Connect with us

ওয়ার্ল্ড সিনেমা

২৯তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা, শীর্ষে ‘ওপেনহাইমার’

সিনেমাওয়ালা ডেস্ক

Published

on

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘ওপেনহাইমার’ সিনেমার কলাকুশলীরা (ছবি: এক্স)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের ২৯তম আসরে সেরা সিনেমাসহ সর্বাধিক আটটি পুরস্কার জিতলো ‘ওপেনহাইমার’। এর বক্স অফিস প্রতিদ্বন্দ্বী ‘বার্বি’ দ্বিতীয় সর্বোচ্চ ছয়টি বিভাগে সেরা হয়েছে। তিনটি পুরস্কার গেছে ‘দ্য হোল্ডওভারস’ সিনেমার ঘরে।

রবিবার (বাংলাদেশ সময় ১৫ জানুয়ারি সকাল) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সান্টা মনিকা বিমানবন্দরের বারকার হ্যাঙ্গারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অভিনেত্রী-কমেডিয়ান চেলসি হ্যান্ডলার। আমেরিকান-কানাডিয়ান ক্রিটিকস চয়েস অ্যাসোসিয়েশনের আয়োজনে পুরস্কার বিতরণ করা হয়েছে।

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে পল জিয়ামাটি (ছবি: এক্স)

২৯তম ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা
সেরা সিনেমা
ওপেনহাইমার (ইউনিভার্সেল পিকচার্স)

সেরা অভিনেতা
পল জিয়ামাত্তি (দ্য হোল্ডওভারস)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে এমা স্টোন (ছবি: এক্স)

সেরা অভিনেত্রী
এমা স্টোন (পুয়োর থিংস)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে রবার্ট ডাউনি জুনিয়র (ছবি: এক্স)

সেরা পার্শ্ব-অভিনেতা
রবার্ট ডাউনি জুনিয়র (ওপেনহাইমার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী
ডে’ভাইন জয় র‌্যান্ডলফ (দ্য হোল্ডওভারস)

সেরা নবীন অভিনয়শিল্পী
ডমিনিকি সেসা (দ্য হোল্ডওভারস)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে ‘ওপেনহাইমার’ সিনেমার সহশিল্পীদের সঙ্গে এমিলি ব্লান্ট (ছবি: এক্স)

সেরা অভিনয়শিল্পীর সমাহার
ওপেনহাইমার

সেরা পরিচালক
ক্রিস্টোফার নোলান (ওপেনহাইমার)

সেরা রূপান্তরিত চিত্রনাট্য
কোর্ড জেফারসন (আমেরিকান ফিকশন)

সেরা মৌলিক চিত্রনাট্য
গ্রেটা গারউইগ, নোয়া বাউমবাক (বার্বি)

সেরা চিত্রগ্রহণ
হয়তে ফন হয়তেমা (ওপেনহাইমার)

সেরা শিল্প নির্দেশনা
সারাহ গ্রিনউড, কেটি স্পেন্সার (বার্বি)

সেরা সম্পাদনা
জেনিফার লেম (ওপেনহাইমার)

সেরা পোশাক পরিকল্পনা
জ্যাকুলিন ডার‍্যান (বার্বি)

সেরা চুল ও রূপসজ্জা
বার্বি

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
ওপেনহাইমার

গ্রেটা গারউইগ ও মার্গো রবি (ছবি: এক্স)

সেরা কমেডি
বার্বি

সেরা অ্যানিমেটেড সিনেমা
স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডার-ভার্স

সেরা বিদেশি ভাষার সিনেমা
অ্যানাটমি অব অ্যা ফল (ফ্রান্স)

সেরা মৌলিক সুর
লুদবিগ গোরানসন (ওপেনহাইমার)

সেরা মৌলিক গান
আই’ম জাস্ট কেন (সিনেমা: বার্বি; গীতিকবি ও সুরকার মার্ক রনসন, অ্যান্ড্রু ওয়ায়েট)

পরিচালক জেমস ম্যানগোল্ডের হাত থেকে পুরস্কার নিচ্ছেন হ্যারিসন ফোর্ড (ছবি: এক্স)

ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড
হ্যারিসন ফোর্ড

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে সারাহ স্নুক (ছবি: এক্স)

টেলিভিশন বিভাগ
সেরা ড্রামা সিরিজ
সাকসেশন (এইচবিও ম্যাক্স)

সেরা অভিনেতা (ড্রামা সিরিজ)
কিয়েরান কালকিন (সাকসেশন)

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ)
সারাহ স্নুক (সাকসেশন)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে বিলি ক্রুডাপ (ছবি: এক্স)

সেরা পার্শ্ব-অভিনেতা (ড্রামা সিরিজ)
বিলি ক্রুডাপ (দ্য মর্নিং শো)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে এলিজাবেথ ডেবিকি (ছবি: এক্স)

সেরা পার্শ্ব-অভিনেত্রী (ড্রামা সিরিজ)
এলিজাবেথ ডেবিকি (দ্য ক্রাউন)

সেরা কমেডি সিরিজ
দ্য বিয়ার (এফএক্স)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে জেরেমি অ্যালেন হোয়াইট (ছবি: এক্স)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ)
জেরেমি অ্যালেন হোয়াইট (দ্য বিয়ার)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে আয়ো এডেবিরি (ছবি: এক্স)

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ)
আয়ো এডেবিরি (দ্য বিয়ার)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে এবন মস-বাচরেক (ছবি: এক্স)

সেরা পার্শ্ব-অভিনেতা (কমেডি সিরিজ)
এবন মস-বাচরেক (দ্য বিয়ার)

সেরা পার্শ্ব-অভিনেত্রী (কমেডি সিরিজ)
মেরিল স্ট্রিপ (অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং)

‘বিফ’ সিরিজের নির্মাতা লি সাং জিন (ছবি: এক্স)

সেরা লিমিটেড সিরিজ
বিফ (নেটফ্লিক্স)

সেরা টেলিভিশন মুভি
কুইজ লেডি (হুলু)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে স্টিভেন ইয়ান (ছবি: এক্স)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
স্টিভেন ইয়ান (বিফ)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে অ্যালি ওয়াং (ছবি: এক্স)

সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
অ্যালি ওয়াং (বিফ)

সেরা পার্শ্ব-অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
জোনাথন বেইলি (ফেলো ট্রাভেলার্স)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে মারিয়া বেলো (ছবি: এক্স)

সেরা পার্শ্ব-অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা টিভি মুভি)
মারিয়া বেলো (বিফ)

সেরা বিদেশি ভাষার সিরিজ
লুপিন (ফ্রান্স)

সেরা অ্যানিমেটেড সিরিজ
স্কট পিলগ্রিম টেকস অফ (নেটফ্লিক্স)

সেরা টক শো
লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

সেরা কমেডি স্পেশাল
জন মালেনি: বেবি জে (নেটফ্লিক্স)

ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসের মঞ্চে আমেরিকা ফেরেরা (ছবি: এক্স)

সিহার অ্যাওয়ার্ড
আমেরিকা ফেরেরা

সিনেমাওয়ালা প্রচ্ছদ