম)

মারভেল কমিকসের ‘এক্স-মেন’ ফ্র্যাঞ্চাইজে উলভারিন চরিত্রের জন্য হিউ জ্যাকম্যান বিখ্যাত। ২০২৪ সালে ‘ডেডপুল থ্রি’ সিনেমায় আবার উলভারিন চরিত্রে দেখা যাবে তাকে। তার দর্শকনন্দিত সিনেমার তালিকায় আরো আছে ‘দ্য গ্রেটেস্ট শোম্যান’, ‘লে মিজারাঁবেল’, ‘প্রিজনার্স’, ‘দ্য প্রেস্টিজ’, ‘ভ্যান হেলসিং’, ‘অস্ট্রেলিয়া’ প্রভৃতি।

Advertisement

সিনেমাওয়ালা প্রচ্ছদ